গণধর্ষণের প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির, পালটা লাঠিচার্জ পুলিশের, টিটাগড়ে তুলকালাম

অর্ণব দাস, বারাসত: টিটাগড়ে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। গোপন জবানবন্দি দিতে গিয়ে ‘নিখোঁজ’ নির্যাতিতা, তাঁর বাবা ও মা। তাঁদের খোঁজ না পেয়ে দুশ্চিন্তায় পরিবারের লোকজন। প্রতিবাদে পথে বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। টিটাগড় থানা ঘেরাও করে বিক্ষোভও দেখান তাঁরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। দোষীরা অবশ্যই শাস্তি পাবে, জানান স্থানীয় পুরপ্রধান কমলেশ সাউ।
ঠিক কী হয়েছিল? গত ৭ সেপ্টেম্বর টিটাগড়ে বছর উনিশের তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। টিটাগড় থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতিতা। বৃহস্পতিবার সকালে বারাকপুর আদালতে গোপন জবানবন্দি দিতে বাড়ি থেকে বেরয় ওই নির্যাতিতা এবং তাঁর বাবা-মা। নির্যাতিতার দিদার দাবি, ওই তিনজনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশকে জানানোর পরেও কোনও প্রশাসনিক সহায়তা পাওয়া যায়নি বলেও অভিযোগ।
[আরও পড়ুন: ৪১ হাজারি টি-শার্ট পরে ‘ভারত জোড়ো যাত্রা’য় হাঁটছেন রাহুল! কটাক্ষ বিজেপির]
বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি মহিলা মোর্চার সদস্যরা এদিন সকালে নির্যাতিতার বাড়িতে যান। এরপর টিটাগড় থানার সামনে যান বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। তবে প্রতিনিধি দলের সদস্যদের থানায় ঢুকতে বাধা দেওয়া হয়। প্রতিবাদে থানা ঘেরাও করেন তাঁরা। টিটাগড় থানার সামনে বিটি রোডও অবরোধ করা হয়। প্রথমে অবরোধ প্রত্যাহার করার কথা বলে পুলিশ। তবে তাতে রাজি হয়নি আন্দোলনকারীরা। পরিস্থিতি উত্তাল হতে শুরু করে। তৈরি হয় ব্যাপক যানজট। পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ।
বিজেপির দাবি, তৃণমূলের অঙ্গুলিহেলনে পুলিশ তাদের মারধর করেছে। গেরুয়া শিবিরের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে টিটাগড় পুরসভার পুরপ্রধান তথা তৃণমূল নেতা কমলেশ সাউয়ের দাবি, বিজেপি স্রেফ প্রচারের লোভে পথে নেমেছে। তিনি আরও বলেন, “পুলিশ প্রশাসনকে বলেছি যারা দোষী তাদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। অপরাধীর কোনরকম দল হয় না। অপরাধী অপরাধীই হয়। বিজেপি অযথা এই ঘটনাকে নিয়ে রাজনীতির রং লাগানোর চেষ্টা করছে।” মেয়েটির পরিবারের নিরুদ্দেশ হয়ে যাওয়ার প্রসঙ্গে টিটাগড় পুরসভার চেয়ারম্যান বলেন, “মেয়েটির পরিবার টিটাগড়েই অন্য কোনও আত্মীয়ের বাড়িতে রয়েছে।”
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো’ চলাকালীনই ভোটপ্রচারে যাবেন রাহুল! সাময়িকভাবে স্থগিত থাকবে যাত্রা]

Source: Sangbad Pratidin

Related News
করল লড়ল জিতল রে…, ফর্মে ফিরলেন রাসেল, প্লে অফের আশা জিইয়ে রাখল KKR
করল লড়ল জিতল রে…, ফর্মে ফিরলেন রাসেল, প্লে অফের আশা জিইয়ে রাখল KKR

পাঞ্জাব কিংস: ১৭৯/৭ (ধাওয়ান-৫৭, বরুণ-২৬/৩) কলকাতা নাইট রাইডার্স: ১৮২/৫ (রাসেল-৪২) ৫উইকেটে জয়ী কলকাতা নাইট রাইডার্স সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডু Read more

এশিয়াতে এই প্রথম, গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল থাইল্যান্ড
এশিয়াতে এই প্রথম, গাঁজা চাষকে বৈধ ঘোষণা করল থাইল্যান্ড

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাঁজা (Cannabis) যেমন নেশার দ্রব্য, তেমনই তার রয়েছে একাধিক ঔষধি গুণ। সেই কথা মাথায় রেখেই এবার Read more

পুজোর পরেই কলকাতায় ক্রিকেট উৎসব, বিশ্বকাপে কী পেল ইডেন?
পুজোর পরেই কলকাতায় ক্রিকেট উৎসব, বিশ্বকাপে কী পেল ইডেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর পরেই ক্রিকেট জ্বরে কাঁপবে কলকাতা। আগামী বিশ্বকাপে পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেল ইডেন গার্ডেন্স (Eden Read more

হ্যাক হল জয়তী চক্রবর্তীর ফেসবুক পেজ, নেপথ্যে কি বঙ্গ সম্মেলনে হেনস্তার প্রতিবাদ?
হ্যাক হল জয়তী চক্রবর্তীর ফেসবুক পেজ, নেপথ্যে কি বঙ্গ সম্মেলনে হেনস্তার প্রতিবাদ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের বঙ্গ সম্মেলন অর্থাৎ নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স ২০২৩-এর আসর বসেছে আমেরিকার নিউ জার্সির অ্যাটলান্টিক সিটিতে Read more

অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় ভরতি SSKM-এ, ইডির হেফাজতে থাকাকালীন চলবে চিকিৎসা
অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় ভরতি SSKM-এ, ইডির হেফাজতে থাকাকালীন চলবে চিকিৎসা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হৃদযন্ত্রের সমস্যা, রয়েছে থাইরয়েড, সুগারও। একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে অবশেষে এসএসকেএমের (SSKM) কার্ডিওলজি বিভাগের ICCU-তে ভরতি Read more

ফের বিতর্কে লভলিনা, মাঝপথেই কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন
ফের বিতর্কে লভলিনা, মাঝপথেই কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিতর্কে অলিম্পিকের পদকজয়ী লভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)। বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগে থেকেই তাঁকে Read more