রানি এলিজাবেথের মৃত্যুর পর কী হবে, পরিকল্পনা বহু আগেই তৈরি ব্রিটেনে!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। যার জেরে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে। রানির অসুস্থতার খবর পেয়ে স্কটল্যান্ডে পৌঁছেছেন রাজপরিবারের সদস্যরা। যদিও রাজপরিবারের তরফে জানা গিয়েছে, রানিকে হাসপাতালে ভরতি করার প্রয়োজন হয়নি। বাড়িতেই রয়েছেন তিনি। তবু ৯৬ বছরের রানিকে ঘিরে উদ্বেগ বাড়ছে ব্রিটেনে।
নবতিপর রানির মৃত্যুর পরে তাঁর শেষকৃত্য কীভাবে হবে তা নাকি বহুদিন আগেই ঠিক করে রেখেছে রাজ পরিবার। তেমনটাই দাবি মার্কিন সংবাদ সংস্থা ‘পলিটিকো’র। বহুদিন ধরেই এই নিয়ে চর্চা রয়েছে। সংবাদ সংস্থাটির দাবি, রানির শেষকৃত্য সংক্রান্ত সম্পূর্ণ গোপন পরিকল্পনার নাম ‘অপারেশন লন্ডন ব্রিজ’। যদিও এমন পরিকল্পনা নিয়ে কোনও মন্তব্য়ই আজ পর্যন্ত করেনি বাকিংহাম প্যালেস। মুখে কুলুপ ব্রিটিশ সরকারেরও।
[আরও পড়ুন: ‘নেতাজির আদর্শ মেনে চললে দেশ আরও উন্নত হত’, ‘কর্তব্য পথ’ উদ্বোধনে খোঁচা মোদির]
‘অপারেশন লন্ডন ব্রিজ’-এর কথা প্রথমবার শোনা গিয়েছিল ২০১৭ সালে। ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত হয়েছিল এই সংক্রান্ত একটি দীর্ঘ নিবন্ধ। তাতে দাবি করা হয়েছিল, কীভাবে এলিজাবেথের মৃত্যুর পরে রাজসিংহাসনে চার্লসকে অভিষিক্ত করার কথা ঘোষণা করা হবে সেন্ট জেমস প্যালেসে তা আগে থেকেই ঠিক হয়ে আছে। সেবারও ব্রিটেনের রাজ পরিবার কোনও মন্তব্য করেনি।
আর কী দাবি সংবাদমাধ্যমের? গুঞ্জন, এলিজাবেথের মৃত্যুর পরে কী কী হবে এখন থেকেই তা ঠিক হয়ে রয়েছে। ঠিক কী কী পরিকল্পনা রয়েছে? দাবি, এলিজাবেথের মৃত্যুর ১০ দিন পরে তাঁকে সমাধিস্থ করা হবে। তার আগে তাঁর ছেলে প্রিন্স চার্লস ব্রিটেনের চারটি দেশে সফর করবেন। ব্রিটেনের সংসদে তিন দিন রাখা হবে রানির মরদেহ। রানির শোকসভার আয়োজন করা হবে সেন্ট পলস ক্যাথিড্রালে। এরই পাশাপাশি রানির মৃত্যুর দিন ‘জাতীয় শোক’ ঘোষণা করা হবে।
[আরও পড়ুন: বিয়ের কয়েক ঘণ্টা পরই সস্ত্রীক আত্মহত্যা! কেমন ছিল হিটলারের অন্তিম দিনটি?]
রানির মৃত্যুর পরে তাঁর শায়িত মরদেহ দেখতে যে হাজার হাজার মানুষের সমাগম হবে তাও এখন থেকেই আঁচ করা হয়েছে। এবং সেইমতো পুলিশি প্রহরা বন্দোবস্ত করার কথা ভাব হয়েছে। খাদ্য সংকট ও যানজট তীব্র আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। আর সেই কারণেই পুরো বিষয়টিকে কীভাবে সামলানো হবে তার পরিকল্পনা আগাম করে রাখা হয়েছে ওই পরিকল্পনায়।
উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ রয়েছেন রানি এলিজাবেথ। সেই কারণেই বিদেশ সফরে যাওয়া বন্ধ করে দিয়েছেন তিনি। রানির প্রতিনিধি হিসাবে রাজপরিবারের নানা সদস্য বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। রাজপরিবারের তরফে জানানো হয়েছে, রানির শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে বাকিংহ্যাম প্যালেসে নিয়ে যাওয়া বেশ ঝুঁকির ব্যাপার। বৃহস্পতিবার রানির শারীরিক সংকটের কথা জানাজানি হতেই শুরু হয়ে গিয়েছে নানা গুঞ্জন। যার মধ্যে ফিরে ফিরে আসছে ‘অপারেশন লন্ডন ব্রিজ’-এর কথাও।

Source: Sangbad Pratidin

Related News
বক্তৃতা শুনে মাথাগরম হয়ে গিয়েছিল, বলছে ওয়েইসির গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তরা
বক্তৃতা শুনে মাথাগরম হয়ে গিয়েছিল, বলছে ওয়েইসির গাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধেয় উত্তরপ্রদেশে নির্বাচনী (UP election 2022) প্রচার সেরে ফেরার সময় হামলার মুখে পড়েছে আসাদউদ্দিন ওয়েসির Read more

দিল্লিতে চার বিরোধী মুখ‌্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন মমতা! সাক্ষাৎ হতে পারে সোনিয়ার সঙ্গেও
দিল্লিতে চার বিরোধী মুখ‌্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন মমতা! সাক্ষাৎ হতে পারে সোনিয়ার সঙ্গেও

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: আগামী সপ্তাহের মাঝ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি সফর শুরু হতে চলেছে। এই সফরে মুখ্যমন্ত্রী Read more

করেছেন ১৬ হাজারেরও বেশি হার্ট অপারেশন, ৪১ বছরে হৃদরোগেই মৃত্যু এই চিকিৎসকের
করেছেন ১৬ হাজারেরও বেশি হার্ট অপারেশন, ৪১ বছরে হৃদরোগেই মৃত্যু এই চিকিৎসকের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীর কাছে অনেক সময়ই ঈশ্বরের মতো আবির্ভূত হন চিকিৎসক। নতুন জীবন দান করেন তাঁরা। তেমনই নিজস্ব Read more

CWG 2022: কমনওয়েলথে বক্সিংয়ে অব্যাহত ভারতের সোনালি সফর, এবার সোনা নীতু ও অমিতের
CWG 2022: কমনওয়েলথে বক্সিংয়ে অব্যাহত ভারতের সোনালি সফর, এবার সোনা নীতু ও অমিতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিংয়ের হাত ধরে চলতি কমনওয়েলথ গেমস থেকে একের পর এক সোনা আসছে ভারতের ঝুলিতে। গেমসের দশম Read more

‘তোমার বাপের কী?’, পোশাক নিয়ে শাসন করায় বৃদ্ধের উপর চিৎকার উরফির, ভাইরাল ভিডিও
‘তোমার বাপের কী?’, পোশাক নিয়ে শাসন করায় বৃদ্ধের উপর চিৎকার উরফির, ভাইরাল ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে সোশ্যাল মিডিয়ায় নানা কাণ্ড উরফি জাভেদ (Urfi Javed) ঘটিয়ে থাকেন। তবে এবার ঘটনা তাঁর সঙ্গেই Read more

OMG! বিদ্যুৎ গতিতে ফলের রস পান, গিনেস বুকে নাম তুললেন ভারতীয় যুবক
OMG! বিদ্যুৎ গতিতে ফলের রস পান, গিনেস বুকে নাম তুললেন ভারতীয় যুবক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজুড়ে আজব কাণ্ড করে থাকেন বহু মানুষ। সেই সব চমকে দেওয়া কাজের স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড Read more