সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কয়লা পাচার মামলায় সিবিআইয়ের নজরে আইনমন্ত্রী মলয় ঘটক। বুধবার সকাল থেকে টানা আট ঘণ্টা সিবিআই জেরা। আসানসোল ও কলকাতার মোট ৬টি বাড়িতে তল্লাশি। তারপরেও বিকেলে হাসিমুখে ডালহৌসির সরকারি বাসভবন থেকে বেরলেন মন্ত্রী মলয় ঘটক। গাড়িতে ওঠার সময় হাত নাড়ান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছু বলতে নারাজ মন্ত্রী। “বিচারাধীন বিষয়ে কিছু বলব না”, বলেই জানান তিনি।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin