‘ধন্যবাদ মা’, এলিজাবেথের ছবি নিয়ে জাতির উদ্দেশে আবেগঘন ভাষণ রাজা চার্লসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতির উদ্দেশে প্রথম ভাষণে আবেগে ভাসলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। প্রয়াত রানি তথা মা এলিজাবেথ দ্বিতীয়কে স্মরণ করে দেশবাসীর সেবায় সমস্ত জীবন উৎসর্গ করার প্রতিশ্রুতি দিলেন তিনি। শুধু সম্রাজ্ঞী নয়, মা হিসেবে পরিবারের প্রতি এলিজাবেথের দায়িত্ব তথা ভালবাসার কথা স্মরণ করে আবেগঘন কণ্ঠে তিনি বলেন, ‘ধন্যবাদ মা’।
বৃহস্পতিবার বাকিংহাম প‌্যালেসের পক্ষ থেকে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজপাট চলে আসে চার্লসের হাতে। কারণ শূন‌্য থাকে না সিংহাসন। ফলে ৭৩ বছর বয়সে এসে রাজা হলেন চার্লস– কিং চার্লস থার্ড। তারপরের দিনই জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। এদিন রাজা চার্লস বলেন, “আমার প্রিয় মা, আমি জানি এই অন্তিম যাত্রা শেষে বাবার সঙ্গে দেখা হবে তোমার। আমি শুধু এটাই বলতে চাই–এত বছর ধরে পরিবার ও দেশের জনতার প্রতি তোমার ভালবাসা ও নিষ্ঠার জন্য ধন্যবাদ। আমি আশা করি দেবদূতরা সুমধুর সংগীতে তোমাকে স্বাগত জানাবে। আজ মনে গভীর শোক নিয়ে আমি এই কথাগুলি বলছি। আমার মা আমাদের সবার কাছে উদাহরণ ছিলেন। তিনি জনতার সেবার জন্য জীবন উৎসর্গ করেন। আজ একই পথে হাঁটার প্রতিশ্রুতি দিলাম আমি।”
[আরও পড়ুন: রাজপরিবারেও শাশুড়ি-বউমা কোন্দল! দাপুটে এলিজাবেথকে সমঝে চলতেন ডায়না থেকে মেগান]
উল্লেখ্য, এদিন রাজা চার্লস (King Charles III) বুঝিয়ে দেন যে মায়ের মৃত্যুতে শোক পেলেও কর্তব্যে অবিচল থাকবেন তিনি। মৃত্যু থেকে পরবর্তী দশ দিনের নির্ঘণ্ট স্থির, আবার পাশাপাশি নতুন দায়িত্ব সামলানোর প্রক্রিয়ায় তিনি এখন ব্যস্ত। বিশ্বের নানাপ্রান্ত থেকে আসা রাষ্ট্রপ্রধানদের বার্তার জবাব দেওয়া থেকে দেশের মানুষের উদ্দেশে বার্তা সবই সামলাতে হচ্ছে তাঁকে।
এদিকে, আগামী মঙ্গলবার স্কটল‌্যান্ডের বালমোরাল প‌্যালেস থেকে রয়‌্যাল ট্রেনে রানির দেহ এসে পৌঁছবে লন্ডনে। বালমোরাল থেকে ওয়েস্টমিনস্টার হলে পৌঁছে সেখানেই শেষ কয়েকটি দিন কাটাবেন এলিজাবেথ। মৃত্যুর দশদিন পরে অন্তে‌্যষ্টি। তৃতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ওয়েস্টমিনস্টার হলে ‘মোশন অফ কনডোলেন্স’ গ্রহণ করবেন নতুন রাজা এবং রাজপরিবার। এরপর নতুন রাজা করবেন ব্রিটেন সফর। মৃত্যুর ষষ্ঠ থেকে নবম দিন রানির দেহ ওয়েস্টমিনস্টার হলে শায়িত থাকবে। এই তিনদিনে রানিকে শেষ শ্রদ্ধা জানানোর জন‌্য প্রতিদিন ২৩ ঘণ্টা খোলা থাকবে হলের দ্বার। ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ‌্যাবেতে শায়িত হবে রানির কফিন। একটি যুগে দাঁড়ি টেনে স্বামী ফিলিপের পাশেই সমাধিস্থ হবেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
একদিকে যখন রানির শেষকৃত্যের প্রস্তুতি চলবে অন‌্যদিকে তখন পাশাপাশি চলবে নতুন রাজার অভিষেকের প্রস্তুতিও। উত্তরাধিকারী হিসাবে চিহ্নিত হওয়ার সাত দশক পর যিনি আসীন হচ্ছেন রাজ সিংহাসনে। ১৯৪৮ সালের ১৪ নভেম্বর চার্লস যখন জন্মগ্রহণ করেন তখন তাঁর মা এলিজাবেথ রানি হননি, ছিলেন প্রিন্সেস। প্রিন্স ফিলিপ এবং প্রিন্সেস এলিজাবেথের প্রথম সন্তান চার্লসের জন্মের সময়ই নির্ধারিত হয়ে যায় মায়ের পর সিংহাসনের দাবিদার তিনিই। ১৯৫২ সালে রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর এলিজাবেথ হন সিংহাসনের অধিকারী। আর ২১ বছর বয়সে ১৯৬৯ সালের ১ জুলাই প্রিন্স অফ ওয়েলস হিসাবে চার্লসকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি যুবরাজ হিসাবেও তাঁকেই স্বীকৃতি দেওয়া হয়ে যায়। যদিও রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর সময় মাত্র তিন বছর বয়সেই সিংহাসনের উত্তরাধিকার চার্লসের নামের সঙ্গে যুক্ত হয়ে যায় কিন্তু প্রকৃত উত্তরাধিকার পেতে তাঁকেই অপেক্ষা করতে হল আরও সাতটি দশক।
[আরও পড়ুন: ব্রিটিশ রাজপরিবারের ‘কেচ্ছা’ তালিকা ছোট নয়, অনেক ঝড় সামলেছেন রানি এলিজাবেথ]

Source: Sangbad Pratidin

Related News
প্রথম রাতের কুমারীত্ব পরীক্ষায় ‘ফেল’, ১০ লক্ষ টাকা জরিমানা করেও ত্যাগ বধূকে
প্রথম রাতের কুমারীত্ব পরীক্ষায় ‘ফেল’, ১০ লক্ষ টাকা জরিমানা করেও ত্যাগ বধূকে

সংবাদ প্রতিদিন  ডিজিটাল ডেস্ক: সদ‌্যবিবাহিতা নারীকে দিতে হল কুমারীত্বের পরীক্ষা। সেই পরীক্ষায় ব্যর্থ হওয়ায় নববধূর পরিবারকে দিতে হল জরিমানা। তার Read more

অবশেষে স্বস্তি! সিলিন্ডারপ্রতি ১৩৫ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম
অবশেষে স্বস্তি! সিলিন্ডারপ্রতি ১৩৫ টাকা কমল বাণিজ্যিক গ্যাসের দাম

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে আমনাগরিকের জ্বালানি জ্বালা কিছুটা কমল। পেট্রল-ডিজেলের পর এবার বাণিজ্যিক LPG’র দামও বেশ খানিকটা কমিয়ে দিল Read more

প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে ট্রাস, অধরাই থাকবে কি সুনাকের ব্রিটেন জয়ের স্বপ্ন?
প্রধানমন্ত্রী পদের দৌড়ে এগিয়ে ট্রাস, অধরাই থাকবে কি সুনাকের ব্রিটেন জয়ের স্বপ্ন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল দেশ: ব্রিটিশ প্রধানমন্ত্রী পদের দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন লিজ ট্রাস। শুরুর দিকে ইতিহাস তৈরির যথেষ্ট সম্ভাবনা তৈরি Read more

Weather Update: চলতি সপ্তাহেও উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে বাড়বে অস্বস্তি, আর কী বলছে হাওয়া অফিস?
Weather Update: চলতি সপ্তাহেও উত্তরে ভারী বৃষ্টি, দক্ষিণে বাড়বে অস্বস্তি, আর কী বলছে হাওয়া অফিস?

নিরুফা খাতুন: নতুন সপ্তাহেও উত্তরবঙ্গে আবহাওয়ায় পরিবর্তনের (Weather Update) কোনও ইঙ্গিত নেই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহভর ভারী থেকে অতি Read more

দোতলা হচ্ছে হাওড়া-কলকাতা স্টেশন, সাজবে বিমানবন্দরের ধাঁচে
দোতলা হচ্ছে হাওড়া-কলকাতা স্টেশন, সাজবে বিমানবন্দরের ধাঁচে

সুব্রত বিশ্বাস: খোলনলচে বদলাতে চলেছে হাওড়া স্টেশনের (Howrah Station)। সঙ্গে কলকাতা স্টেশনেও হবে রিডেভলপমেন্ট। তবে প্রথম পর্যায়ের এই উন্নয়নের নিরিখে Read more

ব্যর্থ ইসরোর ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ মিশন, ব্যবহারযোগ্যতা হারাল স্যাটেলাইট
ব্যর্থ ইসরোর ক্ষুদ্রতম রকেট উৎক্ষেপণ মিশন, ব্যবহারযোগ্যতা হারাল স্যাটেলাইট

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎক্ষেপণ সফল হল না ইসরোর। নির্দিষ্ট কক্ষপথে পৌঁছতে না পারায় ব্যবহারযোগ্য থাকল না পড়ুয়াদের তৈরি বিশেষ Read more