উত্তর-পূর্বের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ হাসিনার, শীঘ্রই নদী কমিশনের পরবর্তী বৈঠক

সুকুমার সরকার, ঢাকা: ভারতের উত্তর-পূর্বের সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নীতিগত ভাবে এই আমন্ত্রণ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। তবে সফরের প্রস্তুতি বিদেশমন্ত্রকের আনুষ্ঠানিক ঘোষণার পরেই হবে বলে খবর। একইসঙ্গে, শীঘ্রই যৌথ নদী কমিশনের পরবর্তী বৈঠক হবে বলেও জানা গিয়েছে।
শনিবার ঢাকায় একটি অনুষ্ঠানে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম বলেন, “আমরা ভারতের ডোনার মন্ত্রী জি কিষান রেড্ডি এবং উত্তর-পূর্বের সমস্ত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের অন্তত তিনদিনের জন্য বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের সঙ্গে প্রশাসনের শীর্ষ আধিকারিক ও বণিক সভার প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।” তাঁর কথায়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা মাঝে মাঝেই বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। কিন্তু তিনিই আবার বলেন বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী রয়েছেন বলে উত্তর-পূর্বাঞ্চল শান্ত রয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রীর কথায়, বাণিজ্যের পাশাপাশি নিরাপত্তা নিয়েও কথা হবে তাঁদের সঙ্গে।
[আরও পড়ুন: রানির শেষকৃত্যে যোগ দেবেন শেখ হাসিনা, লন্ডন যাচ্ছেন আগামী সপ্তাহেই]
বিশ্লেষকদের মতে, সম্প্রতি হাসিনার (Sheikh Hasina) ভারত সফরের পর এই আমন্ত্রণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ঢাকার উপর চিনের প্রভাব বৃদ্ধি নিয়ে চিন্তিত দিল্লি। এবং সেই কথা ঠারে ঠারে বুঝিয়েও দিয়েছে মোদি সরকার। তাই সন্দেহের মেঘ কাটাতে দ্বিপাক্ষিক সম্পর্ককে এক নতুন দিশা দিতেই এই পদক্ষেপ হাসিনা সরকারের। তাছাড়া, ভারতের উত্তর-পূর্বের সাতটি রাজ্যের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক মজবুত করাও উদ্দেশ্য মুজিবকন্যার। তিনি ভালই জানেন, অসম-সহ ‘সেভেন সিস্টার’ রাজ্যগুলিতে সন্ত্রাস দমনে দিল্লির ভরসা ঢাকা।
উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর ভারত সফরে এসেছিলেন হাসিনা। দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির (Narendra Modi সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওই বৈঠকে তিস্তার জলবণ্টন নিয়ে কোনও আশ্বাস না মিললেও অসমের কুশিয়ারা নদীর জল নিয়ে পাকাপাকি চুক্তি হয়েছে। ১৫৩ কিউসেক জল নেবে বাংলাদেশ। এছাড়া তথ্যপ্রযুক্তি, মহাকাশ ক্ষেত্রে দুই দেশ একে অপরের হাত ধরে চলবে। হায়দরাবাদ হাউসের ওই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধান মোট ৭ টি চুক্তিতে স্বাক্ষর করেন। তারমধ্যে রয়েছে রেল, সড়ক, বিদ্যুৎ-সহ আরও বেশ কয়েকটি চুক্তিও।
[আরও পড়ুন: সাঁওতালদের জন্য তৈরি ঘরের দখল নিচ্ছে মুসলমানরা! অভিযোগে তপ্ত বাংলাদেশের দিনাজপুর]

Source: Sangbad Pratidin

Related News
মাথায় রক্ত সঞ্চালনা বন্ধ ৪ মিনিটে বিরল অস্ত্রোপচার, রোগীর প্রাণ বাঁচিয়ে নজির বেসরকারি হাসপাতালে
মাথায় রক্ত সঞ্চালনা বন্ধ ৪ মিনিটে বিরল অস্ত্রোপচার, রোগীর প্রাণ বাঁচিয়ে নজির বেসরকারি হাসপাতালে

অভিরূপ দাস: টিক টক টিক টক। ঘুরছে ঘড়ির কাঁটা। পাল্লা দিয়ে ছুটছে চিকিৎসকের হাত। হাতে সময় মাত্র চার মিনিট। তার Read more

রুশ বিরোধী নেতা নাভালনির ৯ বছরের জেল, যুদ্ধের আবহে বিদ্রোহ দমন পুতিনের!
রুশ বিরোধী নেতা নাভালনির ৯ বছরের জেল, যুদ্ধের আবহে বিদ্রোহ দমন পুতিনের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে (Ukraine) ধাক্কা খেয়েছে শক্তিশালী রুশ ফৌজ। এখনও কিয়েভ দখলে ব্যর্থ হওয়ায় বাঙ্কারে বসে কমান্ডারদের একহাত Read more

ভুয়ো সিমকার্ডে আর্থিক প্রতারণা! কটক থেকে কলকাতা পুলিশের জালে ২
ভুয়ো সিমকার্ডে আর্থিক প্রতারণা! কটক থেকে কলকাতা পুলিশের জালে ২

অর্ণব আইচ ও দেবব্রত মণ্ডল: ভুয়ো সিমকার্ড কিনে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ। অ্যাকাউন্ট ভাড়া করে তাতে টাকা জমা রাখার অভিযোগ! Read more

একা যুদ্ধে রক্ষা নেই অসুখ দোসর! ইউক্রেনে ভ্রুকুটি কলেরা, করোনা ও অবসাদের মতো রোগের
একা যুদ্ধে রক্ষা নেই অসুখ দোসর! ইউক্রেনে ভ্রুকুটি কলেরা, করোনা ও অবসাদের মতো রোগের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একমাসেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine War) যুদ্ধ। এখনও নিষ্পত্তি হওয়ার কোনও লক্ষণ নেই যুদ্ধের। Read more

আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে কড়া হাই কোর্ট, দেহ SSKM-এ সংরক্ষণের নির্দেশ, পার্টি করতে হবে মৃতের পরিবারকে
আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে কড়া হাই কোর্ট, দেহ SSKM-এ সংরক্ষণের নির্দেশ, পার্টি করতে হবে মৃতের পরিবারকে

গোবিন্দ রায়: আমহার্স্ট স্ট্রিট থানায় যুবকের রহস্যমৃত্যুতে দেহ এসএসকেএমে সংরক্ষণের নির্দেশ আদালতের। মামলায় পার্টি করতে হবে মৃতের পরিবারকেও। সেই সঙ্গে Read more

FIR করতে গেলে কিছু থানা কেন হয়রান করে, প্রশ্ন ক্ষুব্ধ পুলিশ কমিশনারের
FIR করতে গেলে কিছু থানা কেন হয়রান করে, প্রশ্ন ক্ষুব্ধ পুলিশ কমিশনারের

অর্ণব আইচ: এফআইআর করতে এসে কিছু থানায় হয়রানির শিকার হচ্ছেন শহরবাসীরা। কলকাতার অপরাধ নিয়ন্ত্রণে আধিকারিকদের সঙ্গে বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন Read more