শিক্ষক দিবসে মাংস-ভাত খাওয়াকে কেন্দ্র করে অশান্তি-বিক্ষোভ, তুমুল উত্তেজনা হুগলির স্কুলে

দিব্যেন্দু মজুমদার, হুগলি: শিক্ষক দিবস (Teacher’s Day) উপলক্ষে স্কুলে রান্না হওয়া মাংস-ভাত মেলেনি। তার জেরে ক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা। মাংস-ভাতের দাবিতে রাস্তা অবরোধে সামিল হল পড়ুয়ারা। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছড়ায় হুগলি জেলার পোলবার কাশ্বাড়া আলিনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনে। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে যায় পোলবা (Polba) থানার পুলিশ। তাঁদের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
জানা গিয়েছে, শিক্ষক দিবস উপলক্ষে গতকাল অর্থাৎ সোমবার হুগলির পোলবার কাশ্বাড়া আলিনগর ইয়াসিন মণ্ডল শিক্ষা নিকেতনের শিক্ষকরা চাঁদা দিয়ে সমস্ত পড়ুয়াদের মাংস, ভাত খাওয়ানোর ব্যবস্থা করেন। ১১০০ পড়ুয়াকে খাওয়ানোকে কেন্দ্র করেই চরম অব্যবস্থার সৃষ্টি হয়। এক সময় পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে, বিক্ষোভ শুরু হয়। পড়ুয়াদের অভিযোগ, দুপুরে তাদের খেতে দেওয়ার বদলে প্রধান শিক্ষক দুর্ব্যবহার করে স্কুলের বাইরে বের করে দেন। এরপরই পড়ুয়ারা স্কুলের সামনেই আলিনগর মোড়ে রাস্তা অবরোধ করে।
[আরও পড়ুন: বাড়ির সামনে থেকে উদ্ধার কেষ্ট ঘনিষ্ঠ বিদ্যুৎবরণের বাবার ব্যাংকের ছেঁড়া নথি, প্রমাণ লোপাটের ছক?]
পড়ুয়াদের অবরোধের জেরে তারকেশ্বর-চুঁচুড়া রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। প্রবল যানজটে আটকে পড়েন বহু মানুষ। গোটা এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পোলবা থানার পুলিশ। এদিকে অবরোধের খবর পেয়ে অভিভাবকরা স্কুলে গিয়ে হাজির হন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিভাবকদের অভিযোগ, গত বছরও শিক্ষক দিবসের এই দিনটিতে খাবার কম পড়ে যাওয়ায় অনেকেই অসন্তুষ্ট হয়েছিল।
অন্যদিকে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে, যারা রান্না করার দায়িত্বে ছিলেন তাঁরা সময় মতো খাবার তৈরি করে উঠতে পারেননি। তার জেরে সাময়িক একটা সমস্যা হয়েছিল। পরে আলোচনার মধ্য দিয়ে সমস্যা মিটে যায়। স্কুল পরিচালন সমিতির সভাপতি তানসেন মণ্ডল জানান, প্রত্যেকবছরের মতো শিক্ষক দিবসের দিন সমস্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে খাওয়াদাওয়ার একটা ব্যবস্থা হয়েছিল। কিন্তু সেই খাবার সময় মতো তৈরি হয়ে ওঠেনি। তাই নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তবে সেটা বড় কিছু নয়।
[আরও পড়ুন: হাসিনার ভারত সফরের শুরুতেই বঙ্গে এল পদ্মার ইলিশ, হাসি ফুটল ভোজনরসিকদের মুখে]

Source: Sangbad Pratidin

Related News
চাপে চিন, লালফৌজকে রুখতে তাইওয়ানকে প্রচুর ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা
চাপে চিন, লালফৌজকে রুখতে তাইওয়ানকে প্রচুর ক্ষেপণাস্ত্র দিচ্ছে আমেরিকা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিনা (China) আগ্রাসনের আশঙ্কায় ত্রস্ত তাইওয়ান (Taiwan)। যে কোনও মুহূর্তে সাগর পেরিয়ে বাঁধ ভাঙা জলের মতো Read more

বাংলাদেশ নির্বাচন: মনোনয়ন বাতিল মাহিয়া মাহির, ফেসবুকে হুঁশিয়ারি অভিনেত্রীর
বাংলাদেশ নির্বাচন: মনোনয়ন বাতিল মাহিয়া মাহির, ফেসবুকে হুঁশিয়ারি অভিনেত্রীর

সুকুমার সরকার, ঢাকা: নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে চাইলেও শেষ মুহূর্তে সেই স্বপ্ন পূরণ হল না। বাংলাদেশের (Bangladesh) Read more

বীজ ছুঁড়লেই গজাবে গাছ, গড়ে উঠবে বাগান, নিউটাউনে তৈরি ‘বীজ বিছানা’
বীজ ছুঁড়লেই গজাবে গাছ, গড়ে উঠবে বাগান, নিউটাউনে তৈরি ‘বীজ বিছানা’

অভিরূপ দাস: লঙ্কায় আম খেয়ে আঁটি ছুড়ে এ দেশে ফেলেছিল হনুমান। পৌরাণিক সে কাহিনী সকলেরই জানা। তাদের উত্তরপুরুষদের জন্য তেমন Read more

বাংলায় তৃণমূল, পাঞ্জাবে AAP-এর নেতৃত্বেই লড়তে হবে কংগ্রেসকে, ‘স্বীকারোক্তি’ চিদম্বরমের
বাংলায় তৃণমূল, পাঞ্জাবে AAP-এর নেতৃত্বেই লড়তে হবে কংগ্রেসকে, ‘স্বীকারোক্তি’ চিদম্বরমের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের টালমাটাল পরিস্থিতির মধ্যে সাংগঠনিক দুর্বলতা নিয়ে এবার সরব হলেন পি চিদম্বরম (P Chidumbaram)। কার্যত স্বীকার Read more

জিতের নতুন ‘বুমেরাং’, রুক্মিণীর পাশাপাশি নায়িকা এবার টেলিপর্দার দেবচন্দ্রিমা!
জিতের নতুন ‘বুমেরাং’, রুক্মিণীর পাশাপাশি নায়িকা এবার টেলিপর্দার দেবচন্দ্রিমা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেবের ছবিতে সুযোগ পেলেন মিঠাই সৌমিতৃষা। আর এবার জিতের জায়গা করে নিলেন টেলিপর্দার আরও এক জনপ্রিয় Read more

‘দুর্ভিক্ষ হয়েছে নাকি!’, বিকিনি পরায় অভিনেত্রী মিশমিকে কটাক্ষ, দিলেন মোক্ষম জবাব
‘দুর্ভিক্ষ হয়েছে নাকি!’, বিকিনি পরায় অভিনেত্রী মিশমিকে কটাক্ষ, দিলেন মোক্ষম জবাব

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ-বিদ্রুপের পালা চলতেই থাকে। বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে। সমুদ্র সৈকতে বিকিনি পরে ছবি পোস্ট Read more