এশিয়া কাপের ম্যাচ শেষে গ্যালারিতে ধুন্ধুমার, পাক সমর্থকদের চেয়ার চেয়ার ছুঁড়ে ‘মার’ আফগানদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠের ভিতরে ক্রিকেটারদের মেজাজ হারানো তো ছিলই। এশিয়া কাপে (Asia Cup) পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পর গ্যালারিতেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল। ম্যাচ শেষে মেজাজ হারিয়ে একে অপরের দিকে চেয়ার ছুঁড়লেন পাকিস্তান এবং আফগানিস্তান (Afghanistan) সমর্থকরা। অভিযোগ ম্যাচ শেষের পর আফগানরাই চড়াও হয় পাক সমর্থকদের উপর।

Afghanistan fans once again showing that they cannot take defeat gracefully #AFGvPAK #AsiaCup #Cricket pic.twitter.com/0u5yrMx9Xa
— Saj Sadiq (@SajSadiqCricket) September 7, 2022

বুধবার রাতে শারজা স্টেডিয়ামে টানটান ম্যাচে শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে ম্যাচ জিতিয়ে দেন নাসিম শাহ (Nasim Shah)। তারপরই গ্যালারিতে শুরু হয়ে যায় সমর্থকদের বিবাদ। এমনিতেই আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের জন্য দুই দেশের বাসিন্দাদের সম্পর্ক ভাল নয়। তার উপর বুধবারের টানটান ম্যাচ শেষে পাক সমর্থকদের উচ্ছ্বাস রীতিমতো মাত্রা ছাড়িয়ে যায়। যা আফগান সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। অভিযোগ, ম্যাচ শেষে উচ্ছ্বাসরত পাকিস্তান সমর্থকদের মারধর করে আফগানিস্তান সমর্থকরা। চেয়ার ছোঁড়া হয়। শারজার (Sharjah) স্টেডিয়ামও ভাঙচুর করা হয়। এমনকী স্টেডিয়ামের বাইরেও পাক সমর্থকদের হেনস্তার অভিযোগ ওঠে আফগানদের বিরুদ্ধে।
[আরও পড়ুন: বাবরকে সরিয়ে আইসিসি ব়্যাঙ্কিংয়ে সেরা ব্যাটার রিজওয়ান, প্রথম দশে ভারতের কেবল সূর্য]

আসলে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে উত্তেজনাটা শুরু হয়েছিল খেলার মাঠেই। ম্যাচের ১৯ নম্বর ওভারে এক আফগান তারকা এবং এক পাক ব্যাটার একে অপরের দিকে ঘুষি মারার ইঙ্গিত করেন। আসিফকে আউট করার পর তাঁর দিকে প্রথমে ঘুষির ভঙ্গি দেখান আফগানিস্তানের আসিফ আলি (Asif Ali)। তারপরই তাঁর দিকে ব্যাট উঁচিয়ে তেড়ে আসেন পাক ব্যাটার। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই আফগানিস্তানের অন্য ক্রিকেটাররা চলে আসেন। তাঁরা ফারিদকে সরিয়ে নিয়ে যান। আসিফ বেরিয়ে যেতে যেতেও কিছু বলতে থাকেন। শেষে আসিফ আলিকে শান্ত করে গ্যালারিতে নিয়ে যান আসিফ আলি। মাঠের সেই উত্তাপের আঁচ চলে যায় গ্যালারিতেও।

Things can get heated out there but it’s never nice to see such behaviour on a cricket field #AFGvsPAK #AsiaCup pic.twitter.com/FxcouSxlFQ
— Saj Sadiq (@SajSadiqCricket) September 7, 2022

[আরও পড়ুন: কুয়ালালামপুরের বিরুদ্ধে হার, এএফসি কাপেও স্বপ্নভঙ্গ মোহনবাগানের]

উল্লেখ্য, বুধবার আফগানিস্তান এক উইকেটে হেরে যাওয়ায় তাঁরা এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে। একই সঙ্গে ছিটকে গিয়েছে ভারতও। রবিবার টুর্নামেন্টের ফাইনাল খেলবে পাকিস্তান (Pakistan) এবং শ্রীলঙ্কা। তার আগে অবশ্য বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচ খেলবে ভারত এবং আফগানিস্তান।

Source: Sangbad Pratidin

Related News
বিছানার হারানো উষ্ণতা ফেরাবে ‘তিন মিনিটের খেলা’, পার্টনারকে খুশি করতে জেনে রাখা জরুরি
বিছানার হারানো উষ্ণতা ফেরাবে ‘তিন মিনিটের খেলা’, পার্টনারকে খুশি করতে জেনে রাখা জরুরি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঙ্গীর সঙ্গে সম্পর্কটা দিন দিন কেমন যেন শীতল হয়ে যাচ্ছে? মনে হচ্ছে সেই প্রভাব বিছানাতেও পড়ছে? Read more

‘এই তো জীবন’, ডুয়ার্সে ‘প্রধান’ ছবির শুটিংয়ের ফাঁকে গান আড্ডায় দেব, খরাজ
‘এই তো জীবন’, ডুয়ার্সে ‘প্রধান’ ছবির শুটিংয়ের ফাঁকে গান আড্ডায় দেব, খরাজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেদিন থেকে প্রধান ছবির শুটিং শুরু হয়েছে, সেদিন থেকেই এই ছবির শুটিং স্পটে নানা ঘটনা। কখনও Read more

IIT Kharagpur: স্নাতক হলেই মিলতে পারে আইআইটি খড়গপুরে চাকরি, আবেদন করতে ভুলবেন না
IIT Kharagpur: স্নাতক হলেই মিলতে পারে আইআইটি খড়গপুরে চাকরি, আবেদন করতে ভুলবেন না

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? কম্পিউটারে দ্রুত টাইপ করতে পারেন? উত্তর হ্যাঁ হলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, Read more

কমনওয়েলথ গেমস: ষষ্ঠদিনে ফের ভারোত্তোলনে পদক ভারতের, হকির সেমিফাইনালে মেয়েরা
কমনওয়েলথ গেমস: ষষ্ঠদিনে ফের ভারোত্তোলনে পদক ভারতের, হকির সেমিফাইনালে মেয়েরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওলেথ গেমসে (Commonwealth Games 2022) ভারতের বিজয়রথ অব্যাহত। ষষ্ঠ দিন ফের ভারোত্তোলনে পদক পেল ভারত। এদিন Read more

‘সরব বলেই ষড়যন্ত্র’, মহুয়ার পাশে ফিরহাদ, সময়মতো উপযুক্ত সিদ্ধান্তের কথা বললেন ডেরেক
‘সরব বলেই ষড়যন্ত্র’, মহুয়ার পাশে ফিরহাদ, সময়মতো উপযুক্ত সিদ্ধান্তের কথা বললেন ডেরেক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে চোখ রেখে, উচ্চকণ্ঠে শানিত প্রশ্নে সংসদে শাসকদলকে বেকায়দায় ফেলা সাংসদকে নিয়ে এখন যত মাথাব্যথা তৃণমূলের Read more

এ কোন সমাজ! দুয়ারে দুয়ারে সাহায্যের আর্তি রক্তাক্ত নির্যাতিতা কিশোরীর! ভাইরাল CCTV ফুটেজ
এ কোন সমাজ! দুয়ারে দুয়ারে সাহায্যের আর্তি রক্তাক্ত নির্যাতিতা কিশোরীর! ভাইরাল CCTV ফুটেজ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের পর রক্তাক্ত অবস্থায় সাহায্য চাইছিল ১২ বছর বয়সি নির্যাতিতা। কিন্তু অসহায় মেয়েটিকে দেখেও মুখ ফিরিয়ে Read more