বিক্রম রায়, কোচবিহার: স্কুলের ভিতরেই চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। পরে আবার ক্লাস চলাকালীন অন্যান্য় পড়ুয়াদের শিশুটিকে সামনেও যৌন হেনস্থা করে প্রধান শিক্ষক। অন্য পড়ুয়ারা প্রতিবাদ করলে তাদেরও ভয় দেখানো হয়। অবশেষে শনিবার শিশুটির পরিবারের তরফে কোচবিহারের পন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে। পকসো ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩২৩ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।
স্থানীয় সূত্রে খবর, কোচবিহার খাগড়া বাড়ি এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত ১৫ আগস্ট নাবালিকাকে ধর্ষণ করে। ৯ সেপ্টেম্বর ক্লাসের ছাত্রছাত্রীদের সামনেই ফের ছাত্রীকে প্রধান শিক্ষক যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। অন্যান্য ছাত্রছাত্রীরও ঘটনার প্রতিবাদ জানায়। অভিযোগ, শ্রেণিকক্ষে উপস্থিত অন্যান্য ছাত্রছাত্রীদেরও ভয় দেখায় অভিযুক্ত।
এরপর শনিবার সকালে লিখিতভাবে পন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের হয়। কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ জানিয়েছেন, লিখিত অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত সৌমেন রায়কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার তাকে বিশেষ আদালতে তোলার ব্যবস্থা করা হচ্ছে।
Source: Sangbad Pratidin