দুর্গতিনাশিনী! এবার পুজোয় মহিলাদের নিরাপত্তার জন্য আসানসোলে থাকছে ‘শক্তি বাহিনী’

শেখর চন্দ্র, আসানসোল: পুজোয় (Durga Puja 2022) মহিলাদের নিরাপত্তায় সাহায‌্য করতে এবার আসানসোলে (Asansol) প্রস্তুত ‘শক্তি বাহিনী’। শনিবার একথা জানিয়েছেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাস। মহিলাদের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্স অর্থাৎ গার্হস্থ্য হিংসার পাশপাশি সাইবার জালিয়াতির ঘটনা এড়াতে এদিন আসানসোল মহিলা থানা চত্বরে আয়োজন করা হয় এক বিশেষ কর্মশালা।
কর্মশালা এসিপি (সেন্ট্রাল) বলেন, “আজকাল সাইবার ঠগরা নতুন নতুন কৌশল অবলম্বন করে সাধারণ মানুষকে তাদের শিকারে পরিণত করছে। বিদ্যুৎ বিল বকেয়া আছে বলে সংযোগ কেটে দেওয়ার হুমকি দিয়ে প্রতারণা করছে তারা। এই ধরনের ফোন কলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।” বিশেষ এই কর্মশালায় বিভিন্ন সংগঠনের মহিলারা অংশগ্রহণ নেন। মহিলাদের উদ্দেশে এসিপি (সেন্ট্রাল) বলেন, “মহিলারা গার্হস্থ্য হিংসার অভিযোগ থানায় আসেন। তাঁরা শুধু থানায় নয়, সরকারি সামাজিক প্রতিষ্ঠানেও অভিযোগ করতে পারেন।”
[আরও পড়ুন: প্রথা মেনে আজও গুলি ছুঁড়ে হয় সন্ধিপুজো, জানেন জঙ্গিপুরের সিংহ বাড়ির দুর্গাপুজোর ইতিহাস?]
এরপরই ‘শক্তি বাহিনী’র উল্লেখ করেন দুর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল) দেবরাজ দাস। তিনি জানান, নারী সুরক্ষায় এবার দুর্গাপূজায় মহিলা ‘শক্তি বাহিনী’ মোতায়েন থাকবে। পুলিশকর্তার বক্তব্য অনুযায়ী, দুর্গাপুজোর সময় মহিলারা ভিড়ের মধ্যে নিরাপত্তার অভাব বোধ করেন। তবে আতঙ্কিত হওয়ার কোনও দরকার নেই। মহিলাদের কোন সমস্যা হলে সাহায্যের জন্য ‘শক্তি বাহিনী’ তৈরি থাকবে।
শহরের মহিলাদের কোনও প্রয়োজনে ‘শক্তি বাহিনী’র সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন দেবরাজ দাস। তিনি জানান, শহর জুড়ে মহিলা ‘শক্তি বাহিনী’ মোতায়েন করা হবে। অভিযোগ পাওয়া মাত্র দশ মিনিটের মধ্যে টিম সেখানে পৌঁছে যাবে। তিনি নারী পুলিশের ‘শক্তি বাহিনী’র যোগাযোগের নম্বরও উপস্থিত মহিলাদের দেন। ব্যাংক জালিয়াতি নিয়েই মহিলাদের সতর্ক করেন দুর্গাপুর পুলিশের এসিপি (সেন্ট্রাল)। কাউকে ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিতে বারণ করেন তিনি। এ বিষয়ে পুলিশ আধিকারিক শেহনাজ খাতুনও সতর্ক করেন সবাইকে।
[আরও পড়ুন: পুজোর বাজারে সব একঘেয়ে ডিজাইন? এবার কিনে ফেলুন রং-তুলিতে আঁকা এসব জুতো]

Source: Sangbad Pratidin

Related News
বিজেপিতে ফের ‘বিদ্রোহ’, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বীরভূমের প্রথম সারির ২ নেতা
বিজেপিতে ফের ‘বিদ্রোহ’, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বীরভূমের প্রথম সারির ২ নেতা

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বিজেপিতে হোয়াটসঅ্যাপ ‘বিদ্রোহে’র যেন হিড়িক লেগেছে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন বীরভূম জেলা বিজেপির প্রথম সারির দুই নেতা। Read more

সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন, গ্রেপ্তার মৃতের ভাই
সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে দাদাকে খুন, গ্রেপ্তার মৃতের ভাই

দিব্যেন্দু মজুমদার, হুগলি: সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে দাদাকে খুনের অভিযোগে গ্রেপ্তার ছোট ভাই। সুপারি কিলারকেও পাকড়াও করেছে পুলিশ। হুগলির Read more

সিগারেট হাতে নিয়েই সঞ্চালনা, সলমনের কীর্তি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে! ধেয়ে এল কটাক্ষ
সিগারেট হাতে নিয়েই সঞ্চালনা, সলমনের কীর্তি ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে! ধেয়ে এল কটাক্ষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক’- এমন সতর্কীকরণ আমাদের অচেনা নয়। বড়পর্দা থেকে ছোটপর্দা, সিনেমা হোক কিংবা সিরিজ, Read more

টম ক্রুজের এই ছবির নকল হৃতিকের ‘ফাইটার’! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে
টম ক্রুজের এই ছবির নকল হৃতিকের ‘ফাইটার’! সোশ্যাল মিডিয়ায় জল্পনা তুঙ্গে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪৭তম জন্মদিনে সিনেপ্রেমীদের সুখবর দিয়েছিলেন হৃতিক রোশন (Hrithik Roshan)। জানিয়েছিলেন ‘ফাইটার’ ছবির কথা। সেই ছবির ফার্স্টলুক Read more

পাকিস্তানে খতম উধমপুর হামলার মাস্টারমাইন্ড, নেপথ্যে কি ‘র’?
পাকিস্তানে খতম উধমপুর হামলার মাস্টারমাইন্ড, নেপথ্যে কি ‘র’?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে নিকেশ লস্কর জঙ্গি নেতা হাঞ্জলা আদনান। ২০১৫ সালে কাশ্মীরের উধমপুরে ভারতীয় সেনার উপরে হামলার ছক Read more

তীক্ষ্ণ চাহনি, লড়াকু মানসিকতা, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র ট্রেলারে মেজাজি আলিয়া
তীক্ষ্ণ চাহনি, লড়াকু মানসিকতা, ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাড়ি’র ট্রেলারে মেজাজি আলিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কপালে লাল টিপ, চোখে মোটা করে টানা কাজল, তীক্ষ্ণ চাহনি। এভাবেই পরিচালক সঞ্জয় লীলা বনশালির ক্যামেরার Read more