ছুটছে অশ্বমেধের ঘোড়া, কেরল ব্লাস্টার্সকে হারিয়ে ডুরান্ডের সেমিফাইনালে মহামেডান

মহামেডান স্পোর্টিং–৩ কেরল ব্লাস্টার্স–০
(শেখ ফৈয়াজ, অ্যাবিওলা-২ )
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে পৌঁছল মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club)। শুক্রবার সাদা-কালো ব্রিগেড ৩-০ গোলে কেরল ব্লাস্টার্সকে (Kerala Blasters) মাটি ধরায়। আর প্রাধান্য রেখে এই ম্যাচ জিতে শেষ চারের ছাড়পত্র জোগার করে নিলেন মার্কাস জোসেফরা। কলকাতার অপর দুই প্রধান ইস্ট-মোহন অনেক আগেই ছিটকে গিয়েছে টুর্নামেন্ট থেকে। সেখানে মহামেডান স্পোর্টিং কলকাতা ফুটবলের পতাকা বহন করছে। দিনান্তে সাদা-কালো শিবির এগলো আরও এক ধাপ। 
মহামেডান স্পোর্টিংয়ের অধিনায়ক মার্কাস জোসেফ ম্যাচের আগে বলেছিলেন, তাঁর লক্ষ্য তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছনো। সেটাই হল। ত্রিনিদাদ টোব্যাগোর জাদুকর গোল করালেন। তাঁর খেলা নজর কাড়ল। নিজে অবশ্য গোল করেননি। কিন্তু অ্যাবিওলা এলেন, দেখলেন এবং জয় করে নিলেন। দু’টি গোল করলেন মহামেডানের নাইজেরীয় ফুটবলার। 
প্রথমার্ধে শেখ ফৈয়াজ এগিয়ে দেন সাদা-কালো ব্রিগেডকে। বাঁ দিক থেকে গড়ানে সেন্টার করেছিলেন মার্কাস জোসেফই। ওই মাটি ঘেঁষা সেন্টার থেকেই গোলটি করেন শেখ ফৈয়াজ। তার পরেও গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিল সাদা-কালো ব্রিগেড। মার্কাসের গড়ানে সেন্টারে অবশ্য সেই যাত্রায় পা ছোঁয়াতে পারেননি শেখ ফৈয়াজ। গোল হয়ে গেলে বিরতির আগেই ২-০ গোলে এগিয়ে যেত মহামেডান স্পোর্টিং।
দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি পায় আন্দ্রে চেরনিশভের ছেলেরা। গোলের আক্রমণ শুরু হয়েছিল সেই মার্কাসের পা থেকেই। কেরল ব্লাস্টার্সের পেনাল্টি বক্সের ভিতরে অ্যাবিওলা বল পান। গোলমুখ ছোট করে বেরিয়ে আসেন কেরল ব্লাস্টার্সের গোলকিপার। অ্যাবিওলা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কেরল গোলকিপারকে কাটিয়ে ২-০ করেন।
সাদা-কালো ব্রিগেডের হয়ে তৃতীয় গোলটি সেই অ্যাবিওলারই। বাঁ দিক থেকে অভিষেক আম্বেকরের ক্রস থেকে হেডে ৩-০ করেন নাইজেরীয় ফুটবলার। ডুরান্ড কাপের শুরু থেকেই মহামেডান স্পোর্টিং ছন্দে রয়েছে। কোয়ার্টার ফাইনালেও মার্কাস জোসেফ, শেখ ফৈয়াজরা বেশ ছন্দময় ফুটবল খেললেন। তাঁদের খেলা নজর কাড়ল। সমর্থকদের মুখে ফুটবল হাজার ওয়াটের আলো। 

Source: Sangbad Pratidin

Related News
কাশ্মীরে সেনার ট্রাকে হামলা: নাশকতা চালায় সীমান্ত ডিঙিয়ে আসা পাক জঙ্গিরা, আটক আরও ৪
কাশ্মীরে সেনার ট্রাকে হামলা: নাশকতা চালায় সীমান্ত ডিঙিয়ে আসা পাক জঙ্গিরা, আটক আরও ৪

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের (J&K) পুঞ্চে গত বৃহস্পতিবার জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে পাঁচ জওয়ানের। গুলি ছুঁড়ে হত্যার Read more

পজিটিভিটি রেট কমাতে প্রয়োজন ডায়মন্ড হারবার মডেল, ফের অভিষেকের প্রশংসায় ডা. কুণাল সরকার
পজিটিভিটি রেট কমাতে প্রয়োজন ডায়মন্ড হারবার মডেল, ফের অভিষেকের প্রশংসায় ডা. কুণাল সরকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের প্রশংসায় বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার (Dr Kunal Sarkar)। তাঁর বক্তব্য, Read more

চিনে পাসের হার মাত্র ১৬ শতাংশ! MBBS পড়ুয়াদের সতর্ক করে বিবৃতি বেজিংয়ের ভারতীয় দূতাবাসের
চিনে পাসের হার মাত্র ১৬ শতাংশ! MBBS পড়ুয়াদের সতর্ক করে বিবৃতি বেজিংয়ের ভারতীয় দূতাবাসের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় দু’বছর পরে কোভিডের প্রকোপ কাটিয়ে পড়ুয়াদের ভিসা (Student Visa) দিয়েছে চিন (China)। কিন্তু সেদেশে পড়তে Read more

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, সপ্তাহান্তে শিকাগোয় মৃত অন্তত পাঁচ
ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, সপ্তাহান্তে শিকাগোয় মৃত অন্তত পাঁচ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই প্রশ্নের মুখে পড়ছে মার্কিন নাগরিকদের নিরাপত্তা। পরপর বন্দুকবাজদের হানায় বিপর্যস্ত আমেরিকা (USA)। এহেন পরিস্থিতিতে শনিবার Read more

চায়ের ঠেকে নচিকেতা! সুরের টানে জমা হচ্ছেন বহু মানুষ, কোথায় জানেন?
চায়ের ঠেকে নচিকেতা! সুরের টানে জমা হচ্ছেন বহু মানুষ, কোথায় জানেন?

টিটুন মল্লিক, বাঁকুড়া: চা (Tea) ছাড়া বাঙালির আড্ডা অসম্পূর্ণ। আর চায়ের সঙ্গে টা জুটে গেলে তো কথাই নেই। সন্ধেবেলা গরম Read more

‘যৌনসুখ তো পেতেই হবে!’, মহিলাদের যৌনতা নিয়ে খুল্লমখুল্লা মন্তব্য কাজলের
‘যৌনসুখ তো পেতেই হবে!’, মহিলাদের যৌনতা নিয়ে খুল্লমখুল্লা মন্তব্য কাজলের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই শোরগোল ফেলে দিয়েছে নেটফ্লিক্সের নতুন ওয়েব সিরিজ লাস্ট স্টোরিস টু। যৌনতা Read more