Anubrata Mandal: ‘দিদি পাশে আছে, এটাই যথেষ্ট’, মমতার সমর্থন পেয়ে আত্মবিশ্বাসী অনুব্রত

শেখর চন্দ, আসানসোল: অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেপ্তারের পর একাধিকবার তাঁর সমর্থনে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন, ‘কেন গ্রেপ্তার করা হল কেষ্টকে?’ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান থেকেও অনুব্রতর হয়ে কথা বলেন দলনেত্রী। যা এক ধাক্কায় কয়েকগুণ মনোবল বাড়িয়ে দিল গরুপাচার মামলায় ধৃত কেষ্টর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন পেয়ে তিনি বললেন, “দিদি পাশে আছে, এটাই যথেষ্ট।”
২০১০ সালের মঙ্গলকোটের অশান্তি মামলায় দিন কয়েক আগে বিধাননগরের এমপি-এমএলএ আদালতে হাজিরা দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। আজ অর্থাৎ শুক্রবারও ওই মামলার শুনানি রয়েছে। সেই কারণে সকাল সাড়ে ছটা নাগাদ আসানসোল সংশোধনাগার থেকে অনুব্রতকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা হন সিবিআই আধিকারিকরা। সেই সময়ই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা প্রসঙ্গে বলেন, “দিদি পাশে আছেন, এটাই যথেষ্ট। কেউ সারাজীবন জেলে থাকে না। একদিন না একদিন ঠিকই ছাড়া পাব।” দলনেত্রীর বার্তা অনুব্রতকে যে বাড়তি অক্সিজেন দিচ্ছে তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: NEET’তে বাংলার মেয়ের জয়জয়কার, মহিষাদলের দেবাঙ্কিতার সাফল্যে উচ্ছ্বসিত পরিবার]
প্রসঙ্গত, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের অনুষ্ঠান মঞ্চ থেকে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির কথা উল্লেখ করে মমতা বলেন, “কেষ্ট বেচারা অসুস্থ। বগটুইয়ে একবার ধাক্কা খেয়েছিল। জেলে বন্দি করে কী ভাবছেন পার্লামেন্টের দু’টি সিট পাবেন? প্রতি ভোটে কেষ্টকে নজরবন্দি করে দেয়।” এরপরই বীরভূমের ব্লক সভাপতিদের উদ্দেশ্যে তাঁর বার্তা, “কেষ্ট না ফেরা পর্যন্ত ৩ গুণ লড়াই হবে। বীরভূমের লাল মাটি হারতে শেখেনি। কেষ্টকে বীরের সম্মানে ফিরিয়ে আনবেন।”
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই গরুপাচার মামলায় নাম জড়িয়েছিল অনুব্রত মণ্ডলের। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে সিবিআই। বেশ কিছুদিন তাঁদের হেফাজতে ছিলেন কেষ্ট। পরে ২৪ আগষ্ট থেকে তিনি আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন। গত বুধবার অনুব্রত মণ্ডলের আসানসোল বিশেষ সিবিআই আদালতে হাজিরা ছিল। ঐদিন আরও ১৪ দিনের জেল হেফাজত হয় তাঁর। মূলত বিপুল সম্পত্তির হদিশ এবং প্রভাবশালী তত্ত্বেই তার জামিন নাকচ হয়ে যায় ওই দিন।
[আরও পড়ুন: ভাটপাড়ার পরিচারিকা বৃদ্ধার অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন! হতবাক পরিবার ও পড়শিরা]

Source: Sangbad Pratidin

Related News
যে কোনও বয়সে হতে পারে স্ট্রোক, কীভাবে বুঝবেন এর লক্ষণ?
যে কোনও বয়সে হতে পারে স্ট্রোক, কীভাবে বুঝবেন এর লক্ষণ?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছোটার চেষ্টা করে চলেছে মানুষ। বাস্তবের এই ইঁদুর দৌড়ে শরীর খেয়াল আর Read more

WB Weather Update: কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস
WB Weather Update: কালীপুজোয় কেমন থাকবে আবহাওয়া? জানাল হাওয়া অফিস

নিরুফা খাতুন: বেশ কিছুদিন আগেই বদলাতে শুরু করেছে আবহাওয়া। সকালে ও রাতে অনুভূত হচ্ছে শিরশিরানি। কালীপুজোতেও বজায় থাকবে শীতের আমেজ, Read more

‘ওই দেখো হাতি হাঁটছে!’ ফ্যাশন শোয়ে বিপাশাকে দেখে কটাক্ষ নেটিজেনদের
‘ওই দেখো হাতি হাঁটছে!’ ফ্যাশন শোয়ে বিপাশাকে দেখে কটাক্ষ নেটিজেনদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিন পর ফ্যাশন শোয়ে দেখা মিলল বলিউড অভিনেত্রী বিপাশা বসুকে। যে বিপাশা এক সময় ফ্যাশন শোয়ে Read more

এবার ইউরোপে সাইবার হানা রাশিয়ার, একাধিক দেশে থমকে গেল ইন্টারনেট পরিষেবা
এবার ইউরোপে সাইবার হানা রাশিয়ার, একাধিক দেশে থমকে গেল ইন্টারনেট পরিষেবা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকাই ইন্টারনেট পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ইউরোপের (Europe) বিস্তীর্ণ এলাকা। যুদ্ধের আবহে শনিবার জার্মানি, ফ্রান্স, Read more

খাস কলকাতায় মূক ও বধির তরুণীকে ট্যাক্সিতে তুলে ধর্ষণ! গ্রেপ্তার চালক
খাস কলকাতায় মূক ও বধির তরুণীকে ট্যাক্সিতে তুলে ধর্ষণ! গ্রেপ্তার চালক

অর্ণব আইচ: ট্যাক্সিতে তুলে মূক ও বধির তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চালক। ধৃতের নাম কামরে আলম। বাইপাসের পঞ্চান্নগ্রাম এলাকার বাসিন্দা। Read more

ভূগর্ভস্থ জলের বেহিসাবি ব্যবহারে নামছে জলস্তর, বিপজ্জনক পরিস্থিতি কলকাতার
ভূগর্ভস্থ জলের বেহিসাবি ব্যবহারে নামছে জলস্তর, বিপজ্জনক পরিস্থিতি কলকাতার

স্টাফ রিপোর্টার: ভূগর্ভস্থ জলের বেহিসাবি ব্যবহার। নামছে জলস্তর। বাড়ছে আর্সেনিকের প্রকোপ। ভূগর্ভস্থ জল রিচার্জের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিপজ্জনক অবস্থায় রয়েছে Read more