সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Basu)। তাঁর আদর্শ মেনে চললে দেশ আরও উন্নত হত। ইন্ডিয়া গেটে (India Gate) স্থাপিত নেতাজির গ্রানাইট মূর্তির আনুষ্ঠানিক উন্মোচনের পরে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সেই সঙ্গে দাবি করলেন, দেশের মানুষের কাছে নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কোনও রাজনৈতিক দল বা নেতার নামোল্লেখ না করলেও মোদি কংগ্রেসকেই আক্রমণ করলেন তা স্পষ্ট।
নেতাজির মূর্তির উদ্বোধন ছাড়াও এদিন রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত সেন্ট্রাল ভিস্তা অ্যাভিনিউয়ের উদ্বোধনও করলেন মোদি। পাশাপাশি ‘রাজপথ’ও নাম বদলে হল ‘কর্তব্য পথ’। তারও উদ্বোধনও হল প্রধানমন্ত্রীর হাতেই।
এদিন নেতাজি প্রসঙ্গে মোদি বলেন, ”স্বাধীনতার পরে যদি নেতাজির আদর্শ মেনে চলত দেশ, তাহলে আমরা এক নতুন উচ্চতায় পৌঁছতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক এটাই যে, আমাদের মহান নায়ককে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর মতাদর্শ এমনকী তাঁর সঙ্গে জড়িত প্রতীককেও অবহেলা করা হয়েছে।”
#WATCH | PM Narendra Modi unveils the statue of Netaji Subhas Chandra Bose beneath the canopy near India Gate
(Source: DD) pic.twitter.com/PUJf4pSP9o
— ANI (@ANI) September 8, 2022
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin