মারণ রোগের তথ্য সফটওয়্যারে, ক্যানসার নথিভুক্তিতে চালু রাজ্যের নিজস্ব পোর্টাল

ক্ষীরোদ ভট্টাচার্য: আচ্ছা বলুন তো, রাজ্যে ক‌্যানসার (Cancer) আক্রান্তের সংখ‌্যা কত? আক্রান্তদের মধ্যে ব্রেন বা স্তন ক‌্যানসারে (Breast Cancer) আক্রান্ত কতজন? অঙ্কোলজির তাবড় বিশেষজ্ঞ বিরক্ত হবেন। হলফ করে বলতে পারি তাঁদের পালটা প্রশ্ন, ‘‘আপনার সমস‌্যা কী?’’ এই প্রশ্নটাই তাড়া করে বেড়িয়েছিল এক বাঙালি অঙ্কোলজি অধ‌্যাপককে। প্রশ্ন যখন মনে এল, উত্তরটাও বের করতেই হবে।
ঠিক তিন বছর আগে কোভিড (Covid) আবহে যখন ত্রাহি ত্রাহি অবস্থা। লকডাউনে রাজপথ শুনশান। তিনি কিন্তু রোজ এনআরএস মেডিক‌্যাল কলেজে (NRS Medical Collage) এসেছেন। নিজের অধীত বিদ‌্যা এবং মোটা মোটা অঙ্কোলজির বই ঘেঁটেছেন। সঙ্গে ছিল স্বাস্থ‌্য দপ্তরের (Health Department) আইটি সেল। তবে তিনবছর লাগেনি। তার আগেই ডা. শ্রীকৃষ্ণ মণ্ডল তৈরি করেছেন ক্যানসার সফটওয়‌্যার। আর এটাই সেই চাবিকাঠি, যার মাধ‌্যমে রাজ্যে ক‌্যানসারের প্রকার, কতজন আক্রান্ত, এবং কতজন সুস্থ হলেন অথবা ঠিক এখনই সেই রোগীর কী চিকিৎসা চলছে তা জানতে পারবে স্বাস্থ‌্য ভবন। এমনকী, ভৌগোলিক এলাকাভেদে কোনও ক‌্যানসারের প্রকোপ বেশি বা কম হলেও তাও নথিভুক্ত করা হয়েছে।
[আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের আগে ৪ দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী, একগুচ্ছ কর্মসূচি দুই মেদিনীপুরে]
এখনও পর্যন্ত রাজ্যের দশটি মেডিক‌্যাল কলেজ হাসপাতালে এই সফটওয়‌্যার চালু হয়েছে। নিয়মিত সব রোগীর সমস্ত তথ‌্য নথিভুক্ত হচ্ছে, চলে যাচ্ছে স্বাস্থ‌্যভবনের পোর্টালে। শ্রীকৃষ্ণ মণ্ডল এনআরএস মেডিক‌্যাল কলেজের রেডিওথেরাপি-অঙ্কোলজির বিভাগীয় প্রধান অধ‌্যাপক। তাঁর কথায়, ‘‘কোভিডের সময় রোগী নেই বললেই চলে। হাসপাতালে আমার বিভাগ গুটিকয় সহকর্মী আসতেন। রাজপথ শুনশান। এমন অভিজ্ঞতা সম্ভবত গত একশো বছরে হয়নি। মনে হল অহেতুক শুয়ে-বসে সময় কাটিয়ে কী হবে? লেগে পড়লাম কাজে। আমার কাজ ওইটুকুই। বাকি সব কাজ করেছে স্বাস্থ‌্যভবনের আইটি সেল। তিনবছরে রোজ এমনকী, ছুটির দিনেও হাসপাতালে এসেছেন। কাজ করেছেন। সেই সময়ে চাষ করেছিলেন। এখন ফসল তুলছে স্বাস্থ‌্যভবন।
রাজ্যে তৈরি হয়েছে ক‌্যানসার রেজিস্ট্রি পোর্টাল। হিস্টোপ‌্যাথলজিক‌্যাল রিপোর্ট ধরে ক‌্যানসারের বিভিন্ন ভাগ এবং রোগীর সুস্থ হয়ে ওঠার যাবতীয় তথ‌্য সফটওয়‌্যারে আপলোড করা হচ্ছে রোজ। ক্রমশ সব হাসপাতাল বা মেডিক‌্যাল কলেজ যেখানে ক‌্যানসার রোগের চিকিৎসা হয়, সবগুলিকে যুক্ত করা হবে।
[আরও পড়ুন: বাইকে লাগানো ডিনামাইট! স্টার্ট দিতেই জোরালো বিস্ফোরণ বীরভূমে]
ওই সফটওয়‌্যারের তথ‌্য অনুযায়ী, রাজ্যে সরকারি নথিভুক্ত ক‌্যানসার রোগীর সংখ‌্যা আট হাজারের কিছু বেশি। এই আট হাজারের প্রত্যেকের নিজস্ব ইউনিক আইডি বা কম্পিউটার ক্রমিক নম্বর রয়েছে। স্বাস্থ‌্য দফতরের পোর্টাল গিয়ে রাজ্যের যে কোনও সরকারি ক‌্যানসার হাসপাতালের পোর্টাল খুলে রোগীর ইউনিক আইডি আপলোড করলেই শুরু থেকে সমস্ত তথ‌্য স্ক্রিনে ভেসে উঠবে। রোগীর কবে কী পরীক্ষা হয়েছে। সেই রিপোর্টে কী আছে? রোগীকে কী ওষুধ দেওয়া হয়েছে? অথবা কেমোথেরাপি, রেডিওথেরাপি বা অস্ত্রোপচারের পর সমস‌্যা কতটা কমেছে বা বেড়েছে সব তথ‌্যই পাওয়া যাবে। প্রেসক্রিপশন হারিয়ে গেলেও সমস‌্যা নেই। নাম ও মোবাইল নম্বরেই সব তথ‌্য চোখের সামনে ভেসে উঠবে।’’ তবে কোনও রোগীর মৃতু‌্য হলে তা নথিভুক্ত হয়। কিন্তু রোগীর নাম বাদ দেওয়া হয় না। কারণ, সরকারি নিয়মে কোনও নাম বাদ দেওয়া যায় না। স্বাস্থ‌্যভবনের কর্তাদের টার্গেট, প্রথমে সব সরকারি মেডিক‌্যাল কলেজগুলিকে এই পোর্টালে যুক্ত করা। পর্যায়ক্রমে জেলা ও ব্লকস্তরে যেখানে ক‌্যানসার রোগ নির্ণয়ের সুযোগ আছে সেগুলিকে বাধ‌্যতামূলকভাবে এই কমর্সূচির আওতায় আনা। এক স্বাস্থ‌্যকর্তার কথায়, ‘‘রোগ নির্ণয় হলে অর্ধেক যুদ্ধজয়। সেই কাজটাই হয়েছে এনআরএসের আঁতুড়ঘরে।’’

Source: Sangbad Pratidin

Related News
২৪ পরিবারের সঞ্চয় হাতিয়ে আইপিএল বেটিং! এক কোটি টাকা নয়ছয় পোস্টমাস্টারের
২৪ পরিবারের সঞ্চয় হাতিয়ে আইপিএল বেটিং! এক কোটি টাকা নয়ছয় পোস্টমাস্টারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল বেটিংয়ে (IPL Betting) ব্যবহার করা হয়েছে পোস্ট অফিসে জমা রাখা টাকা! প্রায় চব্বিশটি পরিবারের টাকা Read more

শিক্ষিকার এত সম্পত্তি! গরু পাচারের ‘সুবিধাভোগী’ হওয়ার খেসারত দিতে হল সুকন্যাকে, দাবি ইডি সূত্রে
শিক্ষিকার এত সম্পত্তি! গরু পাচারের ‘সুবিধাভোগী’ হওয়ার খেসারত দিতে হল সুকন্যাকে, দাবি ইডি সূত্রে

নন্দন দত্ত, সিউড়ি: পেশায় স্কুল শিক্ষিকা। অথচ, সেই সুকন্যা মণ্ডলের নামে কোটি কোটি টাকার সম্পত্তি! যার বহর দেখলে চোখ কপালে Read more

করমর্দন নয়, বিলাওয়ালকে ‘নমস্তে’ জয়শংকরের, SCO-তে কী বার্তা বিদেশমন্ত্রীর?
করমর্দন নয়, বিলাওয়ালকে ‘নমস্তে’ জয়শংকরের, SCO-তে কী বার্তা বিদেশমন্ত্রীর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করমর্দন নয়। পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জরদারিকে ‘নমস্তে’ জয়শংকরের। তবে তা মৌলবাদের সমর্থক পড়শি দেশটিকে কড়া Read more

হাওড়া স্টেশনেই প্রসব বেদনা, মহিলার ত্রাতা হয়ে এগিয়ে এল আরপিএফ
হাওড়া স্টেশনেই প্রসব বেদনা, মহিলার ত্রাতা হয়ে এগিয়ে এল আরপিএফ

সুব্রত বিশ্বাস: হাওড়া স্টেশনেই (Howrah Station) ভূমিষ্ঠ হল সন্তান। স্টেশন চত্বরেই তৈরি করা হল অস্থায়ী লেবার রুম। আরপিএফের (RPF) তৎপরতায় Read more

WB Panchayat Election 2023: ‘ষড়যন্ত্রের সেনাপতি’, ভোট হিংসায় ‘নির্বাক’ নির্বাচন কমিশনার রাজীবকে তোপ রুদ্রনীলের
WB Panchayat Election 2023: ‘ষড়যন্ত্রের সেনাপতি’, ভোট হিংসায় ‘নির্বাক’ নির্বাচন কমিশনার রাজীবকে তোপ রুদ্রনীলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শনিবার সকাল থেকেই উত্তপ্ত বাংলা। বিভিন্ন জেলায় দফায় দফায় অশান্তি। ঝরেছে রক্তও। Read more

নতুন ঠান্ডা যুদ্ধের সাক্ষী হতে পারে বিশ্ব! এসসিও বৈঠকে সতর্ক করলেন জিনপিং
নতুন ঠান্ডা যুদ্ধের সাক্ষী হতে পারে বিশ্ব! এসসিও বৈঠকে সতর্ক করলেন জিনপিং

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন একটা ‘ঠান্ডা যুদ্ধে’র পরিস্থিতি তৈরি হয়েছে। এমনই আশঙ্কা প্রকাশ করতে দেখা গেল চিনের (China) প্রেসিডেন্ট Read more