সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার চার বন্ধুর পালামৌ ভ্রমণের কাহিনি লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। আর রুপোলি পর্দায় সেই গল্পকেই ফুটিয়ে তুলেছিলেন সত্যজিৎ রায়। তৈরি হয়েছিল কালজয়ী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’ (Aranyer Din Ratri)। সুনীল ও সত্যজিতের সৃষ্টি তৈরি করেছিল ম্যাজিক। ১৯৭০ সালে মুক্তি পাওয়া ওই ছবি মুগ্ধ করেছিল দর্শকদের।
ফের রুপোলি পর্দায় ফিরতে চলেছে ‘অরণ্যের দিনরাত্রি’। সৌজন্যে পরিচালক অরুণ রায় (Arun Roy)। ‘আট বারো’, ‘হীরালাল’ ছবি তৈরি করেছেন তিনি। আপাতত ‘বাঘাযতীন’ ছবি তৈরিতে যদিও ব্যস্ত পরিচালক। ওই ছবিতে বিপ্লবী যতীন মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে দেবকে। ব্যস্ততার মাঝেও নতুন ছবির কথা ঘোষণা করেছেন পরিচালক।
‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে ‘সত্যজিৎ’ জিতু কামালকে। বুধবার ছিল সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) ৮৮ তম জন্মদিন। ওইদিনই লেখককে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ছবির কথা ঘোষণা করেন পরিচালক অরুণ রায়। প্রকাশ্যে আসে নতুন ছবির পোস্টার।
প্রায় ৫২ বছর আগের অত্যন্ত জনপ্রিয় ছবিকে ২০২২ সালে পর্দায় তুলে ধরা যে বেশ চ্যালেঞ্জিং, সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে পরিচালক অরুণের আশা অসীম, হরি, সঞ্জয় এবং শেখর – এই চার বন্ধুকে অবশ্যই দর্শকরা আপন করে নেবেন। সত্যজিতের পর তাঁর তৈরি ‘অরণ্যের দিনরাত্রি’ও দর্শকদের মনে দাগ কাটবে বলেই মনে করছেন পরিচালক।
[আরও পড়ুন: ‘শমসেরার বিষয় ভাল ছিল না’, ফ্লপ ছবি নিয়ে মুখ খুললেন রণবীর]
‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে থাকছেন জিতু কামাল। এছাড়াও থাকছেন সোহিনী সরকার (Sohini Sarkar), কিঞ্জল নন্দ, অনুষ্কা চক্রবর্তী, অর্ণ দাস-সহ আরও অনেকেই।
সম্প্রতি অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে সকলের নজর কাড়েন জিতু কামাল (Jeetu Kamal)। তাঁর অভিনয় যেমন প্রশংসা পেয়েছে। আবার তেমনই সমালোচিতও হয়েছেন জিতু। তাই ‘অপরাজিত’র পর ‘অরণ্যের দিনরাত্রি’ নিয়ে জিতু অনুরাগীদের উত্তেজনার পারদ তুঙ্গে।
সব ঠিক থাকলে আগামী বছরের পুজোয় মুক্তি পাবে ‘অরণ্যের দিনরাত্রি’। ছবিটি সকলের মন ছুঁতে পারে কিনা, সেটাই এখন দেখার।
[আরও পড়ুন: দুর্গাপুজোয় বক্স অফিস কাঁপাবে দেব-প্রসেনজিৎ-আবির-শুভশ্রী, দেখে নিন কবে মুক্তি পাবে কোন ছবি]
Source: Sangbad Pratidin