সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম বদলের সিদ্ধান্ত নিল মোদি সরকার। সোমবার কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল, বিখ্যাত এই রাস্তা এবার থেকে পরিচিতি পাবে কর্তব্য পথ নামে। শোনা যাচ্ছে, এই নাম বদলের প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনার আগামী কাল, মঙ্গলবার একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে।
চলতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়েছিলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে এবার বেরিয়ে আসার সময় হয়েছে। ব্রিটিশ আমলে তৈরি নানা জিনিসের খোলনলচে পালটে ফেলার ইঙ্গিত মিলেছিল তাঁর বক্তব্যে। বলেছিলেন, ২০৪৭ সালের মধ্যে হাতে হাত মিলিয়ে প্রচুর দায়িত্ব পালন করতে হবে। সম্প্রতি নৌসেনাকে ঢেলে সাজানোর মধ্যে দিয়েও মিলেছে সেই বার্তাই। ভারতীয় নৌসেনার পতাকায় ঘটেছে বদল। নৌবাহিনীর (Indian Navy) পতাকায় থাকা ব্রিটিশ আমলের চিহ্ন সেন্ট জর্জ ক্রসের বদলে ঠাঁই পেয়েছে মারাঠা বীর ছত্রপতি শিবাজির ‘রাজমুদ্রা’। মোদির সেই মন্তব্যেরই যেমন আরেক প্রতিফলন এই নয়া নামকরণ।
Source: Sangbad Pratidin