স্টাফ রিপোর্টার: ইডেনে লেজেন্ডস লিগের ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সিএবিতে খবর নিয়ে জানা যাচ্ছিল, শুক্রবার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। কিন্তু শনিবার বিকেল পর্যন্তও এ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। যা পরিস্থিতি, তাতে ইডেনে থেকে লেজেন্ডস লিগের ম্যাচ সরে যেতে চলেছে। সেটা হচ্ছে সংগঠকদের গড়িমসির জন্য।
সিএবি ম্যাচ করতে সবরকমভাবে প্রস্তুত ছিল। কিন্তু যাদের ম্যাচ, তারাই কোনওরকম উদ্যোগ দেখাচ্ছিল না। গত দু’সপ্তাহ ধরে সিএবি কর্তারা বারবার যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আয়োজকদের। যেহেতু এটা বোর্ডের কিংবা সিএবির নিজস্ব ম্যাচ নয়, তাই ভেন্ডারদের সমস্ত টাকাপয়সা আয়োজকদের মেটাতে হবে। সিএবি (CAB) বারবার যোগাযোগ করে সমস্ত কিছু মেটানোর চেষ্টা করলেও সংগঠকদের তরফ থেকে কোনওরকম তৎপরতা দেখানো হচ্ছিল না। সিএবির সঙ্গে কোনওরকম চুক্তি করা হয়নি। ব্যাংক গ্যারান্টিও দেওয়া হয়নি।
[আরও পড়ুন: ‘রাস্তার কুকুর কামড়ালে, যাঁরা খেতে দেন দায় নিতে হবে তাঁদের’, প্রস্তাব সুপ্রিম কোর্টের]
শোনা গেল, শুক্রবার সকালে সমস্ত ভেন্ডারের সঙ্গে বৈঠক করেছিলেন সিএবি কর্তারা। ভেন্ডারদের তরফ থেকে সিএবিকে জানিয়ে দেওয়া হয়, দু’টো ম্যাচের জন্য সমস্তরকম আয়োজন করতে কমপক্ষে পাঁচ থেকে ছয়দিন লাগবে। যার পর সিএবি কর্তারা আয়োজকদের রাত সাড়ে আটটা পর্যন্ত ডেডলাইন দেন। বলা হয়, ওই সময়ের মধ্যে ওয়ার্ক অর্ডার ইস্যু করতে হবে। ভেন্ডারদের টাকা দিতে হবে, যাতে তারা কাজ শুরু করে দিতে পারে। কিন্তু ওই সময় পেরিয়ে গেলেও আয়োজকদের তরফ থেকে কিছুই করা হয়নি। ওয়ার্ক অর্ডার ইস্যু করা হয়নি। ভেন্ডারদের কোনওরকম টাকা দেওয়া হয়নি।
এমনকী ওই ম্যাচগুলোতে কোন প্রাক্তন ক্রিকেটাররা খেলবেন, তার একটা তালিকা চেয়েছিল সিএবি। কিন্তু সংগঠকরা টিম লিস্টও দিতে পারেনি। যার ফলে সিএবি কর্তারা ঠিক করে ফেলেন, লেজেন্ডস লিগের ম্যাচ (The Legends League) দু’টো আয়োজন আর সম্ভব নয়। কারণ এরপর যদি সংগঠকদের তরফে কোনওরকম উদ্যোগও নেওয়া হয়, তাহলেও ম্যাচ করার মতো সময় থাকবে না। সবমিলিয়ে যা পরিস্থিতি, তাতে মহানাটকীয় কিছু না ঘটলে ইডেনে লেজেন্ডস লিগের ম্যাচ হচ্ছে না, সেটা লিখে দেওয়াই যায়।
[আরও পড়ুন: অন্য রুটে চলত বাস, মালিককে দু’লক্ষ টাকা জরিমানা কলকাতা হাই কোর্টের]
Source: Sangbad Pratidin