সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সোশ্যাল মিডিয়া জুড়ে হঠাৎই একটি ভিডিও ছড়িয়ে পড়ল। যা দেখে রীতিমতো শিউড়ে উঠতে হয়। এমনটা যে ঘটতে পারে, তা ভাবাই যায় না।
ব্যাপারটা একটু খোলাস করে বলা যাক। টুইটারে একটি ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে দেখা গিয়েছে, কর্ণাটকের একটি বাসস্টপে একটি বাসের ভিতর থেকে এক যাত্রীকে রীতিমতো চড়, থাপ্পড় মারে বাসের কন্ডাকটর। শুধু চড়, থাপ্পড়েই আটকে থাকে না, যাত্রীর বুকে লাথি মেরে বাসের দরজা থেকে নিচে ফেলে দেয়। মাটিতে লুটিয়ে পড়েন যাত্রী।
[আরও পড়ুন: টিভি চালানো নিয়ে রক্তারক্তি কাণ্ড, শাশুড়ির আঙুলে কামড় বউমার, দুরবস্থা স্বামীরও]
ভিডিওতে দেখা গিয়েছে, মাটিতে পড়েই থাকেন যাত্রী। যাত্রীকে সেই অবস্থাতে ফেলেই বাস, টার্মিনাস থেকে বেরিয়ে যায়। আশপাশের লোকেরা গোটা কাণ্ড দেখতে থাকেন। কেউই সাহায্যের জন্য এগিয়েই আসেন না।
ಪುತ್ತೂರು : ಈಶ್ವರಮಂಗಲದಲ್ಲಿ ಕೆಎಸ್ಆರ್ಟಿಸಿ ಬಸ್ ನಿರ್ವಾಹಕನ ಅಮಾನವೀಯ ಕೃತ್ಯ.
ಪ್ರಯಾಣಿಕನಿಗೆ ಕಾಲಿನಿಂದ ಒದ್ದು ರಸ್ತೆಗೆ ತಳ್ಳಿದ ನಿರ್ವಾಹಕ. pic.twitter.com/qhpUhNohSM
— ಕರುನಾಡಿನ ನೀಲಿ ನಕ್ಷತ್ರ (@NaadaPremiSha) September 7, 2022
এই ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে হইচই পড়ে যায়। অনেকেই মতে, কন্ডাকটর মোটেই ভাল কাজ করেননি। অনেকে শাস্তিও দাবি করেছেন কন্ডাকটরের। তবে ঠিক কী কারণ এরকম ঘটল, তা অবশ্য জানা যায়নি। তবে এই ভিডিও দেখে নড়ে চড়ে বসেছে বাস টার্মিনাসের দায়িত্বে থাকা কর্তারা। ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী, ভিডিও সত্যতা বিচার করার পর শাস্তিও নাকি পেতে পারেন কন্ডাকটর।
[আরও পড়ুন: গির অরণ্যে বাইকে চেপে সিংহকে হেনস্তা! ‘বীরত্বের’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে গ্রেপ্তার যুবক]
Source: Sangbad Pratidin