গৌতম ব্রহ্ম: সামনে পুজো। উৎসবের মরশুমে রাজ্যে যাতে কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর দেওয়ার নির্দেশ রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর। হিংসা রুখতে প্রয়োজনে পুলিশ সুপারদের সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন তিনি।
সম্প্রতি দুই মাধ্যমিক পরীক্ষার্থীর খুনকে কেন্দ্র করে বাগুইআটিতে তুমুল উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে উঠেছে তদন্তে গড়িমসির অভিযোগ। তাতে বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ধমকও দেন তিনি। বাগুইআটি থানার এএসআই এবং তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। মলয় ঘটকের বাড়িতে সিবিআই তল্লাশির প্রসঙ্গ নিয়ে পুলিশের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
[আরও পড়ুন: কেষ্ট না ফেরা পর্যন্ত ৩ গুণ লড়াই, ওকে বীরের সম্মানে বের করে আনবেন: মমতা]
মুখ্যমন্ত্রীর ধমকের পরদিনই সমস্ত পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসলেন রাজ্য পুলিশের ডিজি। ভারচুয়ালি সমন্বয় বৈঠক সারেন তিনি। সূত্রের খবর, বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেন ডিজি। সূত্রের খবর তিনি বলেন, পুলিশ সুপারদের থানাগুলির সঙ্গে যোগাযোগ রাখতে হবে। মাঝে মাঝে ওসি, আইসিদের সঙ্গে পুলিশ সুপারদের বৈঠক করতে হবে। পুলিশ সুপারদের বিভিন্ন থানায় সারপ্রাইজ ভিজিটেরও নির্দেশ দিয়েছেন তিনি। যেকোন অভিযোগ আসলে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখার নির্দেশ ওসি এবং আইসিদের। বড়সড় কোনও ঘটনা ঘটলে তা অবিলম্বে শীর্ষকর্তাদের জানানোর নির্দেশ।
এছাড়া সামনেই উৎসবের মরশুমের কথা উল্লেখ করে পুলিশকর্মীদের আরও সতর্ক হওয়ার পরামর্শ ডিজি। পুজোর বাংলায় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ‘অনুব্রত নেই বলে…’, গরম চায়ের কাপ হাতে বোলপুরে বসে কেষ্ট-স্মরণ দিলীপের]
Source: Sangbad Pratidin