সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু, একদিন স্বস্তির পর ফের রাজ্যের কোভিড (COVID-19) গ্রাফ ঊর্ধ্বমুখী। উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় বাড়ল করোনা (Coronavirus)সংক্রমণ। বাড়ল পজিটিভিটি রেটও। যদিও গত ২৪ ঘণ্টায় কোভিডের বলি রাজ্যের একজন। সুস্থতার হারও অপরিবর্তনীয়। তবে সামগ্রিকভাবে উৎসবের বাংলায় করোনা পরিসংখ্যান উদ্বেগজনক।
রাজ্যের স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত ২৬৩ জন। মৃত্যু হয়েছে একজনের। সুস্থ হয়ে উঠেছেন ২১৪ জন, যা সংক্রমিতের তুলনায় বেশ কম।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin