‘ব্রহ্মাস্ত্রে’ লক্ষ্যভেদ বলিউডের, ২ দিনেই ১৬০ কোটির ব্যবসা রণবীর-আলিয়ার ছবির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিনেই আশা জেগেছিল বয়কট বিতর্ক পেরিয়ে শেষমেশ হয়তো বক্স অফিসের হাল ফেরাবে রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ (Brahmastra Part One: Shiva)। খবর অনুযায়ী, ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, দ্বিতীয় দিনে ছবির হিন্দি সংস্করণটি বক্স অফিসে ৩৭ কোটির ব্যবসা করেছে। অন্য আঞ্চলিক ভাষাতেও ব্যবসা ৫ কোটি টাকার। প্রথম দিনে সব মিলিয়ে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘ব্রহ্মাস্ত্র’। সব মিলিয়ে প্রথম দু’দিনের শেষে কিন্তু বলিউডকে ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছে ফ্যান্টাসি ছবিটি। ইতিমধ্যেই গোটা বিশ্বের হিসেবে ১০০ কোটি ছাড়াল ছবির ব্যবসা। যা রবিবারের শেষে দেড়শো কোটির অঙ্কও ছাড়িয়ে যাবে, সেই সম্ভাবনা প্রবল।
এই মুহূর্তে বলিউডকে বয়কট করার দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়। সদ্য মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে আমিরের ‘লাল সিং চাড্ডা’কে। এহেন পরিস্থিতিতে ৪১০ কোটি টাকা ব্যয় করে একটি ছবি তৈরি যে প্রবল ঝুঁকিপূর্ণ তা বলাই বাহুল্য। কিন্তু শুরুর সাফল্য যে যথেষ্ট আশাপ্রদ তা মানছে ওয়াকিবহাল মহল। কেননা কোনও বিশেষ ছুটির মরশুমে রিলিজ হিসেবে এটা একটা রেকর্ড।
[আরও পড়ুন: ভূমিপুত্র না হলে ভোটাধিকার নয়, সরব ফারুক আবদুল্লা, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা]

তবে ছবিটি নিয়ে এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কোনও কোনও সমালোচক ছবিটির ভিএফএক্সের প্রশংসায় পঞ্চমুখ হলেও অনেকেই ছবিটির কড়া সমালোচনাও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত যে কোনও ছবির ব্যবসায়িক সাফল্য নির্ভর করে বক্স অফিসের উপরে। সেই বিচারে ‘ব্রহ্মাস্ত্র’ লক্ষ্যভেদ করতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
ছবিতে শাহরুখ খানের ছোট্ট ভূমিকায় মুগ্ধ অনুরাগীরা। অনেকে এমন দাবিও করছেন, কিং খানের দৃশ্যটিই নাকি ছবির সেরা প্রাপ্তি। বিজ্ঞানী মোহন ভার্গবের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদিন পরে বড় পর্দায় তাঁর পারফরম্যান্সে খুশি দর্শকরা। একই ভাবে স্বল্প উপস্থিতিতে মন জিতে নিয়েছেন নাগার্জুনও।
গুঞ্জনে রয়েছে, ছবির দ্বিতীয়ভাগে রণবীরের মায়ের চরিত্রে নাকি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে চরিত্রে নাকি দেখা যেতে পারে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও। তবে দীপিকা কনফার্ম হলেও, হৃত্বিক বা রণবীর কেউই এখনও সবুজ সংকেত দেননি।
[আরও পড়ুন: খাকি হাফপ্যান্টের দাম মেটাতে হিমশিম ভারত, রাহুলের টি-শার্ট বিতর্কে মন্তব্য মহুয়ার]

Source: Sangbad Pratidin

Related News
আসছে ‘বিপর্যয়’, আতঙ্কে পাকিস্তানে ঘরছাড়া ৬০ হাজার
আসছে ‘বিপর্যয়’, আতঙ্কে পাকিস্তানে ঘরছাড়া ৬০ হাজার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শক্তি বাড়িয়ে ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবারই আছড়ে পড়তে পারে Read more

ইপিএফের নিয়মে বড়সড় রদবদলের প্রস্তাব, উপকৃত হবেন বহু চাকরিজীবী
ইপিএফের নিয়মে বড়সড় রদবদলের প্রস্তাব, উপকৃত হবেন বহু চাকরিজীবী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্মচারী ভবিষ‌্যনিধি প্রকল্প বা ইপিএফও (EPFO) আইনে বদল আনার পথে কেন্দ্র। বেতনের ঊর্ধ্বসীমার নিরিখে প্রভিডেন্ট ফান্ডে Read more

একচল্লিশেও বাজিমাত ক্যাপ্টেন ধোনির, জাদেজা-রাহানের তাণ্ডবের নেপথ্যেও ‘এমএস এফেক্ট’
একচল্লিশেও বাজিমাত ক্যাপ্টেন ধোনির, জাদেজা-রাহানের তাণ্ডবের নেপথ্যেও ‘এমএস এফেক্ট’

সৌরাশিস লাহিড়ী: লেখার শুরুতে একটা কথা প্রথমেই বলে নিতে চাই। মহেন্দ্র সিং ধোনি আজও এক বিস্ময়ের নাম। একচল্লিশেও! জানি, অনেকে Read more

একাধিক বিয়ে নয়, ‘খরচ কমাতে’ তালিবান জঙ্গিদের নির্দেশ আখুন্দজাদার
একাধিক বিয়ে নয়, ‘খরচ কমাতে’ তালিবান জঙ্গিদের নির্দেশ আখুন্দজাদার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) বহুবিবাহ প্রথা নতুন কিছু নয়। শরিয়ত আইন মতে একজন পুরুষ চারটি বিয়ে করতে পারে। Read more

‘ব্রাহ্ম’ বিশ্বভারতীতে ‘কালী’ আলোচনা, পড়ুয়াদের বিক্ষোভের জেরে সেমিনার অনলাইনেই
‘ব্রাহ্ম’ বিশ্বভারতীতে ‘কালী’ আলোচনা, পড়ুয়াদের বিক্ষোভের জেরে সেমিনার অনলাইনেই

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: বিতর্ক উপেক্ষা করেই বিশ্বভারতীতে (Vishva Bharati) ‘কালী পুজোর ধারণা’ শীর্ষক আলোচনা চলছে৷ উলটোদিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে Read more

২০ বাই ১২ ফুটের ঘরে ক্লাস, পাশেই মিড-ডে-মিলের জিনিস! ভয়াবহ ছবি পাথরপ্রতিমার স্কুলের
২০ বাই ১২ ফুটের ঘরে ক্লাস, পাশেই মিড-ডে-মিলের জিনিস! ভয়াবহ ছবি পাথরপ্রতিমার স্কুলের

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় (Pathar Pratima) তিনজন শিক্ষক আর ৯০ জন ছাত্রছাত্রী নিয়ে চলছে কুড়ি ফুট Read more