কোহলি একা ১২২, টিম আফগানিস্তান ১১১, বড় জয় দিয়ে এশিয়া কাপ শেষ করল ভারত

ভারত: ২১২/২ (কোহলি-১২২*, রাহুল ৬২, ফরিদ-৫৭/২)
আফগানিস্তান: ১১১/৮ (জারদান-৬৪*, ভুবনেশ্বর-৪/৫)
১০১ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুরেণ সমাপয়েৎ বোধহয় একেই বলে। ১০২০ দিন পরে সেঞ্চুরি পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর দিকে ধেয়ে আসা সমালোচনার ঝড় উড়িয়ে দিলেন মরুশহরে। তাঁর গাণ্ডীবে লেখা হল নতুন রূপকথা। ভারত এশিয়া কাপ (Asia Cup) শেষ করল বড় জয় দিয়ে। ১০১ রানে আফগানিস্তানকে হারাল টিম ইন্ডিয়া। কোহলির সেঞ্চুরি, আফগানিস্তানের বিরুদ্ধে এই বিশাল জয় কিছুটা হলেও এশিয়া কাপে ভারতের ব্যর্থতার ক্ষতে প্রলেপ দিল। 
মরুশহরে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছনোর আগে কোহলির ব্যাটে সেঞ্চুরি এসেছিল সেই ইডেন গার্ডেন্সে। গোলাপি বলে ব্যাট করা কঠিন ছিল। কোহলি কিন্তু সেই টেস্টে অবাধ্য পিঙ্ক বলকে পোষ মানিয়ে ছিলেন। ভরা ইডেন গার্ডেন্সে সেই সেঞ্চুরির পরে তাঁর ব্যাট বোবা থেকে গিয়েছিল। একের পর এক ম্যাচে রান পাননি কোহলি, শতরান আসেনি, তাঁর ভক্তদের রাতের ঘুম গিয়েছে। নেতৃত্ব থেকে সরে গিয়েছেন। রানে ফেরার জন্য মরিয়া বিরাট বিশ্রাম পর্যন্ত নেন। কিন্তু তাতেও ঠিকঠাক হচ্ছিল না। এশিয়া কাপে তিনি ফিরলেন রাজকীয় ভঙ্গিতে। আফগানিস্তানের বিরুদ্ধে কোহলি হাজার ওয়াটের আলো জ্বাললেন। ৬১ বলে ১২২ রান করে অপরাজিত থেকে যান। তাঁর সঙ্গে সঙ্গে লোকেশ রাহুলও রানে ফেরেন। এদিন রোহিত শর্মা বিশ্রাম নেওয়ায় দলকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। একাধিক পরিবর্তন আনা হয় দলে।  
[আরও পড়ুন: তিন বছর পর এল শতরান, আফগানদের উড়িয়ে মরুশহরে কোহলির রূপকথা]
ভারত (India) ও আফগানিস্তান (Afghanistan) দুই দলেরই এশিয়া কাপ শেষ হয়ে গিয়েছিল আগেই। এদিনের ভারত-আফগানিস্তান ম্যাচ ছিল নিয়মরক্ষার। সেই অর্থে চাপ ছিল না কোনও দলের উপরেই। সেই ম্যাচেই কোহলি জ্বলে উঠলেন। শুরু থেকেই ইঙ্গিত দিচ্ছিলেন দিনটা তাঁর হতে চলেছে। মাত্র ৬১ বলের ইনিংসে কোহলি হাঁকিয়েছেন ১২টি বাউন্ডারি ও ৬টি ছক্কা। অন্যদিকে লোকেশ রাহুল ৪১ বলে ৬২ রান করেন। ৬টি চার ও ২টি ছক্কা মারেন লোকেশ রাহুল। তিনি আউট হয়ে গেলেও কোহলির ব্যাট কিন্তু থেমে থাকেনি। সূর্যকুমার যাদব ব্যর্থ হন। ঋষভ পন্থ অপরাজিত থেকে যান ২০ রানে। কিন্তু আজ তো কোহলির দিন। তাঁর শো সুপারহিট। ফরিদকে চার ও ছক্কা হাঁকিয়ে ৯০ থেকে ১০০-য় পৌঁছন  কিং কোহলি। শেষপর্যন্ত ১২২ রানে অপরাজিত থেকে যান তিনি। ভারত করে ২ উইকেটে ২১২ রান। 
ভারতের পাহাড়প্রমাণ রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে আফগানিস্তান। যে ভুবনেশ্বর কুমার সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের মোক্ষম সময়ে রান দিয়ে ভারতকে বিপন্ন করেন, এদিন তাঁর আগুনে বোলিং সামলাতে পারেননি আফগান ব্যাটাররা। তাঁরা এসেছেন আর গিয়েছেন। পাঁচ-পাঁচটি উইকেট দখল করেন ভুবি। কিছুটা হলেও নিজের নামের প্রতি সুবিচার করলেন এই ভারতীয় পেসার। আফগানিস্তানকে নিয়ে ভারত ছেলেখেলা করলেও টি-টোয়েন্টি ফরম্যাটে রশিদ খানরা মোটেও দুর্বল নয়। যে কোনও কঠিন প্রতিপক্ষকে চাপে ফেলে দিতে পারে তারা। কিন্তু এদিন ভারতের রান তাড়া করতে নেমে আফগানিস্তানের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ২০ ওভারে আফগানরা করে ৮ উইকেটে ১১১ রান। একটা সময় অবশ্য মনে হয়েছিল একশো রানের গণ্ডিও টপকাতে পারবে না আফগানিস্তান। কিন্তু ইব্রাহিম জারদানের (৬৪*) জন্য আফগানিস্তান একশো টপকায়। ১০১ রানে ম্যাচ জেতে ভারত। 
[আরও পড়ুন: NEET’তে বাংলার মেয়ের জয়জয়কার, মহিষাদলের দেবাঙ্কিতার সাফল্যে উচ্ছ্বসিত পরিবার]

Source: Sangbad Pratidin

Related News
Sonakshi Sinha: জীবনে নতুন অধ্যায়ের সূচনা, অনুরাগীদের সুখবর দিলেন খোদ সোনাক্ষী
Sonakshi Sinha: জীবনে নতুন অধ্যায়ের সূচনা, অনুরাগীদের সুখবর দিলেন খোদ সোনাক্ষী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনের মানুষের কাছে নাকি নিজেকে সঁপে দিয়েছেন। খুব শীঘ্রই জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন। সোনাক্ষী Read more

‘শচীনই স্বপ্ন দেখিয়েছে’, ‘ঈশ্বর’ প্রসঙ্গে বিশেষ বার্তা অশ্বিনের
‘শচীনই স্বপ্ন দেখিয়েছে’, ‘ঈশ্বর’ প্রসঙ্গে বিশেষ বার্তা অশ্বিনের

রবিচন্দ্রন অশ্বিন: শচীন কি কেবল একজন ক্রিকেটার! শচীনকে (Sachin Tendulkar) শুধুমাত্র এই একটা বিশেষণে সীমায়িত করা যায় বলে আমি অন্তত Read more

পাঞ্জাবের গোয়েন্দা দপ্তরে হামলা রুশ লঞ্চার থেকে! আটক আরেক সন্দেহভাজন
পাঞ্জাবের গোয়েন্দা দপ্তরে হামলা রুশ লঞ্চার থেকে! আটক আরেক সন্দেহভাজন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমশই রহস্য ঘনাচ্ছে মোহালিতে পাঞ্জাব (Punjab) পুলিশের গোয়েন্দা দপ্তরে বিস্ফোরণের ঘটনায়। ইতিমধ্যেই পুলিশের গোয়েন্দা বিভাগ বিস্ফোরণের Read more

নজর ঘোরাতে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনা! কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস
নজর ঘোরাতে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আলোচনা! কেন্দ্রের বিরুদ্ধে সরব কংগ্রেস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৪ লোকসভা নির্বাচনের ১০ মাস বাকি। একপ্রকার আচমকায় অভিন্ন দেওয়ানি বিধিকে ইস্যু করে ফেলল বিজেপি (BJP)। Read more

‘AC ছাড়া কাজ করা যাচ্ছে না’, কর্মবিরতি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মীদের একাংশের
‘AC ছাড়া কাজ করা যাচ্ছে না’, কর্মবিরতি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কর্মীদের একাংশের

বিক্রম রায়, কোচবিহার: ফ্যানের হাওয়ায় কাজ করা যাচ্ছে না। ভাড়া করে হলেও এসি এনে দিতে হবে। গরমে হাঁসফাঁস হয়ে কার্যত Read more

মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান, বেঙ্গালুরুতে অল্পের জন্য রক্ষা চারশোরও বেশি যাত্রীর
মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান, বেঙ্গালুরুতে অল্পের জন্য রক্ষা চারশোরও বেশি যাত্রীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু বিমানবন্দর থেকে যাত্রা শুরুর মাত্র কিছু সময়ের মধ্যেই, মাঝ আকাশে পরস্পরের মারাত্মক কাছাকাছি চলে এসেছিল Read more