চিনা ডেটিং অ্যাপের চক্র, ফাঁদে পড়ে ফাঁকা হচ্ছে ইউজারদের অ্যাকাউন্ট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন (China) থেকে পরিচালিত কয়েকশো অ‌্যাপ ব‌্যবহার করে চলছে আর্থিক দুর্নীতি। ভারত থেকে বেরিয়ে যাচ্ছে কোটি কোটি টাকা। তদন্তে নেমে এমনই তথ‌্য পেয়েছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। ইডির তদন্তে জানা গিয়েছে, বহু ভারতীয় কোম্পানির টাকা এই সমস্ত অ‌্যাপের মাধ‌্যমে দেশের বাইরে চলে যাচ্ছে। আর এর সবটাই পরিচালিত হচ্ছে চিন থেকে।
ফিনান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট বা এফআইইউ-এর তরফ থেকে দেওয়া তথ্যে জানা গিয়েছে, ঋণ দেওয়ার নামে প্রতারণা ছাড়াও বেটিং এবং ডেটিং অ‌্যাপের মাধ‌্যমেই প্রধানত বাইরে যাচ্ছে টাকা। এমনকী চার্টার্ড অ‌্যাকাউন্টট‌্যান্টদের সাহায‌্যও নেওয়া হচ্ছে এই কাজে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংস্থার ‘ডামি’ ডিরেক্টরদের যুক্ত করা হচ্ছে সংস্থার সঙ্গে। পরে চিনা নাগরিকরা ভারতে এসে সেই সমস্ত সংস্থার ডিরেক্টর পদে আসীন হচ্ছেন।
[আরও পড়ুন: গেমিং অ্যাপে লোক ঠকিয়ে কোটি-কোটি টাকার মালিক গার্ডেনরিচের ব্যবসায়ী, কীভাবে চলত চক্র?]

কয়েকশো অ‌্যাপ (Chinese App) এই ধরনের কাজে যুক্ত রয়েছে বলে জানতে পেরেছে ইডি (ED)। শুধু মাত্র বেটিং অ‌্যাপ দিয়েই ১৩০০ কোটি টাকা বেরিয়ে গিয়েছে বলে ইডি জানতে পেরেছে। ইডির তরফে জানানো হয়েছে, “নিষিদ্ধ বেটিং অ‌্যাপ চালানো ছাড়াও হাওয়ালা মারফত টাকা লেনদেনেও এদের হাত রয়েছে বলে তথ‌্য মিলেছে।”
শুধুমাত্র বেটিং বা ডেটিং অ্যাপ নয়, ক্ষুদ্র পরিমাণে ঋণ দেওয়ার নামেও একইভাবে টাকা হাতিয়ে নেওয়ার চক্র চলছে দেশজুড়ে। রবিবার নয়ডা ও গুরুগ্রামে তল্লাশি চালিয়ে চারজন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় সাইবার ক্রাইম থানার পুলিশ। জানা গিয়েছে, চিনা অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার বিজ্ঞাপন দেওয়া হত। সেই দেখে সাধারণ মানুষ ঋণ নিতেন। 
ঋণের প্রক্রিয়া মেনেই ফোন নম্বর এবং অন্যান্য নথিপত্র জমা দিতেন তাঁরা। তারপরেই চিনা অ্যাপের তরফে ঋণগ্রহীতাকে ফোন করে উত্যক্ত করা হত, বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হত। ফলে ভয় পেয়ে অত্যধিক পরিমাণে টাকা দিতে বাধ্য হতেন ঋণগ্রহীতারা। 
[আরও পড়ুন: বেআইনি ঋণপ্রদানকারী অ্যাপে ছেয়ে গিয়েছে বাজার! বড়সড় পদক্ষেপ করার মুখে কেন্দ্র]
 

Source: Sangbad Pratidin

Related News
মহুয়ার বিরুদ্ধে তদন্তে ‘ধীরে’ এগোচ্ছে বিজেপি! কেন হঠাৎ অবস্থান বদল?
মহুয়ার বিরুদ্ধে তদন্তে ‘ধীরে’ এগোচ্ছে বিজেপি! কেন হঠাৎ অবস্থান বদল?

নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনও মহুয়া মৈত্রের বিরুদ্ধে এথিক্স কমিটির তদন্ত রিপোর্ট নিয়ে কোনওরকম আলোচনা হল না। Read more

‘ব্রিজভূষণ বাবার মতো, হেনস্তা করতে পারেন না’, কুস্তিগিরকে বলল তদন্তকারী কমিটি
‘ব্রিজভূষণ বাবার মতো, হেনস্তা করতে পারেন না’, কুস্তিগিরকে বলল তদন্তকারী কমিটি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh) বাবার মতো সম্মানীয় মানুষ। তিনি মহিলাদের হেনস্তা করতেই পারেন Read more

মোদির ‘মন কি বাতে’ শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার প্রসঙ্গ, কী বললেন প্রধানমন্ত্রী?
মোদির ‘মন কি বাতে’ শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণার প্রসঙ্গ, কী বললেন প্রধানমন্ত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্তিনিকেতনের সঙ্গে জড়িয়ে রয়েছে আপামর বাঙালির আবেগ। যাকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। রবিবার ১০৫তম ‘মন Read more

৭৩ বছর বয়সে কমনওয়েলথ গেমসে সোনা! লন বোলে বাজিমাত স্কটল্যান্ডের ‘তরুণীর’
৭৩ বছর বয়সে কমনওয়েলথ গেমসে সোনা! লন বোলে বাজিমাত স্কটল্যান্ডের ‘তরুণীর’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games) লন বোলে সোনা জিতে শোরগোল ফেলে দিয়েছেন ভারতীয় মহিলা দল। ইতিহাস গড়েছেন Read more

ডিজে বক্স বাজাতে হুকিং! ঝোড়ো হাওয়ায় তার ছিঁড়ে বাড়িতে শর্ট সার্কিট, ইটাহারে মৃত্যু ৩ জনের
ডিজে বক্স বাজাতে হুকিং! ঝোড়ো হাওয়ায় তার ছিঁড়ে বাড়িতে শর্ট সার্কিট, ইটাহারে মৃত্যু ৩ জনের

শংকরকুমার রায়, রায়গঞ্জ: আনন্দ নিমেষে বদলে গেল শোকে। নাতি-নাতনির জন্মদিনে এসে প্রাণ গেল দাদু-ঠাকুরমা-সহ তিনজনের। অভিযোগ, জন্মদিনের অনুষ্ঠানে ডিজে বক্স Read more

মৃত্যুদণ্ড দেওয়ার আগে খতিয়ে দেখতে হবে অভিযুক্তের মানসিক অবস্থা, নির্দেশ সুপ্রিম কোর্টের
মৃত্যুদণ্ড দেওয়ার আগে খতিয়ে দেখতে হবে অভিযুক্তের মানসিক অবস্থা, নির্দেশ সুপ্রিম কোর্টের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপরাধ যতই ঘৃণ্য হোক। কাউকে মৃত্যুদণ্ড দিতে হলে এবার থেকে তাঁর মানসিক অবস্থাও খতিয়ে দেখতে হবে। Read more