‘ব্রহ্মাস্ত্রে’ লক্ষ্যভেদ বলিউডের, ২ দিনেই ১৬০ কোটির ব্যবসা রণবীর-আলিয়ার ছবির

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম দিনেই আশা জেগেছিল বয়কট বিতর্ক পেরিয়ে শেষমেশ হয়তো বক্স অফিসের হাল ফেরাবে রণবীর ও আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান শিবা’ (Brahmastra Part One: Shiva)। খবর অনুযায়ী, ইতিমধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি, দ্বিতীয় দিনে ছবির হিন্দি সংস্করণটি বক্স অফিসে ৩৭ কোটির ব্যবসা করেছে। অন্য আঞ্চলিক ভাষাতেও ব্যবসা ৫ কোটি টাকার। প্রথম দিনে সব মিলিয়ে ৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল ‘ব্রহ্মাস্ত্র’। সব মিলিয়ে প্রথম দু’দিনের শেষে কিন্তু বলিউডকে ঘুরে দাঁড়ানোর আশা দেখাচ্ছে ফ্যান্টাসি ছবিটি। ইতিমধ্যেই গোটা বিশ্বের হিসেবে ১০০ কোটি ছাড়াল ছবির ব্যবসা। যা রবিবারের শেষে দেড়শো কোটির অঙ্কও ছাড়িয়ে যাবে, সেই সম্ভাবনা প্রবল।
এই মুহূর্তে বলিউডকে বয়কট করার দাবি ঘিরে বিতর্ক তুঙ্গে সোশ্যাল মিডিয়ায়। সদ্য মুখ থুবড়ে পড়তে দেখা গিয়েছে আমিরের ‘লাল সিং চাড্ডা’কে। এহেন পরিস্থিতিতে ৪১০ কোটি টাকা ব্যয় করে একটি ছবি তৈরি যে প্রবল ঝুঁকিপূর্ণ তা বলাই বাহুল্য। কিন্তু শুরুর সাফল্য যে যথেষ্ট আশাপ্রদ তা মানছে ওয়াকিবহাল মহল। কেননা কোনও বিশেষ ছুটির মরশুমে রিলিজ হিসেবে এটা একটা রেকর্ড।
[আরও পড়ুন: ভূমিপুত্র না হলে ভোটাধিকার নয়, সরব ফারুক আবদুল্লা, কমিশনের সিদ্ধান্তের বিরোধিতা]

তবে ছবিটি নিয়ে এখনও পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। কোনও কোনও সমালোচক ছবিটির ভিএফএক্সের প্রশংসায় পঞ্চমুখ হলেও অনেকেই ছবিটির কড়া সমালোচনাও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত যে কোনও ছবির ব্যবসায়িক সাফল্য নির্ভর করে বক্স অফিসের উপরে। সেই বিচারে ‘ব্রহ্মাস্ত্র’ লক্ষ্যভেদ করতে চলেছে বলেই মনে করা হচ্ছে।
ছবিতে শাহরুখ খানের ছোট্ট ভূমিকায় মুগ্ধ অনুরাগীরা। অনেকে এমন দাবিও করছেন, কিং খানের দৃশ্যটিই নাকি ছবির সেরা প্রাপ্তি। বিজ্ঞানী মোহন ভার্গবের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। দীর্ঘদিন পরে বড় পর্দায় তাঁর পারফরম্যান্সে খুশি দর্শকরা। একই ভাবে স্বল্প উপস্থিতিতে মন জিতে নিয়েছেন নাগার্জুনও।
গুঞ্জনে রয়েছে, ছবির দ্বিতীয়ভাগে রণবীরের মায়ের চরিত্রে নাকি দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে চরিত্রে নাকি দেখা যেতে পারে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও। তবে দীপিকা কনফার্ম হলেও, হৃত্বিক বা রণবীর কেউই এখনও সবুজ সংকেত দেননি।
[আরও পড়ুন: খাকি হাফপ্যান্টের দাম মেটাতে হিমশিম ভারত, রাহুলের টি-শার্ট বিতর্কে মন্তব্য মহুয়ার]

Source: Sangbad Pratidin

Related News
সুন্দরী বাহিনী তৈরির দায়িত্বে ঋদ্ধি-ঊষসী, দেখুন ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ সিরিজের ট্রেলার
সুন্দরী বাহিনী তৈরির দায়িত্বে ঋদ্ধি-ঊষসী, দেখুন ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ সিরিজের ট্রেলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সুন্দরবনের বিদ্যাসাগর’ (Sundarbaner Vidyasagar) ওয়েব দুনিয়ায় ফিরছেন ঋদ্ধি সেন (Riddhi Sen)। তাঁর সঙ্গে রয়েছে ছোটপর্দায় জনপ্রিয় Read more

Cuttputlli Movie Review: জমল না রহস্য, রিমেকের ‘কাঠপুতলি’ হয়েই রয়ে গেল অক্ষয়ের সিনেমা, পড়ুন রিভিউ
Cuttputlli Movie Review: জমল না রহস্য, রিমেকের ‘কাঠপুতলি’ হয়েই রয়ে গেল অক্ষয়ের সিনেমা, পড়ুন রিভিউ

সুপর্ণা মজুমদার: এ পুতুল কেমন কাঠের পুতুল?  অক্ষয় কুমার অভিনীত ‘কাঠপুতলি’ (Cuttputlli) সিনেমা দেখার পর এই প্রশ্নই মনে আসে। রিমেকের Read more

স্বামীর মতোই যোগ্যতা ও উপার্জন হলে স্ত্রী খোরপোশ দাবি করতে পারেন না, জানাল হাই কোর্ট
স্বামীর মতোই যোগ্যতা ও উপার্জন হলে স্ত্রী খোরপোশ দাবি করতে পারেন না, জানাল হাই কোর্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যদি স্বামী ও স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা ও উপার্জন সমান হয় তাহলে বিচ্ছেদের পর খোরপোশ দাবি করতে Read more

নাশকতা, বিস্ফোরণ, সন্ত্রাসবাদ! কলকাতার অন্য গল্প শোনাবে পরিচালক প্রীতমের নতুন ছবি
নাশকতা, বিস্ফোরণ, সন্ত্রাসবাদ! কলকাতার অন্য গল্প শোনাবে পরিচালক প্রীতমের নতুন ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে নতুন বাংলা ছবি ‘জয় হিন্দ’। পরিচালনায় প্রীতম মুখোপাধ‌্যায়। যিনি এর Read more

UP election 2022: ‘ফাঁপা বুলি নয়, ক্ষমতায় এলে ৪০ লক্ষ চাকরি’, উত্তরপ্রদেশে ঢালাও কর্মসংস্থানের আশ্বাস কংগ্রেসের
UP election 2022: ‘ফাঁপা বুলি নয়, ক্ষমতায় এলে ৪০ লক্ষ চাকরি’, উত্তরপ্রদেশে ঢালাও কর্মসংস্থানের আশ্বাস কংগ্রেসের

সোমনাথ রায়, নয়াদিল্লি: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh বিধানসভা নির্বাচন (UP election 2022)। ভোটের দামামা পুরোদস্তুর Read more

‘আদিপুরুষ’ দেখে বিরক্ত রোহন, টিকিটের টাকা ফেরত না পেয়ে এ কী করলেন অভিনেতা!
‘আদিপুরুষ’ দেখে বিরক্ত রোহন, টিকিটের টাকা ফেরত না পেয়ে এ কী করলেন অভিনেতা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কী কাণ্ড দেখুন। ‘আদিপুরুষ’ ছবি দেখে একেবারে হতাশ টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য। আর বিরক্তি চোটে Read more