সুব্রত বিশ্বাস এবং শেখর চন্দ্র: সিবিআই ব়্যাডারে রাজ্যের আইনমন্ত্রী তথা তৃণমূল বিধায়ক মলয় ঘটক। কলকাতা এবং আসানসোল মিলিয়ে মন্ত্রীর মোট ৭ বাড়ি এবং অফিসে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীরা। এদিকে বিবাদি বাগের মন্ত্রী আবাসনে ঢুকে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন সিবিআই কর্তারা। এদিকে মন্ত্রীর বাড়িতে সিবিআই তল্লাশির প্রতিবাদে পথে নেমেছেন তৃণমূল সমর্থকরা। আসানসোলের রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা।
সিবিআই সূত্রে খবর, বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে জেরা পর্ব। প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত সেই জিজ্ঞাসাবাদ এখনও চলছে। এদিন সকালে আটটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং সিবিআই আধিকারিকদের নিয়ে ৬টি গাড়ি মন্ত্রীদের আবাসনে পৌঁছয়। সেখানে মন্ত্রীকে জেরা করা হচ্ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin