Weather Update: নিম্নচাপ হয়েছে আরও গভীর, পুজোর আগে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ, আর কতদিন দুর্যোগ?

নব্যেন্দু হাজরা: বঙ্গোপসাগরে নিম্নচাপ হয়েছে আরও গভীর। তাতেই আকাশের মুখভার। অতিভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। বৃষ্টির সঙ্গেই ঝোড়ো হাওয়া রয়েছে। তাই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

কলকাতার আকাশ আজ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। অবশ্য সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টি মাথায় করে স্কুল-অফিসে যাচ্ছেন নিত্যযাত্রীরা। কয়েকটি জায়গায় সামান্য জল জমার খবর রয়েছে। দিনভরই এমন আবহাওয়া থাকবে বলে খবর। গতকাল অর্থাৎ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৫ শতাংশ। শহরে বৃষ্টি হয়েছে ৩৭.১ মিলিমিটার। নিম্নচাপের বৃষ্টির কারণে চিন্তিত কুমোরটুলির শিল্পীরা। দুর্গাপুজো সামনে। এমন সময় প্রতিমা তৈরির কাজ জোরকদমে চলে। বৃষ্টির কারণে তা বিঘ্নিত হচ্ছে। এদিকে পুজোর কেনাকাটা ভাল হচ্ছে না বলেও মনখারাপ ব্যবসায়ীদের। 
ছবি: পিন্টু প্রধান
[আরও পড়ুন: চারদিন পর হদিশ মিলল হৃদয়পুরের নিখোঁজ পর্বতারোহীর, ঘরে ফেরার অপেক্ষায় পরিবার]
দক্ষিণ ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করেছেন শক্তিশালী নিম্নচাপ। তার প্রভাবেই বৃষ্টিস্নাত বঙ্গ। আপাতত নিম্নচাপের অবস্থান ওড়িশা ও দক্ষিণ ছত্তিশগড় এলাকায়। তাই বাংলার পাশাপাশি ওড়িশাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, এই নিম্নচাপই আরও শক্তি সঞ্চয় করবে। যার প্রভাবে উত্তাল হবে উত্তর বঙ্গোপসাগর। সমুদ্রের ভেতরে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। ফলে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  সৈকতে বেড়াতে যাওয়া পর্যটকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সমুদ্র তীরবর্তী বিনোদনমুলক কাজকর্ম বন্ধ রাখার কথাও বলা হয়েছে। 

সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতার পাশাপাশি  ভারী বৃষ্টি হতে পারে হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং নদিয়া জেলায়। মঙ্গলবারেও ভারী বৃষ্টির সতর্কতা। ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমান, বীরভূম এবং পূর্ব মেদিনীপুরে। এই বৃষ্টি বুধবার জারি থাকবে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
[আরও পড়ুন: মাঝরাতে ইডি দপ্তরে অভিষেকের শ্যালিকা, তলব করেও অফিসে ছিলেন না আধিকারিকরা!]

Source: Sangbad Pratidin

Related News
প্রাক্তন শিষ্যকেই ইস্টবেঙ্গলের সহকারী বাছলেন কোচ কুয়াদ্রাত, দু’ বছরের চুক্তিতে লাল-হলুদে ডেলগাডো
প্রাক্তন শিষ্যকেই ইস্টবেঙ্গলের সহকারী বাছলেন কোচ কুয়াদ্রাত, দু’ বছরের চুক্তিতে লাল-হলুদে ডেলগাডো

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমামি ইস্টবেঙ্গলের (Emami East Bengal) রিমোট কন্ট্রোল হাতে উঠেছে কার্লেস কুয়াদ্রাতের হাতে। তাঁর সহকারীর নাম ঘোষণা Read more

ভিক্টোরিয়ার টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা তছরুপ, গ্রেপ্তার কেন্দ্রীয় সরকারি কর্মচারী
ভিক্টোরিয়ার টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা তছরুপ, গ্রেপ্তার কেন্দ্রীয় সরকারি কর্মচারী

অর্ণব আইচ: ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) টিকিট বিক্রির বিপুল অর্থ তছরুপ। টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকা তছরূপ করার অভিযোগে গ্রেপ্তার Read more

WB Civic Polls 2022: ভাটপাড়ার তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা
WB Civic Polls 2022: ভাটপাড়ার তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণরক্ষা

অর্ণব দাস, বারাসত: ফের ভাটপাড়ায় চলল গুলি। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে গুলি দু্ষ্কৃতীদের। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে ভাটপাড়ার ১০ নম্বর Read more

জার্মান ম্যাগাজিনের কার্টুনে ভারতকে ‘অপমান’, ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা
জার্মান ম্যাগাজিনের কার্টুনে ভারতকে ‘অপমান’, ক্ষোভ উগরে দিলেন নেটিজেনরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনসংখ্যার নিরিখে চিনকেও টপকে যেতে চলেছে ভারত। সম্প্রতি রাষ্ট্রসংঘের এহেন সমীক্ষায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে। আর Read more

ব্লিঙ্কেন বন্ধুত্বের কথা বললেও বেসুরো বাইডেন, ‘একনায়ক’ জিনপিংকে তোপ
ব্লিঙ্কেন বন্ধুত্বের কথা বললেও বেসুরো বাইডেন, ‘একনায়ক’ জিনপিংকে তোপ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মার্কিন (US) বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের (Antony Blinken) চিন সফরের পরই আক্রমণাত্মক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন Read more

যাদবপুরে IICB বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা
যাদবপুরে IICB বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

কৃষ্ণকুমার দাস: যাদবপুরে আইআইসিবি অর্থাৎ ইন্ডিয়ান ইন্সটিটিউট অব কেমিক্যাল বায়োলজির গবেষনাগারে ((Council Of Scientific And Industrial Research–Indian Institute Of Chemical Read more