এবার খাবার প্রতি ক্যালোরির পরিমাণ লিখতেই হবে রেস্তরাঁর মেনু কার্ডে, নির্দেশিকা কেন্দ্রের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেস্তরাঁয় (Restaurant) ঢুকে পেল্লাই সাইজের বার্গারে কামড় দেওয়ার আগেই জেনে যাবেন সেটি খেলে কত ক‌্যালোরি (Calorie) আপনার শরীরে যুক্ত হবে। এক প্লেট বিরিয়ানি, চারটে কচুরি অর্ডার করার সময়ে খাবারের দামের সঙ্গেই চোখের সামনে ঝুলবে ক‌্যালোরির তালিকা। ছোট-বড় সমস্ত ধরনের রেস্তরাঁর মেনু কার্ডে এবার লিখে রাখতে হবে কোন খাবারের ক‌্যালোরি কত। এমনই নির্দেশিকা কেন্দ্রীয় খাদ‌্য সুরক্ষা ও মান নিয়ন্ত্রক সংস্থার (এফএসএসএআই)।
ফাইল ছবি।
শীঘ্রই রেস্তরাঁ চেনগুলিকে তাদের রেস্তরাঁ ও অনলাইনের মেনু কার্ডে ক‌্যালোরির কথা উল্লেখ করতে হবে। নির্দেশিকা অনুযায়ী, যে সব রেস্তরাঁর সেন্ট্রাল লাইসেন্স আছে বা দশটি ভিন্ন জায়গায় তাদের রেস্তরাঁর আউটলেট আছে তাদের মেনু কার্ড, বুকলেট বা বোর্ডে খাবারের নাম, দামের পাশে সেই পরিমাণ খাবারে কতটা ক‌্যালোরি রয়েছে তা উল্লেখ করতে হবে।
[আরও পড়ুন: গণেশ বিসর্জনে গডসের ছবি নিয়ে উল্লাস, কর্ণাটকের শোভাযাত্রাকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক]
কিন্তু আচমকা এই সিদ্ধান্তের কারণ কী? প্রশ্নের উত্তর দিতে গিয়ে এফএসএসআই-এর আধিকারিক ইনোশি শর্মা বলেন, “সাধারণ মানুষের জানা উচিত তাঁরা কী খাচ্ছেন। স্বাস্থ‌্যই সম্পদ। যেমন জামা, গাড়ি, আসবাবপত্র কেনার সময় তা কী দিয়ে তৈরি সকলে জেনে নেন, তেমনই জানা উচিত রেস্তরাঁয় রান্না করা খাবারে কী কী উপাদান আছে।”

আপাতত বড় রেস্তরাঁ গুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ‌্য করা হবে। তারপর ধীরে ধীরে ছোট রেস্তরাঁগুলিতেও চালু করা হবে বলে জানান ইনোশি। বড় রেস্তরাঁ চেনগুলিকে মেনু কার্ডে ক‌্যালোরি উল্লেখ করার জন‌্য এ বছর জুলাই পর্যন্ত সময় দিয়েছিল এসএফএফএআই। অনেক রেস্তরাঁই এর জন‌্য আরও সময় চেয়ে নিয়েছে। তবে তা দেওয়া হবে কি না, দেওয়া হলে কতটা সময় বেঁধে দেওয়া হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত তেমন কিছু জানা যায়। এদিকে এ বিষয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, কেউ আবার সমালোচনায় মুখর হয়েছেন। 

[আরও পড়ুন: দেশের দৈনিক করোনা আক্রান্ত এখনও ৫ হাজারের উপরে, তবে নিম্নমুখী সার্বিক গ্রাফ]

Source: Sangbad Pratidin

Related News
যুদ্ধ করছে ইউক্রেন-রাশিয়া, তা দেখেই কামান কিনছে ভারত!
যুদ্ধ করছে ইউক্রেন-রাশিয়া, তা দেখেই কামান কিনছে ভারত!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিছুতেই থামছে না ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ। প্রথাগত লড়াইয়ের সংজ্ঞা পালটে এবং বিশ্লেষকদের সমস্ত ধারণা ভুল Read more

হাতের মেহেন্দি তরতাজা নাবালিকাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে! প্রাণ ফেরাল কলকাতার হাসপাতাল
হাতের মেহেন্দি তরতাজা নাবালিকাকে ঠেলে দিয়েছিল মৃত্যুর মুখে! প্রাণ ফেরাল কলকাতার হাসপাতাল

অভিরূপ দাস: হাত জুড়ে মেহেন্দির আঁকিবুঁকি। শখের প্রসাধনী যে তরতাজা ষোড়শীকে মৃত্যুর কিনারে এনে দাঁড় করাবে, কে ভেবেছিল? ঝাড়খণ্ডের (Jharkhand) Read more

রক্ষে করো রঘুবীর
রক্ষে করো রঘুবীর

বাঙালি রাম-ভক্ত ছিল না, এমন ভাবা ভুল। শ্রীরামকৃষ্ণর বাবা ক্ষুদিরাম চট্টোপাধ‌্যায়ের কুলদেবতা ছিলেন রঘুবীর। কামারপুকুরের সে মন্দিরে এখনও নিত‌্য পূজা Read more

পুলিশ সুপারের নামে ফেসবুকে নকল আইডি বানিয়ে প্রতারণার ফাঁদ, আটক হাবড়ার যুবক
পুলিশ সুপারের নামে ফেসবুকে নকল আইডি বানিয়ে প্রতারণার ফাঁদ, আটক হাবড়ার যুবক

অমিতলাল সিং দেও, মানবাজার: পুলিশ সুপারের নামেও সামাজিক মাধ্যমে ভুয়ো আইডি। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক আইডি নকল করার Read more

উত্তপ্ত রাশিয়ায় ইমরান, যুদ্ধ নিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ পাক প্রধানমন্ত্রীর
উত্তপ্ত রাশিয়ায় ইমরান, যুদ্ধ নিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ পাক প্রধানমন্ত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেগে গিয়েছে যুদ্ধ (Russia-Ukraine Conflict)। কিয়েভের আকাশে গোলাবর্ষণ শুরু রুশ (Russia) বিমানের। পালটা জবাব দিয়েছে ইউক্রেনও Read more

তরুণীকে উত্যক্ত করতে পুরুষাঙ্গ প্রদর্শন! বিস্ফোরক অভিযোগ এলন মাস্কের বিরুদ্ধে
তরুণীকে উত্যক্ত করতে পুরুষাঙ্গ প্রদর্শন! বিস্ফোরক অভিযোগ এলন মাস্কের বিরুদ্ধে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিজেরই সংস্থার এক বিমান সেবিকার যৌন হেনস্তা। আর তারপর তাঁর মুখ বন্ধ রাখতে আড়াই লক্ষ ডলারের Read more