এভাবেও ফিরে আসা যায়! মরুশহরে পাকিস্তানকে হারিয়ে এশিয়া সেরা শ্রীলঙ্কা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারল না পাকিস্তান (Pakistan)। এশিয়াসেরা শ্রীলঙ্কা (Sri Lanka)। ঋণে জর্জরিত দেশ। পালাবদল হয়েছে সেদেশের রাজনৈতিক মহলে। দেশের পরিস্থিতি খারাপ হওয়ায় এশিয়া কাপ দ্বীপরাষ্ট্র থেকে সরে গিয়েছে মরুশহরে। এই পরিস্থিতিতে দেশের মানুষের মুখে হাসি ফোটালেন শানাকারা। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ (Asia Cup) ঘরে নিয়ে গেল শ্রীলঙ্কা।   
এদিন টস জিতে পাকিস্তান প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায়। কুশল মেন্ডিসের উইকেট শুরুতেই ছিটকে দেন নাসিম শাহ। শ্রীলঙ্কার রান তখন মাত্র ২। আরেক ওপেনার নিসাঙ্কাও (৮) বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র ২৩ রানেই শ্রীলঙ্কার দুই ওপেনার ফিরে যান ডাগ আউটে। নিসাঙ্কাকে ফেরানোর পরে হ্যারিস রাউফ ফের আঘাত হানেন শ্রীলঙ্কার ইনিংসে। দলীয় রান যখন ৩৬, তখন হ্যারিস রাউফ ফিরিয়ে দেন গুণতিলককে (১)। ধনঞ্জয় ডি সিলভা ২৮ রানে আউট হন। তবে শ্রীলঙ্কাকে লড়াইয়ে ফেরান রাজাপক্ষে ও হাসারাঙ্গাকে। রাজাপক্ষে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান ৭১ রানে। মাত্র ৪৫ বলে তিনি এই রান করেন। অন্যদিকে হাসারাঙ্গা ২১ বলে  লড়াকু ৩৬ রান করেন। অধিনায়ক শানাকা (২) ব্যর্থ হন। শেষের দিকে করুণারত্নে অপরাজিত থেকে যান ১৪ রানে। দ্বীপরাষ্ট্রের ব্যাটাররা ২০ ওভারে করে ৬ উইকেটে ১৭০ রান। একসময়ে দ্বীপরাষ্ট্রের পরিস্থিতি এতটাই হতশ্রী হয়েছিল যে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনও টার্গেট দিতে পারবেন না শ্রীলঙ্কার ব্যাটাররা। কিন্তু নির্ধারিত ২০ ওভারের শেষে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রান স্কোরবোর্ডে তোলেন রাজাপক্ষেরা। 
[আরও পড়ুন: অস্ট্রেলিয়া সিরিজের আগে আগে বিরাট স্বস্তি ভারতের, ফিটনেস টেস্টে পাশ বুমরাহ-হর্ষল]

জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম ও ফকর জামান দ্রুত ফিরে যান। অবশ্য প্রথম ওভারেই শ্রীলঙ্কার বোলার দাসুন মদুশঙ্কা ১১টি বল করেন। প্রথম বলটিই তিনি নো করেন। ফ্রি হিট পায় পাকিস্তান। দ্বিতীয় বল করেন ওয়াইড। তৃতীয় বল ফের ওয়াইড। চতুর্থ বলও ওয়াইড। সেই বল ধরতে পারেননি শ্রীলঙ্কার উইকেট কিপার। বল বাউন্ডারি লাইন অতিক্রম করে। পঞ্চম বলটিও ওয়াইড করেন মদুশঙ্কা। অর্থাৎ একটি বল হওয়ার আগেই পাকিস্তান পেয়ে যায় ৯ রান। 
এবারের এশিয়া কাপে পাক অধিনায়ক ছন্দে ছিলেন না। ফাইনালেও তাঁর ব্যাট বোবা থেকে গেল। ২২ রানে ২ উইকেট হারায় পাকিস্তান। এই অবস্থা থেকে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান মহম্মদ রিজওয়ান ও ইফতিকার আহমেদ। এশিয়া কাপে ধারাবাহিক ভাবে ভালপ খেলছেন পাক উইকেটকিপার। আইসিসি ক্রমতালিকায় সেরা ব্যাটারও তিনি। রিজওয়ান শীর্ষস্থান দখল করায় দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন তাঁর অধিনায়ক বাবর আজমও। দল যখনই বিপন্ন, তখনই রিজওয়ান অন্য অবতারে ধরা দেন। ফাইনালেও তিনি পাকিস্তানকে টানলেন। তিনি ও  ইফতিকার ৭১ রান জোড়েন। আউট হওয়ার আগে ইফতিকার ৩১ বলে ৩২ করে যান। হঠাতই চাপ অনুভব করতে শুরু করে দেয় পাকিস্তান। মহম্মদ নওয়াজ মাত্র ৬ রানে ডাগ আউটে ফেরেন। এমন পরিস্থিতিতে পাকিস্তানের আস্কিং রেট বাড়তে থাকে। রিজওয়ান মোক্ষম সময়ে ফিরলেন। ৪৯ বলে ৫৫ রান করেন পাক উইকেটকিপার। চাপের মুখে নিজেদের প্রযোগ করতে পারলেন না খুশদিল শাহ, আসিফ আলিরা।  শেষ পর্যন্ত পাকিস্তান থেমে যায় ১৪৭  রানে। 
 
 
[আরও পড়ুন: শচীনদের ব্যাটে ফিরল নস্ট্যালজিয়া, প্রাক্তনদের লিগে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল ইন্ডিয়া লেজেন্ডস]

 

Source: Sangbad Pratidin

Related News
‘আর নিতে পারছি না’, ৮ বছর ধরে স্বামীর অকথ্য অত্যাচারে নিউইয়র্কে আত্মঘাতী ভারতীয় মহিলা
‘আর নিতে পারছি না’, ৮ বছর ধরে স্বামীর অকথ্য অত্যাচারে নিউইয়র্কে আত্মঘাতী ভারতীয় মহিলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫ লক্ষ টাকা পণ আর পুত্রসন্তান। শ্বশুরবাড়ি ‘সামান্য’ চাহিদা। কিন্তু স্বামী, শ্বশুর-শাশুড়ি সেই চাহিদা মেটাতে পারেনি Read more

সাবধান! যার তার সঙ্গে সঙ্গম করলে হতে পারে মাঙ্কিপক্স, সতর্ক করল খোদ WHO
সাবধান! যার তার সঙ্গে সঙ্গম করলে হতে পারে মাঙ্কিপক্স, সতর্ক করল খোদ WHO

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঙ্কিপক্স (Monkeypox) আতঙ্ক বাড়ছে গোটা বিশ্বে। মারণ রোগ থাবা বসিয়েছে ভারতেও। এখনও পর্যন্ত চারজন মাঙ্কিপক্সে আক্রান্তের Read more

এখনই নয় পদক বিসর্জন, চোখে জল, কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা সাক্ষী-বজরংদের
এখনই নয় পদক বিসর্জন, চোখে জল, কেন্দ্রকে পাঁচদিনের সময়সীমা সাক্ষী-বজরংদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই গঙ্গার জলে পদক বিসর্জন নয়। মঙ্গলবার এমনই সিদ্ধান্ত নিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। আপাতত কেন্দ্রকে Read more

স্বামীকে খুন করেই বন্ধুদের বাড়িতে ডেকে পার্টি, মহিলার কীর্তিতে অবাক পুলিশ
স্বামীকে খুন করেই বন্ধুদের বাড়িতে ডেকে পার্টি, মহিলার কীর্তিতে অবাক পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেই বিষ খাইয়ে স্বামীকে খুন করেছেন। সেই ‘সাফল্য উদযাপন’ করতে স্বামীর মৃত্যুর পরের দিনই বন্ধুদের ডেকে Read more

তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে অনুপ্রবেশ ৩০টি চিনা যুদ্ধবিমানের, কী চাইছে বেজিং?
তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে অনুপ্রবেশ ৩০টি চিনা যুদ্ধবিমানের, কী চাইছে বেজিং?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধে তৈরি হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। এহেন পরিস্থিতিতে ফের তাইওয়ানের প্রতিরক্ষা বলয়ে অনুপ্রবেশ চিনা যুদ্ধবিমানের। Read more

Mamata Banerjee: পাইলট কার ব্যবহারে ‘না’, নতুন মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ মমতার
Mamata Banerjee: পাইলট কার ব্যবহারে ‘না’, নতুন মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ মমতার

গৌতম ব্রহ্ম: পার্থ-অনুব্রতর গ্রেপ্তারির পর সতর্ক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার সদস্যদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ জোর দিলেন তিনি। Read more