টালা ব্রিজ খুললে ভাঙা হবে চিৎপুরের সেতু, পুনর্বাসনের কাজ নিশ্চিত করার নির্দেশ ফিরহাদের

স্টাফ রিপোর্টার: টালার পর এবার চিৎপুরের পালা। টালা ব্রিজ চালুর পরই ভাঙা হবে চিৎপুর ব্রিজ (Chitpur Bridge)। তার আগে ব্রিজের নিচে থাকা বাসিন্দাদের পুনর্বাসন দেওয়া হবে। এই মাসের মধ্যে জমি চিহ্নিত করে পুনর্বাসনের কাজ নিশ্চিত করতে নির্দেশ  দিয়েছেন মেয়র তথা কেএমডিএর চেয়ারম‌্যান ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
সোমবার পুরসভায় চিৎপুর ব্রিজ নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম। বৈঠকে কেএমডিএ-র (KMDA) আধিকারিকদের পাশাপাশি ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুরসভার কমিশনার বিনোদ কুমার, রেল পুলিশ ও ১ নম্বর বরোর চেয়ারম‌্যান তরুণ সাহা। সূত্রে খবর, টালা চালুর পরই চিৎপুর ব্রিজ ভাঙা হবে। এই মাসের মধ্যে সেখানকার বাসিন্দাদের পুনর্বাসনের কাজ নিশ্চিত করতে বলা হয়েছে।
[আরও পড়ুন: বিনয় মিশ্রর আত্মীয়র সঙ্গে নিজাম প্যালেসে বৈঠক শুভেন্দুর! বিস্ফোরক কুণাল ঘোষ]
উত্তর কলকাতার পুরনো টালার থেকে বয়স বেশি চিৎপুর ব্রিজের। বর্তমানে এই ব্রিজের স্বাস্থ‌্য ভাল নয়। টালায় যান চলাচল বন্ধের পর থেকে এই ব্রিজের ওপর চাপ আরও বেড়েছে। কিন্তু টালা না চালু হওয়া পর্যন্ত এই ব্রিজ ভাঙা যাবে না। ব্রিজের নিচে প্রায় ৭০ থেকে ৮০টি পরিবার রয়েছে। তরুণ সাহা জানান, বাসিন্দাদের এলাকার মধ্যে পুনর্বাসন দেওয়া হবে। পুনর্বাসনের জন‌্য দু’টি জায়গা নজরে রয়েছে। তবে সেখানে সকলের পুনর্বাসন দেওয়া যাবে না। আরও বড় জায়গা খোঁজা হবে। পুনর্বাসনের জন‌্য রেলের কাছেও জমি চাওয়া হয়েছে।
উল্লেখ্য, উত্তর শহরতলির সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম ভরকেন্দ্র ছিল টালা ব্রিজ। কিন্তু মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর বিপদ এড়াতে পুরনো ব্রিজ ভেঙে নতুন করে তৈরির পরামর্শ দিয়েছিল রাইটস। এই প্রস্তাবকে সমর্থন করেন মুম্বইয়ের সেতু বিশেষজ্ঞ ভি কে রায়না। এরপরই ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে টালা সেতুতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। শুরু হয় কাজ। ২ বছর ধরে ৪৬৮ কোটি টাকা ব্যয়ে ৭৫০ মিটার দীর্ঘ নবপর্যায়ের সেতুটিও মাঝেরহাট ধাঁচে কেবল স্টেড রেলওভার ব্রিজ হিসাবে আত্মপ্রকাশ করছে। এর মধ্যে ২৪০ মিটার অংশ কেবলের উপরেই শূন্যে ঝুলবে। শুধু তাই নয়, আগে ছিল তিন লেনের সেতু, কিন্তু নয়া ব্রিজটি যেমন চার লেনের হচ্ছে তেমনই দু’পাশেই থাকছে ফুটপাথ।
[আরও পড়ুন: ভোট পরবর্তী সময়ে কলকাতায় বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় ফের CBI দপ্তরে পরেশ পাল]

Source: Sangbad Pratidin

Related News
Coromandel Train Accident: চেন্নাইয়ে কাজে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনা, বরাতজোরে রক্ষা ক্যানিংয়ের শ্বশুর-বউমার
Coromandel Train Accident: চেন্নাইয়ে কাজে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনা, বরাতজোরে রক্ষা ক্যানিংয়ের শ্বশুর-বউমার

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সংসারে নুন আনতে পান্তা ফুরোয়। একটু বেশি আয়ের আশায় ভিনরাজ্যে যাওয়ার সিদ্ধান্ত নেন শ্বশুর-বউমা। শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসে Read more

দুবাইয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত চার ভারতীয়-সহ ১৬
দুবাইয়ের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত চার ভারতীয়-সহ ১৬

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুবাইয়ের (Dubai) একটি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল ১৬ জনের। তার মধ্যে রয়েছেন ৪ ভারতীয়। জানা Read more

‘ও কি একাই বিশ্বকাপ জিতেছে…’, ভক্তের ধোনি বন্দনার পরে হরভজনের জবাব
‘ও কি একাই বিশ্বকাপ জিতেছে…’, ভক্তের ধোনি বন্দনার পরে হরভজনের জবাব

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final) ভারতের বিপর্যয় দেখার পরে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) এক Read more

Panchayat Election 2023: ‘বাম-কংগ্রেস তৃণমূলের বি টিম’, ‘কমরেড’দের বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান শুভেন্দুর, পালটা কুণালের
Panchayat Election 2023: ‘বাম-কংগ্রেস তৃণমূলের বি টিম’, ‘কমরেড’দের বিজেপিতে ভোট দেওয়ার আহ্বান শুভেন্দুর, পালটা কুণালের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিচুতলায় রামধনু জোট হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যখন তৃণমূলের এই অভিযোগ স্বীকার করে নিচ্ছেন, Read more

ভোটে কারচুপি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা মায়ানমারের নেত্রী সু কি’র
ভোটে কারচুপি মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা মায়ানমারের নেত্রী সু কি’র

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনে দুর্নীতির অভিযোগে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হল আং সান সু কি’কে (Aung San Read more

Durga Puja News 2023: পুজোয় নোংরা বরদাস্ত নয়, হাওড়া-শিয়ালদহ স্টেশনের পরিচ্ছন্নতায় জোর রেলের
Durga Puja News 2023: পুজোয় নোংরা বরদাস্ত নয়, হাওড়া-শিয়ালদহ স্টেশনের পরিচ্ছন্নতায় জোর রেলের

সুব্রত বিশ্বাস: দেবীর আগমনের আগে পরিচ্ছন্নতায় জোর দিচ্ছে রেল। হাওড়ার ডিআরএম সঞ্জীবকুমার বলেন, “আগে স্টেশন আলো দিয়ে সাজানো হত। এখন Read more