‘রণবীর-আলিয়া নিজেরাই ঢুকতে চাননি’, মহাকাল মন্দির বিতর্কে মুখ খুললেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উজ্জিয়িনীর মহকাল মন্দিরে রণবীর ও আলিয়াকে ঢুকতে বাধা দেওয়া হয়নি। বরং তাঁরা নিজেরাই ঢুকতে চাননি! বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে স্পষ্ট জানালেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। তাঁর কথায়, মন্দির চত্বরে অন্য এক বিষয়ে প্রতিবাদ চলছিল। সেই কারণেই মন্দিরে ঢুকতে চাননি রণবীর (Ranbir Kapoor) ও আলিয়া (Alia Bhatt)। মন্ত্রীর দাবি, আলিয়া ও রণবীরের সঙ্গে থাকা অন্য লোকেরা মন্দিরে ঢুকেওছেন, পুজোও দিয়েছেন। মন্ত্রী জানান, রণলিয়াকে মন্দিরের ভিতরে যাওয়ার জন্য অনুরোধও জানানো হয়েছিল। কিন্তু তাঁরা মন্দিরের ভিতরে যেতে চাননি।
ঠিক কী ঘটেছিল?
রণবীর কাপুরের (Ranbir Kapoor) পুরনো সাক্ষাৎকারের জেরে মুক্তির আগে বেশ বিপাকে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) টিম। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছবি বয়কটের ডাক দেওয়া হয়েছে। এবার মহাকাল মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হল রণবীর এ আলিয়াকে। বজরং দলের বিক্ষোভের জেরে মন্দিরে ঢুকতেই পারলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাট (Alia Bhatt)। পুজো শুধুমাত্র দিতে পারলেন ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukherji)।
[আরও পড়ুন: ২০ বছর পর পর্দায় মুখোমুখি হৃত্বিক-সইফ, প্রকাশ্যে এল ‘বিক্রম ভেদা’র ট্রেলার ]
বিতর্কের সূত্রপাত হয়েছিল রণবীরের ‘রকস্টার’ সিনেমার মুক্তির সময়। সেই সিনেমার প্রচারের সময়ই অভিনেতা জানিয়েছিলেন, তাঁর পরিবার পেশোয়ারে থাকত। তাই নানা ধরনের মাংস খেতে পছন্দ করেন তাঁরা। রণবীর নিজেও গোমাংস খেতে ভালবাসেন বলেও জানান। পুরনো সেই সাক্ষাৎকার ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগে নতুন করে ভাইরাল হয়। এতেই ক্ষিপ্ত হন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়। ছবি বয়কটের ডাকও দেওয়া হয়। এমনকী, আলিয়া ভাটকেও হিন্দুবিরোধী তকমা দেওয়া হয়।
 মঙ্গলবার মহাকাল মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছে নিয়ে গিয়েছিলেন রণবীর, আলিয়া এবং অয়ন। তাঁদের আসার খবর পেতেই মন্দির চত্বরে জড়ো হয়ে যান বজরং দলের সমর্থকরা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। তাঁদের উপস্থিতিতেই বিক্ষোভ দেখাতে থাকেন বজরং দলের সমর্থকরা। আলিয়া ও রণবীরকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না বলেও জানান। ‘জয় শ্রীরাম’ স্লোগানও নাকি দেওয়া হয়।
এমন বিক্ষোভের জেরে আর মন্দিরে প্রবেশ করার ঝুঁকি নেননি রণবীর-আলিয়া। শুধুমাত্র অয়ন মন্দিরে ঢুকে পুজো দেন। সিনেমার সাফল্য কামনা করেন। আগামী শুক্রবারই সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। উল্লেখ্য, ছবিতে শিবের ভূমিকাতেই অভিনয় করছেন রণবীর। আলিয়া রয়েছেন ইশার (যার অর্থ পার্বতী) ভূমিকায়। এছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন, মৌনি রায়। ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে।
[আরও পড়ুন: ‘চিত্রগুপ্ত’র অবতারে চমক দিলেন অজয় দেবগন, প্রকাশ্যে থ্যাংক গড ছবির প্রথম ঝলক]
 
 

Source: Sangbad Pratidin

Related News
রসগোল্লার জন্য টানা ৩০ ঘণ্টা রেল অবরোধ, রুট বদল হল ৮১ ট্রেনের
রসগোল্লার জন্য টানা ৩০ ঘণ্টা রেল অবরোধ, রুট বদল হল ৮১ ট্রেনের

সুব্রত বিশ্বাস: রসে টইটুম্বুর রসগোল্লা (Rasgolla)। নরম তুলতুলে এই রসগোল্লা পছন্দ করেন না, এরকম ব্যক্তি মেলা ভার। কিন্তু এই রসগোল্লার Read more

আরও ৬ মাস বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি ভারতবাসী! বড় ঘোষণা মোদি সরকারের
আরও ৬ মাস বিনামূল্যে রেশন পাবেন ৮০ কোটি ভারতবাসী! বড় ঘোষণা মোদি সরকারের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা বিধিনিষেধ উঠে গিয়েছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড আগের মতোই সচল। তবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা Read more

বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাবেন, আশা ঋষভ পন্থের
বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাবেন, আশা ঋষভ পন্থের

আলাপন সাহা: মঙ্গলবার সোশ‌্যাল মিডিয়া-জুড়ে আইপিএলের একটা ছবি রীতিমতো ভাইরাল হল। অরুণ জেটলি স্টেডিয়ামের বক্সে বসে ঋষভ পন্থ (Rishabh Pant)। Read more

পর্দায় ফিরছেন বাজিরাও সিংঘম! কবে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির নতুন ছবি?
পর্দায় ফিরছেন বাজিরাও সিংঘম! কবে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির নতুন ছবি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটা মাঝি সটকলি! ফের পর্দায় ফিরছে বাজিরাও সিংঘম। রোহিত শেট্টি ও অজয় দেবগণের হিট জুটির প্রত্যাবর্তনের Read more

ভাড়াটের সঙ্গে বিবাদের জের, নিজের বাড়ি ভাঙতে বুলডোজার আনলেন মালিক! পালটা জ্বলল আগুন
ভাড়াটের সঙ্গে বিবাদের জের, নিজের বাড়ি ভাঙতে বুলডোজার আনলেন মালিক! পালটা জ্বলল আগুন

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মালিক-ভাড়াটের মধ্যে বিবাদ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার (Howrah) জগাছায়। বাড়ি ভাঙতে গেলে আগুন Read more

এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ভাল ফল পেতে ভারতীয় কোচ নিয়োগ বাংলাদেশের
এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ভাল ফল পেতে ভারতীয় কোচ নিয়োগ বাংলাদেশের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমিত ওভারের ক্রিকেটে জিম্বাবোয়ের কাছে পরাস্ত হয়েছে বাংলাদেশ। তবে সেসব ভুলে নতুন করে প্রস্তুতি নিতে চান Read more