ফের বেলাগাম বিজেপি বিধায়ক, দলবদলকারী তৃণমূল নেতাকে কটূক্তি করে বিতর্কে অসীম সরকার

জ্যোতির্ময় চক্রবর্তী, বনগাঁ: গানের মাধ্যমে কখনও পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), কখনও আবার অনুব্রত মণ্ডলকে আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Sarkar)। এবার বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতিকে কুরুচিকর ভাষায় আক্রমণ করলেন তিনি। বললেন, “এর চেয়ে বেশ্যারাও ভাল।”
কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দাস। বর্তমানে বনগাঁ সংগঠনিক জেলার বর্তমান তৃণমূল সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। তবে খাতায় কলমে বিজেপির বিধায়ক তিনি। এদিন বিশ্বজিৎ দাসের এলাকায় পথসভা করেন বিজেপি বিধায়ক কথা কবিয়াল অসীম সরকার। সেখানেই বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে নিয়ে একটি গান বাঁধেন তিনি৷ সেই গানে বিশ্বজিৎকে ধান্দাবাজ ও শকুন বলেও কটাক্ষ করেন তিনি৷ তাঁর দলবদল প্রসঙ্গে বলেন, “উনি কোন দলে আছেন? এর থেকে বেশ্যারাও ভাল।” তাঁর মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে।
[আরও পড়ুন: মাঝরাতে ইডি দপ্তরে অভিষেকের শ্যালিকা, তলব করেও অফিসে ছিলেন না আধিকারিকরা!]
তবে এখানেই শেষ নয়। এদিনের সভা থেকে থেকে স্থানীয়দের পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেন। বলেন, “সবাই বাড়িতে ৫ কেজি করে লঙ্কার গুঁড়ো রাখুন। পঞ্চায়েত ভোটে কেউ লুঠ করতে এলে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিন।” বিজেপি বিধায়কের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন স্থানীয় তৃণমূল নেতারা।
প্রসঙ্গত, বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে দাঁড়িয়ে জয়ী হয়েছিলেন বিশ্বজিৎ দাস৷ পরে তিনি তৃণমূলে যোগদান করেন৷ সম্প্রতি বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হয়েছেন তিনি। বিশ্বজিৎ দাসকে বিধায়ক পদ থেকে সরানোর দাবি তুলে একাধিকবার সরব হয়েছেন বিজেপি বিধায়কেরা৷
[আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ড: ফের ইডি দপ্তরে অভিষেকের শ্যালিকা]

Source: Sangbad Pratidin

Related News
খুলনা-বরিশালে কর্পোরেশন ভোট: কোরান ছুঁইয়ে ভোট দেওয়ার শপথ! অভিযুক্ত মেয়র প্রার্থী
খুলনা-বরিশালে কর্পোরেশন ভোট: কোরান ছুঁইয়ে ভোট দেওয়ার শপথ! অভিযুক্ত মেয়র প্রার্থী

সুকুমার সরকার, ঢাকা: সোমবার বাংলাদেশের (Bangladesh) দুই শহর – খুলনা ও বরিশালে সিটি কর্পোরেশনের নির্বাচন। দুই জায়গারই অধিকাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ Read more

অন্যের ‘ঝামেলা’ কেনেন এই বাংলাদেশি দোকানদার! তাই বেচেই লাখপতি
অন্যের ‘ঝামেলা’ কেনেন এই বাংলাদেশি দোকানদার! তাই বেচেই লাখপতি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি অন্যের ‘ঝামেলা’ কিনেই লাখপতি! তাঁর দোকানের নাম ‘মেসার্স ঝামেলা কিনি’। যে ঝামেলা সকলের কাছে অস্বস্তির, Read more

এবার ইউরোপে সাইবার হানা রাশিয়ার, একাধিক দেশে থমকে গেল ইন্টারনেট পরিষেবা
এবার ইউরোপে সাইবার হানা রাশিয়ার, একাধিক দেশে থমকে গেল ইন্টারনেট পরিষেবা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ইন্টারনেট পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইউরোপের (Europe) বিস্তীর্ণ এলাকা। যুদ্ধের আবহে শনিবার জার্মানি, ফ্রান্স, Read more

বিউটি কনটেস্টে অংশ নিয়েছিলেন পাঁচ মহিলা পুলিশকর্মী, ‘শাস্তি’ হিসাবে বদলির নির্দেশ কর্তৃপক্ষের
বিউটি কনটেস্টে অংশ নিয়েছিলেন পাঁচ মহিলা পুলিশকর্মী, ‘শাস্তি’ হিসাবে বদলির নির্দেশ কর্তৃপক্ষের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেশায় তাঁরা পুলিশ (Police)। উর্দি পরে আইনশৃঙ্খলা রক্ষা করেন। কিন্তু এরই পাশাপাশি সৌন্দর্য প্রতিযোগিতাতেও অংশ নিয়েছিলেন Read more

‘অল্প বয়সেই ছিল অনন্য’, শচীনের জন্মদিনের আগে স্মৃতিচারণে সহোদর অজিত তেণ্ডুলকর
‘অল্প বয়সেই ছিল অনন্য’, শচীনের জন্মদিনের আগে স্মৃতিচারণে সহোদর অজিত তেণ্ডুলকর

অজিত তেণ্ডুলকর: কোনও দিন কি আমি ভেবেছিলাম যে, শচীন একদিন সর্বকালের অন‌্যতম সেরা ক্রিকেটার হবে? কোনও দিন কি ভেবেছিলাম যে, Read more

নিষ্ঠুর জিনপিং প্রশাসন! উইঘুর মুসলিমদের ‘রোজা’ রাখতেও বাধা চিনের
নিষ্ঠুর জিনপিং প্রশাসন! উইঘুর মুসলিমদের ‘রোজা’ রাখতেও বাধা চিনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনের (China) শিনজিয়াং প্রদেশে গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করার অভিযোগ অনেক দিনের। ওই প্রদেশের উইঘুর মুসলিমদের বিরুদ্ধে Read more