টিম ফিরলেই রিভিউ বৈঠকে বসবে বোর্ড, অস্ট্রেলিয়া সিরিজে ফিরতে চলেছেন বুমরা

আলাপন সাহা: গত বছর আমিরশাহিতেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়। এবার আবার এশিয়া কাপেও (Asia Cup) চমক ব‌্যর্থতা। সোশ‌্যাল মিডিয়া জুড়ে তীব্র হাহাকার চলছে। প্রাক্তন ক্রিকেটাররা রীতিমতো ক্ষোভ উগড়ে দিচ্ছেন। ভারতীয় টিম ম‌্যানেজমেন্টের দল নির্বাচন থেকে শুরু করে স্ট্র্যাটেজি, সবকিছুই প্রশ্নের মুখে পড়েছে। ভারতীয় বোর্ড কর্তারাও ভীষণরকম হতাশ। দেড় মাস পরেই আবার অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ। বলাবলি চলছে, এশিয়া কাপেই যদি টিমের এরকম পারফরম‌্যান্স হয়, তাহলে বিশ্বকাপে কী হবে!
বিসিসিআইয়ের অন্দরমহলে খবর নিয়ে যা জানা গেল, তাতে রিভিউ মিটিং ডাকা হচ্ছে। সেখানে কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) আর অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) থাকবেন। তাঁদের থেকে জানতে চাওয়া হবে, কেন এরকম ব‌্যর্থতা। বোর্ডির এক কর্তা এদিন সংবাদ প্রতিদিন-কে বলছিলেন, ‘‘অবশ‌্যই রিভিউ মিটিং হবে। কেন বারবার এরকম ব‌্যর্থতা হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করা হবে। তাছাড়া যে কোনও বড় ইভেন্টের আগেই টিম নিয়ে একটা বৈঠক হয়। এবারও সেটা হবে।
[আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে নেপালের ক্রিকেট অধিনায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, ‘নির্দোষ’ বলে দাবি অভিযুক্তের]

বেশিরভাগ টিমগুলো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দিলেও ভারতীয় দল করেনি। আইসিসির তরফ থেকে ১৫ সেপ্টেম্বর স্কোয়াড ঘোষণার ডেডলাইন দেওয়া হয়েছে। যা খবর, তাতে এই সপ্তাহের শেষ দিকে কিংবা আগামী সপ্তাহের শুরুতেই দল ঘোষণা হয়ে যেতে পারে। বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম‌্যাচে খেলবেন রোহিতরা। শুক্রবার ক্রিকেটাররা দেশে ফিরে আসবেন। ওই কর্তা বলছিলেন, ‘‘টিম দেশে ফেরার পরই বিশ্বকাপের স্কোয়াড নিয়ে আলোচনায় বসা হবে। কয়েক দিনের মধ‌্যেই স্কোয়াড ঘোষণা হয়ে যাবে।’’
বোর্ডের অন্দরহমহলের যা খবর, তাতে বিশ্বকাপের দলে বেশ কিছু বদল হতে চলেছে। যেমন মহম্মদ শামি খুব সম্ভবত টিম ফিরতে পারেন। এশিয়া কাপের টিমে ভারতের অন‌্যতম সেরা পেসারকে না দেখে অনেকেই রীতিমতো বিস্মিত হয়ে যান। তাছাড়া এবার অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ। পেসারদের ভূমিকাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেখানে শামির মতো অভিজ্ঞতা পেসারকে দরকার বলেই বোর্ডের অনেকেই মনে করছেন। জসপ্রীত বুমরাও (Jasprit Bumrah) চোট সারিয়ে প্রায় ফিট হওয়ার পথে। এনসিএতে রিহ‌্যাব পর্ব শেষ করে বোলিংও শুরু করে দিয়েছেন বুমরা। আর দিন কয়েকের মধ‌্যেই তিনি পুরো ফিট হয়ে যাবেন বলেই আশা করা হচ্ছে।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটো টি-টোয়েন্টি সিরিজ খেলবেন রোহিতরা। যা খবর, তাতে বুমরা ওই সিরিজেই ফিরতে চলেছেন। সেক্ষেত্রে বিশ্বকাপের আগে প্রস্তুতির সময়ও পেয়ে যাবেন। আর এক পেসার হর্ষল প‌্যাটেলও প্রায় ফিট হয়ে গিয়েছেন। বুমরার মতো তিনিও বোলিং শুরু করে দিয়েছেন। যা শোনা যাচ্ছে, তাতে পাঁচ থেকে ছয় জন পেসার রাখা হতে পারে স্কোয়াডে। উমরান মালিক নিয়েও চর্চা হবে টিম বৈঠকে অনেকেই মনে করছেন উমরানের গতি অস্ট্রেলিয়ার মাটিতে এক্স ফ‌্যাক্টর হতে পারে। তবে জম্মু-কাশ্মীরের এই তরুণ পেসার স্কোয়াডে থাকবেন কি না, সেটা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না। তবে তাঁকে ব‌্যাক আপ হিসাবে রাখা হতে পারে। 
 
[আরও পড়ুন: ‘হাফসেঞ্চুরি করলেও আমাকে ব্যর্থ বলা হয়েছে’, শতরান হাঁকিয়ে তোপ বিরাটের]

 

Source: Sangbad Pratidin

Related News
সলমন নয়, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র নায়ক হওয়ার কথা ছিল প্রসেনজিতের!
সলমন নয়, ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র নায়ক হওয়ার কথা ছিল প্রসেনজিতের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেমন হতো যদি সলমন খানের (Salman Khan) বদলে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) Read more

প্রেসিডেন্সি জেলে পার্থর সেলেই কেটেছে দীর্ঘদিন, কেমন ছিল অভিজ্ঞতা? জানালেন নাইজেল
প্রেসিডেন্সি জেলে পার্থর সেলেই কেটেছে দীর্ঘদিন, কেমন ছিল অভিজ্ঞতা? জানালেন নাইজেল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির নরম গদি অতীত, এখন জেলের শক্ত চৌকিতেই বসতে হয় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। এককালের দাপুটে Read more

কলকাতার পর নিউটাউন, ফের ট্রাফিক জরিমানা প্রত্যাহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, টুইটে জানালেন কুণাল
কলকাতার পর নিউটাউন, ফের ট্রাফিক জরিমানা প্রত্যাহারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, টুইটে জানালেন কুণাল

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায় ও দিশা ইসলাম: নিউটাউনের (New Town) নো পার্কিং এলাকাতে গাড়ি রাখলেই গুনতে হত কড়কড়ে ৫০০ টাকা। যা নিয়ে Read more

Sri Lanka: তীব্র জনরোষ উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে
Sri Lanka: তীব্র জনরোষ উড়িয়ে দিয়ে শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডামাডোলের মধ্যেই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট (Sri Lanka President) নির্বাচিত হলেন রনিল বিক্রমাসিংঘে। পূর্ববর্তী রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে Read more

সিজার নয়, স্বাভাবিক প্রসবেই জোর, ‘বিপজ্জনক’ প্রবণতা বন্ধ করতে তৎপর স্বাস্থ্যভবন
সিজার নয়, স্বাভাবিক প্রসবেই জোর, ‘বিপজ্জনক’ প্রবণতা বন্ধ করতে তৎপর স্বাস্থ্যভবন

ক্ষীরোদ ভট্টাচার্য: স্বাভাবিক প্রসব সম্ভব হলেও অধিকাংশ বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম সিজার করে শিশুর জন্মে (Baby birth) উৎসাহ দেখায়। এমন Read more

৫৪৬ রান! টেস্টে শতাব্দীর সবচেয়ে বড় জয় বাংলাদেশের, ইতিহাসে লিটনরা
৫৪৬ রান! টেস্টে শতাব্দীর সবচেয়ে বড় জয় বাংলাদেশের, ইতিহাসে লিটনরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে ফেলল বাংলাদেশ (Bangladesh)! দুর্বল আফগানিস্তানকে ৫৪৬ রানের ব্যবধানে টেস্ট হারিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়ে Read more