গণেশ বিসর্জনে গডসের ছবি নিয়ে উল্লাস, কর্ণাটকের শোভাযাত্রাকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণেশ বিসর্জনে গডসের ছবি নিয়ে উল্লাস। কর্ণাটকের শোভাযাত্রাকে কেন্দ্র করে তুঙ্গে বিতর্ক। অভিযোগ, দক্ষিণপন্থীরা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নাথুরাম গডসের ছবি নিয়ে সংঘাত উসকে দিতে চাইছে। ঘটনাটি ঘটেছে রাজ্যের শিবামোগা জেলায়।
জানা গিয়েছে, শিবামোগা জেলায় গণেশ বিসর্জনের একটি শোভাযাত্রায় মহাত্মা গান্ধীর হত্যাকারী গডসের ছবি নিয়ে উল্লাস করতে দেখা যায় অনেককেই। একটি হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলেকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন আমির আহমেদ সার্কলে বীর সাভারকারের নামে পোস্টার পড়েছিল। তার সপ্তাহ খানেক আগে এক দল মানুষ একই জায়গায় আলোকস্তম্ভে সাভারকারের একটি বড় পোস্টার টাঙাতে যাওয়ার সময় অন্য এক দল মানুষের সঙ্গে বিরোধ বাধে। অন্য দলের লোকেরা একই জায়গায় টিপু সুলতানের পোস্টার ঝোলাতে চাইছিলেন। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই এ বার গণেশ বিসর্জনে গডসের ছবি নিয়ে উল্লাসের ছবি ধরা পড়ল কর্ণাটকে।
[আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব এড়ানোর চেষ্টা! বিপ্লব দেব-সহ একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভিনরাজ্যে পাঠাল বিজেপি]
উল্লেখ্য, স্বয়ংসেবক সংঘের গবেষণাগার হিসেবে পরিচিত কর্ণাটক। বিশ্লেষকদের মতে, বিশেষ করে রাজ্যের উপকূলবর্তী এলাকা বা কোস্টাল কর্ণাটকে অত্যন্ত সক্রিয় হিন্দুত্ববাদীরা। গণেশ বিসর্জনে মহাত্মা গান্ধীর হত্যাকারী গডসের ছবিও এমনই ডানপন্থী এজেন্ডার অংশ। ওই রাজ্যে বীর সাভারকারের ছবি নিয়েও এমনই রাজনীতি করা হয়।
প্রসঙ্গত, কর্ণাটকের স্কুলের পাঠ্যবইর একটি অংশ ভাইরাল হয়ে যায়। সেখানে লেখা ছিল, পাখির ডানায় চেপে উড়ে বেড়াতেন সাভারকার (VD Savarkar)! এহেন কথা দেখে স্বভাবতই শিক্ষাবিদদের চোখ কপালে উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায় পাঠ্যবইয়ের ওই অংশের ছবি। বলে রাখা ভাল, কর্ণাটকের (Karnataka) বিজেপি সরকারের বিরুদ্ধে এর আগেও শিক্ষায় গৈরিকীকরণের অভিযোগ উঠেছে। এর আগেও আরএসএসের প্রতিষ্ঠাতার বক্তৃতাকে পাঠ্যাংশের অন্তর্ভুক্ত করে বিতর্কে জড়িয়েছিল কর্ণাটক সরকার।
[আরও পড়ুন: গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গ বিজেপি, সংগঠন বিস্তারে আরও একজন পর্যবেক্ষক পাঠাল কেন্দ্রীয় নেতৃত্ব]

Source: Sangbad Pratidin

Related News
Punjab Election Result: দলীয় কোন্দলেই পাঞ্জাবে ভরাডুবি কংগ্রেসের? কাঠগড়ায় সিধু
Punjab Election Result: দলীয় কোন্দলেই পাঞ্জাবে ভরাডুবি কংগ্রেসের? কাঠগড়ায় সিধু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তাই হয়েছে। পাঞ্জাবে (Punjab election 2022) কার্যত নিশ্চিহ্ন হওয়ার পথে Read more

আন্নাদুরাই সম্পর্কে ‘কুকথা’র জের, বিজেপির সঙ্গে জোট ভাঙল জয়ললিতার দল
আন্নাদুরাই সম্পর্কে ‘কুকথা’র জের, বিজেপির সঙ্গে জোট ভাঙল জয়ললিতার দল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির সঙ্গে জোট ভাঙল জয়ললিতার দল এআইএডিএমকে। সোমবার তামিলনাড়ুর প্রধান দলীয় কার্যালয়ে বৈঠকের পর এআইএডিএমকের তরফে Read more

নজির গড়ার ম্যাচে চেনা ছন্দে ধোনি, তবু শেষ ল্যাপে এসে রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের
নজির গড়ার ম্যাচে চেনা ছন্দে ধোনি, তবু শেষ ল্যাপে এসে রাজস্থানের কাছে হার চেন্নাইয়ের

রাজস্থান রয়্যালস: ১৭৫/৮ (বাটলার ৫২, দেবদত্ত ৩৮, জাদেজা ২/২১)  চেন্নাই সুপার কিংস: ১৭২/৬ (কনওয়ে ৫০, অশ্বিন ২/২৫, চাহাল ২/২৭) ৩ Read more

আলো আর অন্ধকারের খেলায় শিল্পের ব্যতিক্রমী উদযাপন বেহালা আর্ট ফেস্ট-এ
আলো আর অন্ধকারের খেলায় শিল্পের ব্যতিক্রমী উদযাপন বেহালা আর্ট ফেস্ট-এ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার দেওয়ালের বাঁধা কোনও পরিসরই শিল্পের একমাত্র ঠিকানা নয়। তার নান্দনিক প্রকাশ আমাদের দৈনন্দিনে। মানুষের যাপনের Read more

অপ্রচলিত কম্বিনেশন-সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা, জোড়া কারণই সাফল্যের চাবিকাঠি নরেন্দ্রপুরে মিশনের
অপ্রচলিত কম্বিনেশন-সামাজিক মাধ্যম থেকে দূরে থাকা, জোড়া কারণই সাফল্যের চাবিকাঠি নরেন্দ্রপুরে মিশনের

দেবব্রত মণ্ডল, বারুইপুর: কোভিড (COVID-19) পরিস্থিতি থাকার জন্য ২০২১ সালে মাধ্যমিক পরীক্ষা দিতে হয়নি। এবারে ২০২৩ সালে উচ্চমাধ্যমিক পাশ করা Read more

ইদের আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, পুড়ে ছাই বঙ্গবাজারের কাছেই রাস্তায় বসে চলছে বিক্রিবাটা
ইদের আগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা, পুড়ে ছাই বঙ্গবাজারের কাছেই রাস্তায় বসে চলছে বিক্রিবাটা

সুকুমার সরকার, ঢাকা: ঢাকার বঙ্গবাজারের পর এবার আগুনের লেলিহান শিখায় সর্বশান্ত বাংলাদেশের উত্তরের জনপদ জেলা গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর হাটের Read more