‘পুলিশ সক্রিয় হলে প্রাণ যেত না’, বাগুইআটিতে মৃত স্কুল ছাত্রের বাড়ি থেকে ক্ষোভ প্রকাশ অধীরের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগুইআটিতে মৃত স্কুল ছাত্র অতনু দে’র বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। শুক্রবার বেলা সাড়ে এগারোটা নাগাদ মৃত ছাত্রের বাড়িতে যান তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে। একরাশ ক্ষোভ উগরে দেন পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে।
গত মঙ্গলবার থেকে বাগুইআটির ২ স্কুল ছাত্র খুনের ঘটনায় উত্তাল বাগুইআটি। বৃহস্পতিবার সন্ধেয় বাগুইআটির (Baguiati) জগৎপুরে অতনু দে’র বাড়িতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম, অদিতি মুন্সি, সৌগত রায়, সুজিত বসুরা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। তারপরের দিন অর্থাৎ শুক্রবার সকালে অতনু দে’র বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। পরিবারের সঙ্গে কথা বলে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, “অত্যন্ত দুঃখজনক ঘটনা। এর কোনও সান্ত্বনা হয় না।”
[আরও পড়ুন: বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বজনীন করতেই পুজো অনুদান, হাই কোর্টে জানাল রাজ্য]
সেই সময়ই পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে একরাশ উষ্মা প্রকাশ করেন অধীর। বলেন, “সরকারের পুলিশের উপর কোনও নিয়ন্ত্রণ নেই। পুলিশ যদি সক্রিয় হত তাহলে হয়তো এই দুটো ছেলেকে প্রাণও হারাতে হত না। এখন সাসপেন্ড করে কোনও লাভ নেই। এসব মরার উপর আতর ছড়ানো। পুরোটাই চোখে ধুলো দেওয়ার চেষ্টা।” সবমিলিয়ে বাগুইআটি কাণ্ডের দায় সরকারের উপরই চাপিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত ২২ আগষ্ট। ওই দিনই পিসতুতো ভাই অভিষেক নস্করকে সঙ্গে নিয়ে প্রতিবেশী জামাইবাবু সত্যেন্দ্রর সঙ্গে বেরিয়েছিল অতনু দে। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও বাড়ি ফেরেনি দুই কিশোর। স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। কিন্তু লাভ হয়নি। এরপরই ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ যায় অতনুর বাবার কাছে। ২৪ তারিখ পুলিশের দ্বারস্থ হন অতনুর বাবা। ১৪ দিন পর অর্থাৎ ৬ সেপ্টেম্বর উদ্ধার হয় ২ কিশোরের দেহ। তারপরই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বাগুইআটি থানার ওসিকে ক্লোজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। শুক্রবারই গ্রেপ্তার হয়েছে মূল অভিযুক্ত।
[আরও পড়ুন: বাগুইআটি জোড়া খুন: ২ সপ্তাহ লুকিয়েও শেষ রক্ষা হল না, হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত সত্যেন্দ্র]

Source: Sangbad Pratidin

Related News
দিল্লির প্রগতি ময়দান টানেলে দুর্ঘটনা, নেটওয়ার্কের সমস্যায় পুলিশে খবর দিতে দেরি, মৃত্যু যুবকের
দিল্লির প্রগতি ময়দান টানেলে দুর্ঘটনা, নেটওয়ার্কের সমস্যায় পুলিশে খবর দিতে দেরি, মৃত্যু যুবকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটওয়ার্কের গোলমালে দ্রুত খবর পৌঁছায়নি পুলিশে। সঠিক সময়ে চিকিৎসার অভাবে মৃত্যু হল দুর্ঘটনাগ্রস্ত (Accident) যুবকের। দিল্লির Read more

রসিকা জৈন রহস্যমৃত্যুতেও তদন্তভার দময়ন্তী সেনের কাঁধে, গঠিত ৭ সদস্যের টিম
রসিকা জৈন রহস্যমৃত্যুতেও তদন্তভার দময়ন্তী সেনের কাঁধে, গঠিত ৭ সদস্যের টিম

গোবিন্দ রায়: আলিপুরে ব্যবসায়ী পরিবারের বধূ রসিকা জৈনের রহস্যমৃত্যুর তদন্তভার পেলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন (Damayanti Sen)। তাঁর নেতৃত্বে ৭ Read more

‘ঘরের ছেলে’ মোদির জন্মদিনে বিনামূল্যে অটো পরিষেবা সুরাতে! অভিনব উদযাপন চালকদের
‘ঘরের ছেলে’ মোদির জন্মদিনে বিনামূল্যে অটো পরিষেবা সুরাতে! অভিনব উদযাপন চালকদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঘরের ছেলে’ তিনি। প্রথমবার বিধায়ক হয়েই গুজরাটের (Gujarat) মুখ্যমন্ত্রী হন। তিনিই আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Read more

WB Panchayat Election 2023: প্যারা টিচার এবং মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে ব্যবহার নয়, নির্দেশ কমিশনের
WB Panchayat Election 2023: প্যারা টিচার এবং মেডিক্যাল অফিসারদের ভোটের কাজে ব্যবহার নয়, নির্দেশ কমিশনের

নব্যেন্দু হাজরা: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) ব্যবহার করা হবে না প্যারা টিচার এবং মেডিক্যাল অফিসারদের। জানিয়ে দিল Read more

রাজস্থানে দ্বাদশের ছাত্রীকে গণধর্ষণ করে খুন ৩ সহপাঠীর! দুর্ঘটনা বলে চালানোর অভিযোগ
রাজস্থানে দ্বাদশের ছাত্রীকে গণধর্ষণ করে খুন ৩ সহপাঠীর! দুর্ঘটনা বলে চালানোর অভিযোগ

সংবাদ প্রিতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানে (Rjasthan) দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠল তাঁরই ৩ সহপাঠীর বিরুদ্ধে। দুর্ঘটনার Read more

কোহলির উদাহরণ তুলে সতীর্থদের পরামর্শ ধোনির, ভাইরাল ভিডিও
কোহলির উদাহরণ তুলে সতীর্থদের পরামর্শ ধোনির, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) ও মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সম্পর্কের কথা জানে গোটা ভারত। কোহলি Read more