নবান্ন অভিযানের মিছিল ভরাতে বিপুল খরচ বিজেপির, ভাড়া করা হচ্ছে ৭টি ট্রেন!

সংবাদ প্রতিদিন ব্যুরো: নবান্ন অভিযানের মিছিল ভরাতে ট্রেন ভাড়া করছে বিজেপি (BJP)। জেলার কর্মীদের কলকাতায় আনতে সাতটি ট্রেন (Train) ভাড়া করছে গেরুয়া শিবির। দলীয় সূত্রে খবর, যার খরচ অন্তত ৫৬ লক্ষ। শুধু কর্মীদের নিয়ে আসবে তাই নয়, মূলত উত্তরবঙ্গ থেকে আসা এই তিনটি ট্রেন শিয়ালদহে এসে অপেক্ষা করবে। এখান থেকে আবার কর্মী-সমর্থকদের নিয়ে ফিরবে উত্তরবঙ্গে। সদ্য দু’কোটি টাকা খরচ করে বৈদিক ভিলেজে প্রশিক্ষণ শিবিরের পর লক্ষ-লক্ষ টাকা খরচ করে কলকাতায় লোক নিয়ে আসছে বিজেপি।
বিক্ষুব্ধ শিবিরের বক্তব্য, দক্ষিণবঙ্গে সংগঠনের এতটাই বেহাল অবস্থা যে উত্তরবঙ্গ থেকে লক্ষ-লক্ষ টাকা খরচ করে কেন্দ্রীয় সরকারের সহযোগিতা নিয়ে ট্রেন ভাড়া করে লোক নিয়ে আসতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে এভাবে আস্ত ট্রেন ভাড়া করা নিয়েও প্রশ্ন তুলেছে দলের একাংশ। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, উত্তরবঙ্গ থেকে খুব বেশি হলে হাজার কুড়ি লোক আনার টার্গেট নেওয়া হয়েছে। যে উত্তরবঙ্গে শক্তিশালী সংগঠন বলে দাবি করেন বিজেপি নেতারা, সেখান থেকে লোক আনার টার্গেট মাত্র ১৫ থেকে ২০ হাজার কেন? এমনও প্রশ্ন দলের বিক্ষুব্ধ শিবিরের।
[আরও পড়ুন: গার্ডেনরিচে বাড়ি থেকে উদ্ধার ১৫ কোটি! ‘বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা ইডির’, সরব ফিরহাদ]
সূত্রের খবর, একটি ট্রেন আসবে আলিপুরদুয়ার থেকে। আরেকটি বালুরঘাট স্টেশন থেকে। অন্য ট্রেনটি ছাড়বে কোচবিহারের তুফানগঞ্জ থেকে। অন্যান্য ট্রেনগুলি আসবে দিঘা, জঙ্গলমহল অঞ্চল থেকে। বিজেপির নবান্ন অভিযানে আলিপুরদুয়ার থেকে স্পেশ্যাল ট্রেন যাত্রা শুরু করবে কামাখ্যাগুড়ি স্টেশন থেকে। আবার ১৩ তারিখ অনুষ্ঠান শেষে কামাখ্যাগুড়ি থেকে এই ট্রেন হাসিমারা না কোচবিহার কোন রুটে যাবে তা এখনও ঠিক হয় নি। শুধুমাত্র আলিপুরদুয়ার জেলার জন্যই থাকছে এই একটি ট্রেন।
১৮ টি বগি নিয়ে এই ট্রেনের সব কামরাই নন এসি। ট্রেনে যাওয়া প্রত্যেক ২৩ জন পিছু একজন কনভেনর থাকবে। ওই কনভেনরের দায়িত্ব থাকবে এই ২৩ জনকে নিয়ে যাওয়া ও আসা। এই কনভেনরদের সাথে যোগাযোগ রাখবেন গোটা ট্রেনের দায়িত্বে থাকার চার বিজেপি নেতা। জেলার চার নেতা মিঠু দাস, নারায়ন মণ্ডল, সাধন সাহা ও কুমারগ্রামের বিধায়ক মনোজ ওরাও। বিজেপির এক নেতা জানান, ট্রেন ভাড়া করার টাকা রাজ্য সংগঠন দেবে। শুনেছি, একটা ট্রেন ভাড়া ৮ লক্ষ টাকা। সবমিলিয়ে ৫০ লক্ষেরও বেশি টাকা খরচ করছে গেরুয়া শিবির। 
[আরও পড়ুন: অপ্রয়োজনে অপারেশন করলে মিলবে না স্বাস্থ্যসাথীর সুবিধা, বিজ্ঞপ্তি স্বাস্থ্য দপ্তরের]

Source: Sangbad Pratidin

Related News
Dilip Ghosh: ‘তৃণমূল বাংলাকে আফগানিস্তান করতে চাইছে’, বারাকপুর শুটআউট কাণ্ডে তোপ দিলীপের
Dilip Ghosh: ‘তৃণমূল বাংলাকে আফগানিস্তান করতে চাইছে’, বারাকপুর শুটআউট কাণ্ডে তোপ দিলীপের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাকপুর শুটআউট কাণ্ডের পর কেটে গিয়েছে প্রায় ১৮ ঘণ্টা। তা সত্ত্বেও অধরা দুষ্কৃতী। আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। Read more

গরুপাচার মামলা: দশম তলবও এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল, কড়া পদক্ষেপের পথে CBI
গরুপাচার মামলা: দশম তলবও এড়াচ্ছেন অনুব্রত মণ্ডল, কড়া পদক্ষেপের পথে CBI

ভাস্কর মুখোপাধ্যায়, বোলপুর: দশম তলবেও সিবিআই দপ্তরে হাজিরা দিচ্ছেন না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। শারীরিক অসুস্থতার Read more

দেবের ইউটিউবের পর এবার রুক্মিণীর ফেসবুক, হ্যাকারদের কবলে পড়ে বিপাকে অভিনেত্রী!
দেবের ইউটিউবের পর এবার রুক্মিণীর ফেসবুক, হ্যাকারদের কবলে পড়ে বিপাকে অভিনেত্রী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের পর এবার রুক্মিণী মৈত্র। সোমবার হঠাৎই হ্য়াক হল রুক্মিণী মৈত্রর ফেসবুক প্রোফাইল। অভিনেত্রী ইনস্টাগ্রামে নিজেই Read more

হিজাব বিতর্কের মাঝেই কর্ণাটকে খুন বজরং দলের নেতা, ‘মুসলিম গুন্ডাদের কাজ’, মন্তব্য মন্ত্রীর
হিজাব বিতর্কের মাঝেই কর্ণাটকে খুন বজরং দলের নেতা, ‘মুসলিম গুন্ডাদের কাজ’, মন্তব্য মন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজাব বিতর্কের মাঝেই কর্ণাটকে (Karnataka) খুন বজরং দলের নেতা। রবিবার রাতের এই ঘটনায় উত্তেজনা ছড়াল শিবমোগায়। Read more

বিজেপির ডাকা বন্‌ধে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, নবান্নে জরুরি বৈঠকে জারি বিজ্ঞপ্তি
বিজেপির ডাকা বন্‌ধে সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক, নবান্নে জরুরি বৈঠকে জারি বিজ্ঞপ্তি

মলয় কুণ্ডু: বিজেপির (BJP) ডাকা বন্‌ধ ব্যর্থ করতে সরকারি নির্দেশ জারি করল নবান্ন (Nabanna)। রাজ্য সচল রাখতে আগাম সবরকম ব্যবস্থা Read more

‘সম্পূর্ণ ভুল…’, কোন মিথ্যে খবরে বিরক্ত সন্দীপ্তা সেন?
‘সম্পূর্ণ ভুল…’, কোন মিথ্যে খবরে বিরক্ত সন্দীপ্তা সেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিনসেল টাউনে কোনটি ঘটনা আর কোনটি রটনা, তা বোঝা বড় মুশকিল। ঘটনা তাও ঠিক আছে, কিন্তু Read more