এলাহি খাওয়াদাওয়া, মিছিলে আসতে নগদ! বিজেপির নবান্ন অভিযানে খরচ ১১ কোটি, দাবি তৃণমূলের

সুদীপ রায়চৌধুরী: আগামী মঙ্গলবারের নবান্ন অভিযান সফল করতে ১১ কোটি টাকা খরচ করছে রাজ‌্য বিজেপি! এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের। রাজ‌্য বিজেপির বহু ঢক্কানিনাদিত নবান্ন অভিযান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপত্র ‘জাগো বাংলা’-য়। যেখানে রাজ‌্য বিজেপির শীর্ষস্থানীয় একটি সুত্রকে উল্লেখ করে দাবি করা হয়েছে মিছিলে লোক জোটাতে ট্রেন ও গাড়ি ভাড়া, কর্মীদের থাকা খাওয়া ও নগদ উপঢৌকন ইত‌্যাদি বাবদ মোট ১১ কোটি সাত লক্ষ টাকা খরচ করা বিজেপি নেতৃত্ব। যে খবরে স্বাভাবিকভাবেই চাঞ্চল‌্য ছড়িয়েছে।
পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ওই প্রতিবেদনের দাবি অনুযায়ী, বিপুল পরিমাণ এই অর্থের মধ্যে দিল্লির অবদান খুবই নগন‌্য। এই সংবাদের সূত্র হিসাবে উল্লেখ করা হয়েছে রাজ‌্য বিজেপির এক ‘প্রথম সারির নেতাকে। যাঁর কথায়, ‘দিল্লি থেকে যে অর্থ এসেছে, তার নামমাত্র কাজে লেগেছে। কিছু দলবদলু নেতার নেতৃত্বে প্রচুর অর্থ উঠেছে।’
[আরও পড়ুন: মাঝরাতে ইডি দপ্তরে অভিষেকের শ্যালিকা, তলব করেও অফিসে ছিলেন না আধিকারিকরা!]
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাজ‌্য বিজেপির এক নেতা শনিবার জানিয়েছেন, সত্যি কথা বলতে কী, এটাকে রাজসূয় যজ্ঞ বললেও কম বলা হবে। কর্মসূচি সফল করতে কার্যত টাকার শ্রাদ্ধ হচ্ছে। সমস্ত খরচ হিসাব করলে টাকার অঙ্কটা ১১ কোটি পেরিয়ে যাবে।’ রাজনৌতিক মহলের মতে, তৃণমূল কংগ্রেস মুখপত্রের দাবি যদি সত্যি হয়ে থাকে, তবে রাজ‌্য বিজেপির মঙ্গলবারের নবান্ন অভিযান সাম্প্রতিককালে বাংলার মাটিতে মহার্ঘতম রাজনৈতিক কর্মসূচি। যদিও, ‘জাগো বাংলা’-র এই প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ‌্যা প্রচার’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজ‌্য বিজেপির অন‌্যতম নেতা তথা মুখপাত্র শমীক ভট্টাচার্য এপ্রসঙ্গে বলেছেন, “তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের অর্থনীতিকে খাটের নিচে নিয়ে গিয়েছে! রাজ্যের উন্নয়ন এখন মশারির ভিতরে ঢুকে পড়েছে। তাই বাংলার মানুষ তৃণমূলের হিসাবকে আর গুরুত্ব দেয় না।”
জাগো বাংলায় প্রকাশিত খবরে নবান্ন অভিযানের খরচের যে হিসাব দেওয়া হয়েছে, সে অনুযায়ী সাতটি ট্রেন ভাড়া করতে লাগছে ২.৮৪ কোটি টাকা, অভিযানের দিন কর্মীদের প্রাতরাশ থেকে নৈশাহার পর্যন্ত খরচ ২.১৭ কোটি টাকা, বাস-ট্রাক ইত‌্যাদি গাড়ি ভাড়া বাবদ ১.৯২ কোটি, সোমবার রাতে খাওয়া, থাকা ও পোস্টার-ব‌্যানার বাবদ খরচ যথাক্রমে ৭৩ লক্ষ, ৬৭ লক্ষ ও ৪০ লক্ষ টাকা।
[আরও পড়ুন: ডিজে বক্স বাজাতে হুকিং! ঝোড়ো হাওয়ায় তার ছিঁড়ে বাড়িতে শর্ট সার্কিট, ইটাহারে মৃত্যু ৩ জনের]
তৃণমূলের দাবি, তারপরও লোক হবে না বুঝতে পেরে মরিয়া সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীরা জেলায় জেলায় নগদ টাকা উপঢৌকন দিচ্ছেন মিছিলে আসার জন‌্য। গ্রামাঞ্চলে দেওয়া হচ্ছে মাথাপিছু ১২০০ টাকা। শহরতলীতে মাথাপিছু ১৮০০ টাকা। তারপরও ঝুঁকি না নিয়ে অন‌্য রাজ‌্য‌ থেকে ১.৭০ কোটি টাকা খরচ করে বিভিন্ন বাহিনীর কর্মীদের সাদা পোশাকে আনানো হচ্ছে বলে দাবি ‘জাগো বাংলা’-র। তৃণমূলের অভিযোগ, ক’দিন আগে বৈদিক ভিলেজে সাংগঠনিক বৈঠক করতে খরচ হয়েছে তিন কোটি টাকার বেশি। নবান্ন অভিযানে খরচ ১১ কেটির বেশি। অর্থাৎ ১৫ দিনে খরচ হচ্ছে ১৫ কোটি টাকা। এত টাকা আসছে কথা থেকে, প্রশ্ন জাগো বাংলার।

Source: Sangbad Pratidin

Related News
বচসার জের, প্রতিবেশীকে ‘শিক্ষা’ দিতে পোষ্য কুকুরকে লেলিয়ে দেওয়ার অভিযোগ, ক্ষতবিক্ষত যুবক
বচসার জের, প্রতিবেশীকে ‘শিক্ষা’ দিতে পোষ্য কুকুরকে লেলিয়ে দেওয়ার অভিযোগ, ক্ষতবিক্ষত যুবক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই প্রতিবেশীর বচসা। আর তা চরম পর্যায়ে পৌঁছলে হাতাহাতি, মারামারি হতেই পারে। তবে সল্টলেকের আইসি ব্লকে Read more

Cricket World Cup 2023: ইডেনে জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন গাভাসকর, দেখুন ভিডিও
Cricket World Cup 2023: ইডেনে জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন গাভাসকর, দেখুন ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় পতাকার অবমাননা! রেগে আগুন সুনীল গাভাসকর। এমনকী ঘটনায় এতটাই ক্ষুব্ধ কিংবদন্তি যে পুলিশকেও এর বিরুদ্ধে Read more

‘উনি অতি বিজেপি, সুপ্ত বাসনা রাজ্যপাল হওয়া’, বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা অনুপমের
‘উনি অতি বিজেপি, সুপ্ত বাসনা রাজ্যপাল হওয়া’, বিশ্বভারতীর উপাচার্যকে নিশানা অনুপমের

দেব গোস্বামী, বোলপুর: বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের (Vishva Bharati) উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে নিয়ে একাধিক বিতর্ক রয়েছে। মাঝেমধ্যেই বেফাঁস মন্তব্য করে তিনি উঠে Read more

জোরকদমে ‘মিশন গগনযান’-এর প্রস্তুতি, সফল উৎক্ষেপণ প্রথম টেস্ট ভেহিকেলের
জোরকদমে ‘মিশন গগনযান’-এর প্রস্তুতি, সফল উৎক্ষেপণ প্রথম টেস্ট ভেহিকেলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোরকদমে ‘মিশন গগনযান’-এর প্রস্তুতি শুরু করে দিল ইসরো। শনিবার প্রাথমিক ভাবে ধাক্কা খেলেও শেষপর্যন্ত অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা Read more

আমেরিকায় নিহত জাহ্নবীকে মরণোত্তর ডিগ্রি, পরিবারের পাশে থাকার বার্তা মার্কিন বিশ্ববিদ্যালয়ের
আমেরিকায় নিহত জাহ্নবীকে মরণোত্তর ডিগ্রি, পরিবারের পাশে থাকার বার্তা মার্কিন বিশ্ববিদ্যালয়ের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ভারতীয় ছাত্রী জাহ্নবী কান্ডুলাকে মরণোত্তর ডিগ্রি দেবে মার্কিন বিশ্ববিদ্যালয়। জাহ্নবীর স্নাতকোত্তরের Read more

পণে পাওয়া গাড়ি নাপসন্দ, বরের কটাক্ষে আত্মঘাতী স্ত্রী, সরকারি চাকরি খোয়াল অভিযুক্ত
পণে পাওয়া গাড়ি নাপসন্দ, বরের কটাক্ষে আত্মঘাতী স্ত্রী, সরকারি চাকরি খোয়াল অভিযুক্ত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েতে পণ হিসেবে জমি-প্রচুর সোনা-গাড়ি পেয়েও খুশি ছিলেন না কেরলের সরকারি দপ্তরের কর্মী। যৌতুক হিসেবে প্রাপ্ত Read more