ব্লক সভাপতি করার নামে ৭ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

রমণী বিশ্বাস, তেহট্ট: ব্লক সভাপতির সাংগঠনিক পদ পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা নেওয়ার অভিযোগ। কাঠগড়ায় করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহরায় (Bimalendu Sinha Roy)। তৃণমূলের এক কর্মী করিমপুরের বিধায়কের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ দায়ের করলেন কৃষ্ণনগর পুলিশ সুপারের কাছে।
জানা গিয়েছে, করিমপুর ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি পদের টোপ দিয়ে বিধায়ক বিমলেন্দু সিংহরায় দলের তহবিলের নাম করে ৭ লক্ষ টাকা নিয়েছেন। অভিযোগ করেছেন হাসান আলি মণ্ডল ওই এলাকার এক প্রাক্তন সেনাকর্মী। এদিকে কয়েকদিন আগে তৃণমূলের (TMC) নতুন ব্লক সভাপতির নাম ঘোষণা হয়ে গিয়েছে। অভিযোগ, এর পর হাসান আলি মণ্ডল বিধায়কের কাছে টাকা ফেরত চাইতে গেলে বিধায়ক বিভিন্নভাবে তাঁকে হুমকি দেন। সমস্ত ঘটনার কথা উল্লেখ করে শুক্রবার ওই অবসরপ্রাপ্ত সেনাকর্মীর পরিবারের পক্ষ থেকে কৃষ্ণনগর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
[আরও পড়ুন: নবান্ন অভিযানের মিছিল ভরাতে বিপুল খরচ বিজেপির, ভাড়া করা হচ্ছে ৭টি ট্রেন!]

যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক বিমলেন্দু সিংহরায়। তাঁর দাবি, সব মিথ্যা, হাসান আলির (Hasan Ali Mandal) অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ প্রমাণ করতে পারলে আমি সম্পূর্ণভাবে রাজনৈতিক জীবন থেকে অবসর নেব। ওর মিথ্যে অভিযোগ করার পেছনে কারও কোনও ইন্ধন থাকতে পারে। এই মিথ্যা অভিযোগের জন্য কৃষ্ণনগর পুলিশ সুপার ও করিমপুর থানায় (Karimpur Police Station) অভিযোগ করেছি।
[আরও পড়ুন: গার্ডেনরিচে বাড়ি থেকে উদ্ধার ১৮ কোটি! ‘বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির’, সরব ফিরহাদ]

ইতিমধ্যে করিমপুর থানার পুলিশ হাসন আলি মণ্ডলকে আটক করেছে। করিমপুর থানায় ঢোকার আগে ওই প্রাক্তন সেনাকর্মী অভিযোগ করেছেন, “টাকা দিয়েছিলাম, ফেরত পায়নি। তাই কৃষ্ণনগর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছি। তবে টাকা দেওয়ার কোনও প্রমাণ আমার কাছে নেই। আইনে যা হবার তাই হবে। এই অভিযোগ করার ক্ষেত্রে কেউ আমাকে প্ররোচিত করেনি।” নদীয়া উত্তর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি কল্লোল খাঁ জানান, “অভিযোগ করলেই তো হয় না। অভিযোগকারীকে প্রমাণ করতে হবে যে তিনি টাকা দিয়েছিলেন। তিনি যদি টাকা দেওয়ার কথা প্রমাণ করতে না পারেন, তাহলে প্রশাসন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।” কৃষ্ণনগর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃষানু রায় জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Source: Sangbad Pratidin

Related News
গাজায় কি যুদ্ধ থামাতে চলেছে ইজরায়েল? নেতানিয়াহুর মন্তব্যে জোর জল্পনা
গাজায় কি যুদ্ধ থামাতে চলেছে ইজরায়েল? নেতানিয়াহুর মন্তব্যে জোর জল্পনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাস পূর্ণ হল হামাস বনাম ইজরায়েল যুদ্ধের। সময়ের সঙ্গে আরও ভয়ঙ্কর হচ্ছে মধ্যপ্রাচ্যের এই লড়াই। Read more

নিয়মিত অভিনয়ে থাকার জন্যই টেলিভিশনে ফিরলাম: অর্জুন চক্রবর্তী
নিয়মিত অভিনয়ে থাকার জন্যই টেলিভিশনে ফিরলাম: অর্জুন চক্রবর্তী

প্রায় সাড়ে পাঁচ বছর পরে ধারাবাহিকের অভিনয়ে প্রত্যাবর্তন অর্জুন চক্রবর্তীর। কী বলছেন তিনি? শুনলেন শম্পালী মৌলিক।  বেশ কয়েক বছর বাদে Read more

যাদবপুরে রেল অবরোধ, কোচবিহারে বাস ভাঙচুর, বামেদের বন্‌ধে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি
যাদবপুরে রেল অবরোধ, কোচবিহারে বাস ভাঙচুর, বামেদের বন্‌ধে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি

সংবাদ প্রতিদিন ব্যুরো: বামেদের বন্‌ধে জেলায় জেলায় অশান্তি। একাধিক রেল স্টেশনে অবরোধ করেন বাম কর্মী-সমর্থকরা। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Read more

CSK ফ্যানদের কথা ভেবে ‘অভিনব’ বাগদান, একগুচ্ছ ছবি প্রকাশ করে জানালেন ঋতুরাজ
CSK ফ্যানদের কথা ভেবে ‘অভিনব’ বাগদান, একগুচ্ছ ছবি প্রকাশ করে জানালেন ঋতুরাজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভক্তরাই তারকার জন্ম দেয়। সমর্থক ও অনুরাগীদের স্নেহ ও ভালবাসাই তারকাকে আরও অনেক সাফল্যের অনুপ্রেরণা দেয়। Read more

ওমিক্রন কাঁটায় বিধ্বস্ত ব্রিটেন, লন্ডনে হাসপাতাল কর্মীর অভাবে কাজে নামল সেনা!
ওমিক্রন কাঁটায় বিধ্বস্ত ব্রিটেন, লন্ডনে হাসপাতাল কর্মীর অভাবে কাজে নামল সেনা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওমিক্রন (Omicron) কাঁটায় নতুন করে করোনার (Coronavirus) দাপট। ভারত-সহ সারা পৃথিবীর অসংখ্য দেশেই সংক্রমণের ঊর্ধ্বগতি চিন্তা Read more

ইচ্ছাকৃত ভাবে স্টিমাচকে লাল কার্ড পাক রেফারির! কুয়েত ম্যাচে চক্রান্তের গন্ধ পাচ্ছে ভারত
ইচ্ছাকৃত ভাবে স্টিমাচকে লাল কার্ড পাক রেফারির! কুয়েত ম্যাচে চক্রান্তের গন্ধ পাচ্ছে ভারত

দুলাল দে: লাল কার্ডের জন্য সাফ সেমিফাইনালে কোচের বেঞ্চে বসতে পারবেন না ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচ (Igor Stimac)। দুটো Read more