মোহনবাগানের চিঠিতে বিকল্প ভাবনা আইএফএ-র, আইএসএলের সঙ্গেই হবে সুপার সিক্সের ম্যাচ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় শিবিরে যাবেন ফুটবলাররা। তাই আপাতত কলকাতা লিগে খেলতে পারবে না দল। শনিবার চিঠি দিয়ে আইএফএ-কে এই কথা জানিয়েছে মোহনবাগান (Mohun Bagan)। এই পরিস্থিতিতে বিকল্প ভাবনা হিসেবে আইএসএলের সঙ্গেই কলকাতা লিগ চালানোর ভাবনা রয়েছে আইএফএ-র। এআইএফএফ-এর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে আইএফএ সচিব অনির্বাণ দত্ত (Anirban Dutta) জানিয়েছেন।
আইএফএ বকেয়া অর্থ না মেটালে লিগে খেলবে না বলে জানিয়েছিল মোহনবাগান। এরপর ক্লাব সচিব দেবাশিস দত্ত এবং আইএফএ সচিবের বৈঠকের পর সেই জট অনেকটাই কাটে। এমনকী আইএফএ-র থেকে বকেয়ার প্রথম কিস্তির চেকও দিয়ে দেওয়া হয়েছে মোহনবাগানকে। তবে ফের নতুন সমস্যা তৈরি হয়েছে। আইএফএ-কে দেওয়া চিঠিতে মোহনবাগান জানিয়েছে, জাতীয় শিবিরে তাদের ৯ ফুটবলারকে ডাকা হয়েছে। ফলে তারা আপাতত লিগ খেলতে পারবে না।
[আরও পড়ুন: ‘কে উর্বশী?’, প্রেমের জল্পনাই সার, বলি নায়িকাকে চিনতেই পারলেন না পাক ক্রিকেটার নাসিম]

এ প্রসঙ্গে মোহনবাগান সচিব বলেন, “জাতীয় শিবিরের জন্য ৯ ফুটবলারকে ছাড়তে হবে। ওরা ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকবে। সামনে দূর্গাপূজা, তারপরই আইএসএল। ফলে এখন আমাদের পক্ষে ম্যাচ খেলা সম্ভব নয়।” মোহনবাগানের চিঠি পেলেও তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ আইএফএ সচিব। তবে আইএফএ সূত্রে খবর, সুপার সিক্স রাউন্ডের কিছু ম্যাচ আইএসএল চলাকালীন করার চেষ্টা করা হচ্ছে। সূচি অনুযায়ী আইএসএলের (ISL) সব ম্যাচ সপ্তাহের শেষে হবে। ফলে সপ্তাহের শুরুর দিকে লিগের ম্যাচ খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।
এ প্রসঙ্গে আইএফএ সচিব বলেন, “১২ সেপ্টেম্বর সংবর্ধনা সভায় সভাপতি কল্যাণ চৌবে সহ ফেডারেশনের কর্তারা আসবেন। সেখানে বিষয়টি আলোচনার পরিকল্পনা আছে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।” ১৩ সেপ্টেম্বর লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ হবে। তারপর দ্রুত সূচি তৈরি করে ১৭-১৮ সেপ্টেম্বর নাগাদ সুপার সিক্স রাউন্ড শুরু করতে চায় আইএফএ।
 
[আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনে নতুন চ্যাম্পিয়ন, প্রথমবার ট্রফি ইগা শিয়াটকের হাতে]

 

Source: Sangbad Pratidin

Related News
‘খ্রিস্টান’ প্রার্থনা সংগীত কেন? স্কুলের প্রিন্সিপালকে মার হিন্দুত্ববাদীদের, ভাইরাল হেনস্তার ভিডিও  
‘খ্রিস্টান’ প্রার্থনা সংগীত কেন? স্কুলের প্রিন্সিপালকে মার হিন্দুত্ববাদীদের, ভাইরাল হেনস্তার ভিডিও  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) একটি বেসরকারি স্কুলের প্রিন্সপালকে বেধড়ক মার হিন্দুত্ববাদীদের। গেরুয়া সমর্থকদের অভিযোগ, ওই প্রিন্সিপাল পড়ুয়াদের খ্রিস্টান Read more

‘কিছুই পাইনি, রেজাল্টের কথা জিজ্ঞাসা করবেন না’, ফের ফেডারেশনকে বিঁধলেন স্টিমাচ
‘কিছুই পাইনি, রেজাল্টের কথা জিজ্ঞাসা করবেন না’, ফের ফেডারেশনকে বিঁধলেন স্টিমাচ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগিয়ে আসছে এশিয়ান কাপ (Asian Cup)। দোহায় হতে চলা এই টুর্নামেন্টকে খুব একটা গুরুত্বই দিচ্ছেন না Read more

বেসরকারি চাকরিতে স্থানীয়দের ৭৫ শতাংশ সংরক্ষণ, আইন বহাল রাখল সুপ্রিম কোর্ট
বেসরকারি চাকরিতে স্থানীয়দের ৭৫ শতাংশ সংরক্ষণ, আইন বহাল রাখল সুপ্রিম কোর্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাতত হরিয়ানা (Haryana) সরকারের সিদ্ধান্তই কার্যকর থাকবে। সে রাজ্যে বেসরকারি চাকরিতে স্থানীয়দের ৭৫ শতাংশ সংরক্ষণের আইন Read more

Prophet Row: পয়গম্বর মন্তব্য বিতর্কের জেরে দেশজুড়ে অশান্তি! রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক
Prophet Row: পয়গম্বর মন্তব্য বিতর্কের জেরে দেশজুড়ে অশান্তি! রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের (Controversial remarks on Prophet Muhammad) জেরে দেশের বিভিন্ন প্রান্তে দানা বেঁধেছে অশান্তি। Read more

পাকিস্তানে একের পর জঙ্গি খুন, দিল্লির ‘দুশমন’দের খতম করছে কারা?
পাকিস্তানে একের পর জঙ্গি খুন, দিল্লির ‘দুশমন’দের খতম করছে কারা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানে খুন হচ্ছে একের পর এক কুখ্যাত সন্ত্রাসবাদী। পড়শি দেশটিতে গত দুবছরে অজ্ঞাত পরিচয় আততায়ীর হাতে Read more

ফের অধিনায়ক হিসাবে দেখা যাবে শচীনকে, কবে মাঠে ফিরবেন মাস্টার ব্লাস্টার? 
ফের অধিনায়ক হিসাবে দেখা যাবে শচীনকে, কবে মাঠে ফিরবেন মাস্টার ব্লাস্টার? 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মাঠে নেমে ব্যাট করবেন ক্রিকেটের ঈশ্বর শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar)। শুধু তাই নয়, দলের নেতৃত্বের Read more