সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁধের বা পিঠের ঝুড়িতে সন্তানকে বেঁধে রেখে বাগানে কাজ করার দিন শেষ চা শ্রমিকদের। এবার বাগানের কাছেই সন্তানদের রাখার জন্য ক্রেশ (Creche) তৈরি হবে। রবিবার মালবাজারে (Malbazar) চা শ্রমিকদের সম্মেলনে যোগ দিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পাশাপাশি, চা শ্রমিকদের পিএফ, গ্র্যাচুইটি আদায় নিয়ে দিল্লির দরবারে বড় আন্দোলনের রূপরেখা তৈরি করেন দিলেন তিনি। প্রাথমিক কর্মসূচিও ঠিক করেছেন। তাঁর পরামর্শ, চলতি বছরে শেষদিক থেকে আন্দোলন শুরু করতে হবে। আর নতুন বছরে তা নিয়ে দিল্লির মাটি কাঁপিয়ে দিতে হবে।
২ দিনের চা শ্রমিক সম্মেলনে শনিবার রাতে উত্তরবঙ্গ (North Bengal) গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মালবাজারে সমাবেশে যোগ দিয়েছেন। তার আগে তিনি একপ্রস্ত জনসংযোগ সেরেছেন। পুজো দিয়েছেন সেবক কালীবাড়িতে। এরপর দুপুর থেকে শুরু হওয়া সম্মেলনে বক্তব্য রাখতে উঠে তিনি প্রথমেই সরব হন চা শ্রমিকদের অধিকার নিয়ে। বিশেষত কেন্দ্রের বিজেপি সরকার যা প্রতিশ্রুতি দিয়েছিল, তার একবিন্দুও রাখেনি বলে অভিযোগ তুললেন। এরপর শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে একগুচ্ছ দাবিদাওয়া জানান কেন্দ্রের কাছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin