Baguiati Twin Murder: বাবার উত্তর না পেয়ে মুক্তিপণ চেয়ে নিহত অতনুর বান্ধবীকেও মেসেজ খুনির, কী লেখা ছিল?

অতনুর বাবা কি অশিক্ষিত? মেসেজের উত্তর দিচ্ছে না কেন? ঠিক এরকম হোয়াটসঅ‌্যাপ (Whatsapp) মেসেজ পেয়ে চিন্তায় পড়েছিলেন তিনি। ২৫ আগস্ট থেকে অপহরণকারীরা যে মেসেজ পাঠিয়েছিল তা নিয়ে মুখ খুললেন নিহত অতনু দে-র বান্ধবী। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা হল না। তবে তাঁর বয়ানেই লিপিবদ্ধ করা হল। অনুলিখনে অর্ণব আইচ।
অপহরণকারীরা কিন্তু ফোন করেনি। তারা আমাকে মেসেজ পাঠিয়েছিল। প্রথমে হয়তো লোকগুলো আমার বন্ধু অতনু দে-র বাবার কাছে মেসেজ করেছিল। কিন্তু অতনুর বাবা সম্ভবত বুঝতে পারেননি। তাই কোনও উত্তরও দেননি। তারপর আমাকে অপহরণকারী মেসেজ করে বলল, অতনুর বাবা কি অশিক্ষিত? মেসেজের উত্তর দিচ্ছে না কেন?
বোধহয়, সেই কারণেই তারা আমায় মেসেজ করতে শুরু করে। তারা আমায় বলে, ‘‘এক কোটি টাকা দিতে হবে। না দিলে অতনুকে আর ফিরে পাবি না।’’ এরকম হুমকির মেসেজ পাঠাচ্ছিল তারা।

প্রথমে আমায় ওরা একটা টেক্সট মেসেজ করে। এর পর থেকে হোয়াটসঅ‌্যাপে মেসেজ করতে শুরু করে তারা। ওরা পরপর হোয়াটস অ‌্যাপে মেসেজ পাঠিয়ে বলতে থাকে, ‘‘যদি এক কোটি টাকা না দিতে পারিস, তবে বুঝে নে অতনু নেই। আমরা জানি যে, তুই অতনুর বান্ধবী। আমাদের মেসেজের অপেক্ষায় থাকিস। দরকার হলে আমরা তোকে কল করে নেব। কিন্তু তুই আর কী করবি? ওটা ওর মা-বাবার ব‌্যাপার। ওর বাবা এত অশিক্ষিত কেন, যে মেসেজের উত্তর দিচ্ছে না। কালকের মধ্যে যদি টাকার জোগাড় না করতে পারিস, তবে ভুলে যা অতনুকে।’’
[আরও পড়ুন: আসানসোল সংশধোনাগারে অনুব্রতকে ফের জেরা সিবিআইয়ের, বুধবার সশরীরেই হাজিরা আদালতে]
অতনু গত ২২ আগস্ট অপহৃত হয়। এর কিছুদিন পর আমার কাছে প্রথম মেসেজ আসে। এরপর বারবার মেসেজ করতে থাকে সে। গত ২৫ আগস্ট থেকে আমার কাছে মেসেজগুলো আসতে শুরু করে। ২৮ তারিখ পর্যন্ত আমার কাছে মেসেজগুলো আসে। আমি বুঝতে পারছিলাম না যে, কে মেসেজগুলো পাঠাচ্ছে। অপহরণকারীরা নিজেদের নাম বলেনি।
আবার অদ্ভুত ব‌্যাপার, মেসেজগুলো নিজের থেকেই মুছে যাচ্ছে বা ডিলিট হয়ে যাচ্ছে।
যদিও তার আগে আমি মেসেজগুলোর স্ক্রিনশট করে রাখি। সেগুলোই আমি পুলিশকে দিই। আবার পুলিশে মেসেজ ডিলিট করার ব‌্যাপারটাও জানাই। কে জানে, কিডন‌্যাপাররা আমার মোবাইল হ‌্যাক করেছিল কি না। তবে হোয়াটসঅ‌্যাপে মেসেজ স্বয়ংক্রিয়ভাবে ডিলিট করে দেওয়ার পদ্ধতিও রয়েছে। কিন্তু অপহরণকারীরা অতনু আর ওর পিসতুতো ভাইকে (অভিষেক নস্কর) এভাবে খুন করল কেন, তা বুঝতে পারছি না।
[আরও পড়ুন: বাগুইআটি জোড়া খুন: ১৮ আগস্টই অতনুকে খুনের ছক ‘খুনি’র! বন্ধুর চিৎকারেই সেবারে রক্ষা]

Source: Sangbad Pratidin

Related News
তরুণীকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ! গ্রেপ্তার বারাসতের বিজেপি নেতা
তরুণীকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ! গ্রেপ্তার বারাসতের বিজেপি নেতা

অর্ণব দাস, বারাসত: তরুণীকে বাড়িতে ডেকে এনে ধর্ষণের অভিযোগ। বৃহস্পতিবার এক বিজেপি নেতাকে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র Read more

Panchayat Election 2023: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, পর মূহুর্তেই তৃণমূলে বিজেপির লক্ষ্মী!
Panchayat Election 2023: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়, পর মূহুর্তেই তৃণমূলে বিজেপির লক্ষ্মী!

নন্দন দত্ত, সিউড়ি: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বীরভূমের (Birbhum) দুবরাজপুরে পঞ্চায়েত সমিতিতে জয়। কয়েক মূহুর্তের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রার্থী। Read more

‘ইডির ক্ষমতায় লাগাম না পরালে এদেশে কেউই নিরাপদ নন’, সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীর
‘ইডির ক্ষমতায় লাগাম না পরালে এদেশে কেউই নিরাপদ নন’, সুপ্রিম কোর্টে দাবি আইনজীবীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক দুর্নীতি মামলায় তদন্তের জন্য বিপুল ক্ষমতা দেওয়া হয়েছে ইডিকে। এই ক্ষমতায় লাগাম পরানো দরকার। মঙ্গলবার Read more

মাসির বাড়ি বেড়াতে যাওয়াই কাল! তপসিয়ায় ২১তলা থেকে ‘মরণঝাঁপ’ দশম শ্রেণির পড়ুয়ার
মাসির বাড়ি বেড়াতে যাওয়াই কাল! তপসিয়ায় ২১তলা থেকে ‘মরণঝাঁপ’ দশম শ্রেণির পড়ুয়ার

সুব্রত বিশ্বাস: স্কুলে গরমের ছুটি শুরু হতেই মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল দশম শ্রেণির পড়ুয়া। আর সেই বেড়াতে যাওয়াই কাল হল Read more

বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৯১, দেশের সেরা প্রতিষ্ঠান কোনটি?
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের ৯১, দেশের সেরা প্রতিষ্ঠান কোনটি?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেল বেঙ্গালুরুতে অবস্থিতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। এই নিয়ে দ্বিতীয়বার এই সম্মান Read more

প্রয়াত সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়
প্রয়াত সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে Read more