মদন এসেছে? রাজনীতি থেকে ‘অবসর’ জল্পনার মাঝেই বিধায়কের খোঁজ নিলেন মমতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেশ কিছু ধরেই আচরণে অবসরের জল্পনা উসকে দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। নিজেকে গুটিয়ে নেওয়ার কথাও বলেছেন। এসবের মাঝেই নেতাজি ইন্ডোরের সাংগঠনিক সভার মঞ্চে উঠেই মদন মিত্রের খোঁজ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 
এদিন পঞ্চায়েত ভোটের আগে দলীয় অনুশাসন ও শৃঙ্খলার প্রশ্নে আজ অর্থাৎ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি-সহ ছিলেন দলের নেতা, বিধায়ক, সাংসদ, মন্ত্রীরা। স্বাভাবিকভাবেই সেখানে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও। এদিন মঞ্চে উঠে প্রথমেই তাঁর খোঁজ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন,  “আমি ভাবছিলাম এসে দেখব, মদন এসেছে কি না। তা আমি ওকে খোঁজার আগেই দেখলাম ও নিজেই হাত দেখাল।” এতেই প্রশ্ন উঠছে, তবে কি মদনের আচরণে সংশয়ে দলও? আদৌ এই বৈঠকে মদন হাজির হবেন কি না, তা নিয়ে কি তবে সন্দিহান ছিলেন খোদ নেত্রীও?   
[আরও পড়ুন: প্রাণনাশের হুমকির পরই ঝুলন্ত দেহ উদ্ধার, ত্রিকোণ সম্পর্কের জেরে চাঁচলে ‘খুন’ সিভিক ভলান্টিয়ার]
প্রসঙ্গত, বৃহস্পতিবার কামারহাটির তৃণমূল বিধায়ক মদন বলেন, “আপাতত ২০২৬ অবধি বিধায়ক আছি। তারপর নতুন করে ভাবতে হবে। সকলকেই ভাবতে হবে আর দাঁড়ানো উচিত কিনা। অন্য কারও দাঁড়ানো উচিত কি না। আমার থেকে ভাল আর কেউ আছে কি না। আমি বিধানসভায় গিয়ে অনেককেই বলতে শুনেছি উনি ১১ বারের বিধায়ক। আমার খারাপ লাগে। সেটা না করে ছেলে, নাতি এঁদের সুযোগ দিলে ভাল হত। আমার খেলা দেখে নতুন প্রজন্ম শিখবে। তাই নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। যা না পাওয়ার ছিল সেটা না পাওয়াই থাক।” যদিও রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন কি না, এখনও তা খোলসা করেননি মদন মিত্র। 
[আরও পড়ুন: নবান্ন অভিযানকে সামনে রেখে পুরনোদের মাঠে নামাতে সক্রিয় দিলীপ-লকেট] 

Source: Sangbad Pratidin

Related News
‘নিপাত যাক বিচ্ছেদ রটনা!’, ‘ডন’ বিতর্কের পর দীপিকাকে নিয়ে কেনিয়ায় রণবীর
‘নিপাত যাক বিচ্ছেদ রটনা!’, ‘ডন’ বিতর্কের পর দীপিকাকে নিয়ে কেনিয়ায় রণবীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রণবীর সিংয়ের ‘ডন’ হওয়ার খবরে যখন নেটপাড়ায় কটাক্ষ-সমালোচনার অন্ত নেই, তখন সেসব বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে Read more

এত্ত টাকা! আরিয়ানের সদ্য লঞ্চ করা ব্র্যান্ডেড পোশাকের দাম দেখে তাজ্জব নেটদুনিয়া
এত্ত টাকা! আরিয়ানের সদ্য লঞ্চ করা ব্র্যান্ডেড পোশাকের দাম দেখে তাজ্জব নেটদুনিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধ করে নিজের ব্র্যান্ডেড পোশাক লঞ্চ করেছিলেন। বিজ্ঞাপনেও নজর কেড়েছিলেন। কিন্তু ফের ট্রোল হলেন আরিয়ান খান Read more

চন্দননগরের আলোয় সাজল অযোধ্যা, রামনগরীর আলোকসজ্জার দায়িত্বে বাংলার সংস্থা
চন্দননগরের আলোয় সাজল অযোধ্যা, রামনগরীর আলোকসজ্জার দায়িত্বে বাংলার সংস্থা

সুমন করাতি, হুগলি: সরযূ নদীর তীরে রাজসূয় যজ্ঞ। দীপাবলি উপলক্ষে ঝলমলিয়ে উঠেছে উত্তরপ্রদেশের অযোধ্যার রামমন্দির চত্বর। সেই আলোর মালার সঙ্গে Read more

বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন ছাংতে, উদীয়মান তারকার পুরস্কার আকাশের হাতে
বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন ছাংতে, উদীয়মান তারকার পুরস্কার আকাশের হাতে

দুলাল দে: ভারতীয় ফুটবল ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার হতে চলেছেন লালিয়ানজুয়ালা ছাংতে। সেই সঙ্গে সেরা উঠতি ফুটবলারের পুরস্কার উঠতে চলেছে তরুণ Read more

মর্মান্তিক! ‘মৃত স্ত্রীকে নিজের কাঁধে নিয়ে দাহ করতে যাই’, যন্ত্রণার কথা রাজপাল যাদবের মুখে
মর্মান্তিক! ‘মৃত স্ত্রীকে নিজের কাঁধে নিয়ে দাহ করতে যাই’, যন্ত্রণার কথা রাজপাল যাদবের মুখে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান স্ত্রী। মেয়ের বয়স তখন মোটে ১ দিন। সন্তানকে বাড়িতে রেখে Read more

GTA Election: পাহাড়ের অর্থনীতি বদলে দিয়েছে হোম স্টে, হাসছে পাহাড়ি গ্রাম চটকপুর!
GTA Election: পাহাড়ের অর্থনীতি বদলে দিয়েছে হোম স্টে, হাসছে পাহাড়ি গ্রাম চটকপুর!

সুতীর্থ চক্রবর্তী: জোড়বাংলো থেকে অভয়ারণ্যের যে পথে চটকপুর (Chatakpur) পৌঁছলাম সেই পথে এই সময়ে অনায়াস যাতায়াত ভল্লুক আর চিতাবাঘের। পাহাড়ে Read more