মেক ইন ইন্ডিয়ার জের, ভারতীয় সেনায় অস্ত্রের ঘাটতি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) স্বপ্নের প্রকল্প মেড ইন ইন্ডিয়ার ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ভারত। মার্কিন সংস্থা ব্লুমবার্গের একটি রিপোর্টে বলা হয়েছে, বেশ কিছু গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র পুরনো হয়ে গেলেও বিদেশ থেকে তা আমদানি করতে পারবে না ভারতীয় নিরাপত্তা বাহিনী। তার ফলে দুর্বল হয়ে পড়বে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, মাত্র চার বছরের মধ্যেই ভারতের হেলিকপ্টারের সংখ্যা বেশ কমে যাবে। কারণ পুরনো হেলিকপ্টারগুলি ব্যবহারের অযোগ্য হয়ে গেলেও নতুন আমদানি করা যাবে না। ২০৩০ সালের মধ্যে একই হাল হবে ভারতীয় যুদ্ধবিমানেরও। সাম্প্রতিক কালে পাকিস্তান এবং চিনের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ভারতের সম্পর্ক খারাপ হয়েছে। সেই কথা মাথায় রেখে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা দরকার। কিন্তু মোদির নীতি অনুসারে চলতে গিয়ে তা একেবারেই সম্ভবপর হচ্ছে না।
[আরও পড়ুন: রেলের জমি লিজের মেয়াদ বাড়িয়ে ৩৫ বছর করায় সায় মন্ত্রিসভার, হবে বিপুল কর্মসংস্থান]

আরও জানা গিয়েছে, ২০৩০ সালের মধ্যে ভারতীয় বায়ুসেনার ফাইটার স্কোয়াড্রনের সংখ্যা তিরিশেরও নীচে নেমে যাবে। চিন এবং পাকিস্তানের মোকাবিলা করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ভারতীয় বায়ুসেনার ফাইটার জেটগুলি। কিন্তু আগামী আট বছরে প্রায় ছ’টি ফাইটার স্কোয়াড্রন বাতিল করে দিতে বাধ্য হবে বায়ুসেনা।
২০১৪ সালেই মেক ইন ইন্ডিয়া প্রকল্প (Make in India) ঘোষণা করে মোদি জানিয়েছিলেন, এবার সমস্ত জিনিসই ভারতের মাটিতে তৈরি করা হবে। বিদেশের প্রতি নির্ভরতা কমাতে এবং দেশের মানুষের জন্য বেশি কর্মসংস্থানের জন্যই এই প্রকল্প তৈরি হয়েছিল। নিয়ম অনুযায়ী, প্রতিটি পণ্য উৎপাদন করতে ৩০-৬০ শতাংশ দেশীয় জিনিস ব্যবহার করতে হবে। সেই কারণেই দরকার পড়লেও বিদেশ থেকে যুদ্ধাস্ত্র আমদানি করা যাবে না। এই সমস্যা কীভাবে কাটিয়ে উঠবে ভারতের প্রতিরক্ষা বিভাগ, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরে অবশ্য কেন্দ্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
[আরও পড়ুন:মোদির পরে এবার অমিত শাহর সঙ্গে ঘনিষ্ঠতা বিজয়নের! কেরলে জন্ম নিচ্ছে নয়া সমীকরণ?]

Source: Sangbad Pratidin

Related News
রাজনীতির আগে মানবিকতা, বিজেপি বিধায়কের করোনা আক্রান্ত স্ত্রী-সন্তানকে ফল পৌঁছে দিলেন TMC নেতা
রাজনীতির আগে মানবিকতা, বিজেপি বিধায়কের করোনা আক্রান্ত স্ত্রী-সন্তানকে ফল পৌঁছে দিলেন TMC নেতা

রাজ কুমার, আলিপুরদুয়ার: করোনা মানে আমজনতার কাছে এখনও শুধুই আতঙ্ক। ফলে কিছুক্ষেত্রে আক্রান্তদের ভোগান্তির শিকার হতে হয়। অনেকসময় মুখ ফিরিয়ে Read more

ICC ODI World Cup 2023: ‘রান চেজের দিক থেকে শচীনকে ছাপিয়ে গিয়েছেন বিরাট’, বড় মন্তব্য করে দিলেন গ্রেম স্মিথ
ICC ODI World Cup 2023: ‘রান চেজের দিক থেকে শচীনকে ছাপিয়ে গিয়েছেন বিরাট’, বড় মন্তব্য করে দিলেন গ্রেম স্মিথ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েক বছর ধরে ভারতের (India) দুই মহাতারকার মধ্যে তুলনা চলছে। শচীন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) কি Read more

‘চোখ বন্ধ করে বসে আছে?’, বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভাকে ভর্ৎসনা হাই কোর্টের
‘চোখ বন্ধ করে বসে আছে?’, বেআইনি নির্মাণ নিয়ে বিধাননগর পুরসভাকে ভর্ৎসনা হাই কোর্টের

গোবিন্দ রায়: বেআইনি নির্মাণের অভিযোগে এবার বিধাননগর পুরসভা কর্তৃপক্ষের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করল কলকাতা হাই কোর্ট। “বেআইনি নির্মাণ হয়ে চলেছে। আর Read more

রঙ্গমঞ্চে ‘দেবদাস’ রণজয়, ব্রডওয়ের মতো মিউজিক্যাল দেখতে পাবেন দর্শকরা
রঙ্গমঞ্চে ‘দেবদাস’ রণজয়, ব্রডওয়ের মতো মিউজিক্যাল দেখতে পাবেন দর্শকরা

শম্পালী মৌলিক: বাঙালির চোখে চিরন্তন প্রেমিক ‘দেবদাস’। শরৎচন্দ্রের অমর সৃষ্টিকে একাধিকবার সিনেমার রূপ দিয়েছেন প্রমথেশ বড়ুয়া, বিমল রায়, সঞ্জয় লীলা Read more

Sourav Ganguly: অর্থনীতিতে স্নাতক হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন সৌরভ
Sourav Ganguly: অর্থনীতিতে স্নাতক হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন সৌরভ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডন ওঁর কাছে ‘সেকেন্ড হোম’। ক্রিকেটার হিসেবে এই শহরে তাঁর অনেক সুখের স্মৃতি। সুযোগ পেলেই পরিবার Read more

সমকামিতার ‘অপরাধে’ চরম শাস্তি! ইরানে দুই মহিলার মৃত্যুদণ্ড নিয়ে শোরগোল
সমকামিতার ‘অপরাধে’ চরম শাস্তি! ইরানে দুই মহিলার মৃত্যুদণ্ড নিয়ে শোরগোল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইরানে (Iran) দুই মহিলাকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হল। স্থানীয় প্রশাসনের বক্তব্য, নারী পাচারের অভিযোগে দুই মহিলাকে Read more