আয়োজকদের গড়িমসি! ইডেন থেকে সরতে চলেছে লেজেন্ডস লিগের ম্যাচ

স্টাফ রিপোর্টার: ইডেনে লেজেন্ডস লিগের ম‌্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সিএবিতে খবর নিয়ে জানা যাচ্ছিল, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু শনিবার বিকেল পর্যন্তও এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যা পরিস্থিতি, তাতে ইডেনে থেকে লেজেন্ডস লিগের ম‌্যাচ সরে যেতে চলেছে। সেটা হচ্ছে সংগঠকদের গড়িমসির জন‌্য।
সিএবি ম‌্যাচ করতে সবরকমভাবে প্রস্তুত ছিল। কিন্তু যাদের ম‌্যাচ, তারাই কোনওরকম উদ্যোগ দেখাচ্ছিল না। গত দু’সপ্তাহ ধরে সিএবি কর্তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আয়োজকদের। যেহেতু এটা বোর্ডের কিংবা সিএবির নিজস্ব ম‌্যাচ নয়, তাই ভেন্ডারদের সমস্ত টাকাপয়সা আয়োজকদের মেটাতে হবে। সিএবি (CAB) বারবার যোগাযোগ করে সমস্ত কিছু মেটানোর চেষ্টা করলেও সংগঠকদের তরফ থেকে কোনওরকম তৎপরতা দেখানো হচ্ছিল না। সিএবির সঙ্গে কোনওরকম চুক্তি করা হয়নি। ব‌্যাংক গ‌্যারান্টিও দেওয়া হয়নি।
[আরও পড়ুন: ‘রাস্তার কুকুর কামড়ালে, যাঁরা খেতে দেন দায় নিতে হবে তাঁদের’, প্রস্তাব সুপ্রিম কোর্টের]
শোনা গেল, শুক্রবার সকালে সমস্ত ভেন্ডারের সঙ্গে বৈঠক করেছিলেন সিএবি কর্তারা। ভেন্ডারদের তরফ থেকে সিএবিকে জানিয়ে দেওয়া হয়, দু’টো ম‌্যাচের জন‌্য সমস্তরকম আয়োজন করতে কমপক্ষে পাঁচ থেকে ছয়দিন লাগবে। যার পর সিএবি কর্তারা আয়োজকদের রাত সাড়ে আটটা পর্যন্ত ডেডলাইন দেন। বলা হয়, ওই সময়ের মধ্যে ওয়ার্ক অর্ডার ইস‌্যু করতে হবে। ভেন্ডারদের টাকা দিতে হবে, যাতে তারা কাজ শুরু করে দিতে পারে। কিন্তু ওই সময় পেরিয়ে গেলেও আয়োজকদের তরফ থেকে কিছুই করা হয়নি। ওয়ার্ক অর্ডার ইস‌্যু করা হয়নি। ভেন্ডারদের কোনওরকম টাকা দেওয়া হয়নি।
এমনকী ওই ম‌্যাচগুলোতে কোন প্রাক্তন ক্রিকেটাররা খেলবেন, তার একটা তালিকা চেয়েছিল সিএবি। কিন্তু সংগঠকরা টিম লিস্টও দিতে পারেনি। যার ফলে সিএবি কর্তারা ঠিক করে ফেলেন, লেজেন্ডস লিগের ম‌্যাচ (The Legends League) দু’টো আয়োজন আর সম্ভব নয়। কারণ এরপর যদি সংগঠকদের তরফে কোনওরকম উদ্যোগও নেওয়া হয়, তাহলেও ম‌্যাচ করার মতো সময় থাকবে না। সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে মহানাটকীয় কিছু না ঘটলে ইডেনে লেজেন্ডস লিগের ম‌্যাচ হচ্ছে না, সেটা লিখে দেওয়াই যায়।
[আরও পড়ুন: অন্য রুটে চলত বাস, মালিককে দু’লক্ষ টাকা জরিমানা কলকাতা হাই কোর্টের]

Source: Sangbad Pratidin

Related News
‘কর্ণাটকের সার্বভৌমত্ব’ মন্তব্যে সোনিয়ার বিরুদ্ধে কমিশনে চিঠি বিজেপির, কঠোর শাস্তির দাবি
‘কর্ণাটকের সার্বভৌমত্ব’ মন্তব্যে সোনিয়ার বিরুদ্ধে কমিশনে চিঠি বিজেপির, কঠোর শাস্তির দাবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত রাষ্ট্র থেকে কর্ণাটককে (Karnataka) আলাদা করার চেষ্টা করছে কংগ্রেস (Congress), গতকাল অভিযোগ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র Read more

প্রেমিকাকে ফিরে পেতে দিনভর বৃষ্টিতে ধরনা! অবশেষে মন গলল হবু শ্বশুরের, রাতেই মধুরেণ সমাপয়েৎ
প্রেমিকাকে ফিরে পেতে দিনভর বৃষ্টিতে ধরনা! অবশেষে মন গলল হবু শ্বশুরের, রাতেই মধুরেণ সমাপয়েৎ

শান্তনু কর, জলপাইগুড়ি: ছ’ বছরের প্রেম। মাঝপথে হাত ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। তাঁকে ফিরে পেতে বৃষ্টি উপেক্ষা করেই ধরনায় বসেছিলেন Read more

উৎসবের মরশুমে ডেঙ্গুর করাল থাবা, কলকাতায় ফের প্রাণহানি মহিলার
উৎসবের মরশুমে ডেঙ্গুর করাল থাবা, কলকাতায় ফের প্রাণহানি মহিলার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে ডেঙ্গুর করাল থাবা। কলকাতায় প্রাণ গেল এক মহিলার। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর তার Read more

Bhawanipore Club: কেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতার লিগের বাকি ম্যাচগুলো খেলবে না ভবানীপুর?
Bhawanipore Club: কেন মোহনবাগান-ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতার লিগের বাকি ম্যাচগুলো খেলবে না ভবানীপুর?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে আই লিগের তৃতীয় ডিভিশন (I League 3rd Division)। সেই প্রতিযোগিতায় ভালো Read more

Shah Rukh Khan: এবার থ্রিলার ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে? মুখ খুললেন পরিচালক
Shah Rukh Khan: এবার থ্রিলার ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে? মুখ খুললেন পরিচালক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ চার বছর ফের বড়পর্দায় দেখা মিলবে শাহরুখ খানের। ‘পাঠান’ ছবির টিজার মুক্তি পেতেই অনুরাগীদের মধ্যে Read more

Prophet Row: পয়গম্বর মন্তব্য বিতর্কের জেরে দেশজুড়ে অশান্তি! রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক
Prophet Row: পয়গম্বর মন্তব্য বিতর্কের জেরে দেশজুড়ে অশান্তি! রাজ্যগুলিকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের (Controversial remarks on Prophet Muhammad) জেরে দেশের বিভিন্ন প্রান্তে দানা বেঁধেছে অশান্তি। Read more