সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক স্বস্তির পর ফের চিন্তা বাড়াল দেশের কোভিড (COVID-19) গ্রাফ। চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ। শুক্রবারও স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজারের বেশি। সামান্য কমেছে অ্যাকটিভ কেস। তবে তেমন স্বস্তিদায়ক কিছু নয়। আর উৎসবের মরশুমের আগে ফের করোনার বাড়াবাড়ন্ত উদ্বেগ বাড়িয়েছে নিঃসন্দেহে।
India reports 6,093 new COVID19 cases today, active cases at 49,636 pic.twitter.com/533uuP9Dx0
— ANI (@ANI) September 9, 2022
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin