মহারাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় গলদ! আধিকারিক পরিচয়ে অমিত শাহর কাছে ‘সন্দেহভাজন’ ব্যক্তি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নিরাপত্তায় বড়সড় গলদ। নিজেকে নিরাপত্তা আধিকারিক পরিচয় দিয়ে দীর্ঘক্ষণ স্বরাষ্ট্রমন্ত্রীর আশেপাশে ঘোরাফেরা করলেন সন্দেহভাজন ব্যক্তি। তাঁর গলায় আবার ঝুলছিল স্বরাষ্ট্রমন্ত্রকের পরিচয়পত্র। যদিও বড় কোনও অঘটন ঘটানোর আগেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনাটি সোমবারের। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সেসময় ছিলেন মুম্বইয়ে। লালবাগচা রাজার গণেশ উৎসবে শামিল হওয়ার পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের (Devendra Fadanbis) সঙ্গে দেখা করেন তিনি। সূত্রের খবর, অমিত শাহর নিরাপত্তা সংক্রান্ত এই গলদটি ঘটে দেবেন্দ্র ফড়ণবিসের বাড়িতেই। সেখানে অমিত শাহ বিজেপি (BJP) নেতাদের সঙ্গে আলোচনা করছিলেন। তখনই সন্দেহভাজন এক ব্যক্তিকে শাহর আশেপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁর গলায় আবার স্বরাষ্ট্রমন্ত্রকের পরিচয়পত্র ঝুলছিল। ফলে কেউ প্রথমে সন্দেহও করেনি।
[আরও পড়ুন: ইন্ডিয়া গেটে বসে গেল নেতাজির গ্রানাইট মূর্তি, বৃহস্পতিবার উদ্বোধনে প্রধানমন্ত্রী]

বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর ওই ব্যক্তি স্বরাষ্ট্রমন্ত্রকের অন্য এক আধিকারিকের নজরে পড়েন। তারপর স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা চেপে ধরলে ওই ব্যক্তি নিজেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিক হিসাবে দাবি করেন। নিজের পরিচয় দেন অন্ধ্রপ্রদেশের সাংসদের আপ্তসহায়ক হিসাবে। তাতে সন্দেহ আরও বাড়ে স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) কর্তাদের। তাঁরা মুম্বই পুলিশে (Mumbai Police) খবর দেন। পুলিশ আধিকারিকরা এসে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে নিজের পরিচয় ভাঁড়িয়ে প্রতারণার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় এক আদালতে তোলা হলে তাঁকে পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
[আরও পড়ুন: ‘দেশের পতাকাকে ব্যক্তিগত সম্পত্তি মনে করে’, ‘ভারত জোড়ো যাত্রা’র সূচনায় বিজেপিকে বিঁধলেন রাহুল]

আপাতত ওই সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে মুম্বই পুলিশ। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম হেমন্ত পওয়ার। বাড়ি মহারাষ্ট্রের ধুলেতে। তিনি দাবি করেছেন, বৈধ উপায়েই স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকে ঢুকেছিলেন তিনি। পুলিশ তাঁর দাবি খতিয়ে দেখছে। উল্লেখ্য, এ বছরের গোড়ার দিকে পাঞ্জাবে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গলদের অভিযোগ উঠেছিল। সে নিয়ে কংগ্রেস (Congress) এবং বিজেপির মধ্যে বিস্তর বাক-বিতণ্ডা চলেছে। এবার বিজেপি শাসিত রাজ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল।

Source: Sangbad Pratidin

Related News
অবশেষে সক্রিয় হচ্ছে কংগ্রেস! মার্চে সব বিরোধীদের নিয়ে বৈঠক ডাকতে পারেন সোনিয়া
অবশেষে সক্রিয় হচ্ছে কংগ্রেস! মার্চে সব বিরোধীদের নিয়ে বৈঠক ডাকতে পারেন সোনিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের বিরোধী শিবিরকে একত্রিত করার লক্ষ্যে আসরে নামতে পারে কংগ্রেস (Congress)। দলীয় Read more

অমৃতসরে নামা ইটালির বিমানের ১২৫ যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ, চাঞ্চল্য বিমানবন্দরে
অমৃতসরে নামা ইটালির বিমানের ১২৫ যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ, চাঞ্চল্য বিমানবন্দরে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে নতুন করে দাপাচ্ছে করোনা। এই পরিস্থিতিতে এবার ইটালি (Italy) থেকে পাঞ্জাবের অমৃতসরে (Amritsar) পৌঁছনো এক Read more

ইডির বিশেষ নজরে অয়ন শীলের ছেলে, ছেলের বান্ধবী সহ-৫! আগামী সপ্তাহেই তলবের সম্ভাবনা
ইডির বিশেষ নজরে অয়ন শীলের ছেলে, ছেলের বান্ধবী সহ-৫! আগামী সপ্তাহেই তলবের সম্ভাবনা

অর্ণব আইচ: এবার ইডির বিশেষ নজরে অয়ন শীলের স্ত্রী, ছেলে, ছেলের বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় (Iman Ganguly) ও শ্বেতা চক্রবর্তী। আগামী Read more

জলবায়ু বদল, সারা বিশ্বেই ঈশান কোণে অশনি সংকেত দেখছে রাষ্ট্রসংঘ
জলবায়ু বদল, সারা বিশ্বেই ঈশান কোণে অশনি সংকেত দেখছে রাষ্ট্রসংঘ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এল নিনোর বছর এটা। শুধু বাংলা কিংবা ভারত নয়। কড়া রোদের চোখরাঙানি গোটা বিশ্বজুড়েই। গরম আর Read more

COVID-19 Update: নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, সংক্রমণ কমলেও চিন্তায় রাখছে মৃত্যুর হার
COVID-19 Update: নিম্নমুখী দেশের কোভিড গ্রাফ, সংক্রমণ কমলেও চিন্তায় রাখছে মৃত্যুর হার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তি। আরও অনেকটা কমল দৈনিক করোনা (Coronavirus) সংক্রমণ। নিম্নমুখী পজিটিভিটি রেটও। তবে Read more

বিমানে বসেই সুখটান! ধূমপানের ভিডিও পোস্ট করে বিপাকে ইনস্টাগ্রাম তারকা, ব্যবস্থা নিল কেন্দ্র
বিমানে বসেই সুখটান! ধূমপানের ভিডিও পোস্ট করে বিপাকে ইনস্টাগ্রাম তারকা, ব্যবস্থা নিল কেন্দ্র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকারা সব পারে! সম্ভবত এমন বার্তাই দিতে চেয়েছিলেন সোশ্যাল মিডিয়া (Social Media) তারকা ববি কাটারিয়া (Bobby Read more