সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে রিমেকের কমতি নেই। বক্স অফিসের রিপোর্ট কার্ডে কিছু সফল, কিছু ব্যর্থ। তবে তাতে রিমেক নিয়ে উৎসাহ এতটুকু কমেনি। শোনা যাচ্ছে, এবার রিমেকে আগ্রহী হয়েছেন খোদ বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। তবে দক্ষিণী সিনেমার রিমেকে আগ্রহ নেই তাঁর। বরং বলিউডের রাজাবাবু গোবিন্দার (Govinda) সুপারহিট সিনেমা নতুন করে তৈরি করতে চান।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও বেশ মন দিয়েছেন শাহরুখ খান। এমনিতে বলিউডে তাঁর রেড চিলিজ সংস্থা ভিজ্যুয়াল এফেক্টের কাজের জন্য বিখ্যাত। কিন্তু এখন সিনেমা-সিরিজের কাজেও জোর দেওয়া হয়েছে। কিছুদিন আগে আলিয়া ভাটের সঙ্গে যৌথভাবে ‘ডার্লিংস’ সিনেমাটি প্রযোজনা করেছিলেন শাহরুখ। নেটফ্লিক্স অরিজিনাল সেই সিনেমাটি দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা পেয়েছিল।
[আরও পড়ুন: শাড়ি পরিয়ে কাকার লাগাতার ধর্ষণ, টাকা পেতে যৌনবৃত্তি, বিস্ফোরক বলিউড ডিজাইনার]
শোনা যাচ্ছে, ‘ডার্লিংস’ ছবির সাফল্যের পর আরও এক্সপেরিমেন্টাল হতে চাইছেন শাহরুখ। তাই নাকি এবার গোবিন্দার সুপারহিট সিনেমা ‘দুলহে রাজা’ (Dulhe Raja) স্বত্ত্ব কিনেছে তাঁর রেড চিলিজ সংস্থা। ১৯৯৮ সালে মুক্তি পেয়েছিল হর্মেশ মালহোত্রা পরিচালিত কমেডি সিনেমাটি। ছবিতে গোবিন্দার নায়িকা ছিলেন রবিনা ট্যান্ডন (Raveena Tandon)। এছাড়াও ছিলেন কাদের খান, জনি লিভার, প্রেম চোপড়া, আসরানির মতো অভিনেতা।
নয়ের দশকের ব্লকবাস্টার ‘দুলহে রাজা’। সিনেমার পাশাপাশি তার গানও বেশ জনপ্রিয় হয়। জনপ্রিয় এই সিনেমার রিমেক তৈরি হলে তাতে শাহরুখ অভিনয় করবেন কি না, সেই প্রশ্নের উত্তর ভবিষ্যতেই জানা যাবে। আপাতত চেন্নাই অ্যাটলির ‘জওয়ান’ ছবির শুটিং করছেন শাহরুখ। শোনা গিয়েছে, চলতি মাসের শেষেই মুম্বইয়ে ফিরবেন কিং খান। তারপর বন্ধু সলমন খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমার শুটিং শেষ করবেন। এছাড়াও মুক্তির অপেক্ষায় শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’। তাতে আবার সলমনের স্পেশ্যাল অ্যাপিয়ারেন্স রয়েছে। রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিটিও রয়েছে শাহরুখের ঝুলিতে।
[আরও পড়ুন: অমিতাভের সঙ্গে বলিউড ডেবিউ রশ্মিকার, ‘গুডবাই’-এর ট্রেলারে যত কাণ্ড শেষকৃত্য নিয়ে]
Source: Sangbad Pratidin