সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) কীর্তি প্রকাশ্যে আসতেই তৃণমূল সরকার প্রশ্নের মুখে। দুর্নীতির অভিযোগে বিদ্ধ হচ্ছেন একের পর এক নেতা। এসবের মাঝেই ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “কারও ১০০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। তবে কতটা লোভী হব, সেটা নিজেকে ঠিক করতে হবে।” এসবের পাশাপাশি নিয়োগ দুর্নীতি নিয়ে বিঁধলেন সিপিএমকেও।
শিক্ষক দিবস উপলক্ষে সোমবার বেলা দেড়টা নাগাদ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দুর্নীতি ইস্যুতে মুখ খোলেন তিনি। বলেন, “অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, আপনি ১০০ শতাংশ নিয়ন্ত্রণ করতে পারেন? আমি বলব, কেউ পারে না। ভগবানও পারেন না। হাতের পাঁচটা আঙুল কোনওদিনও সমান হয় না।” মমতার কথায়, “মানুষ ভাল-খারাপ সব রকমের হয়। কেউ কেউ আবার সঙ্গ দোষে খারাপ হয়ে যায়। তবে আমরা কতটা লোভী হব, সেটা আমাদের ঠিক করতে হবে। পয়সা আজ আছে, কাল ফুরিয়ে যাবে।”
[আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই তৎপর ইডি-সিবিআই, রানিকুঠি ও সোদপুরে ২ ব্যবসায়ীর বাড়িতে জোর তল্লাশি]
এসবের পাশাপাশি এদিনও সিপিএমকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। বলেন, “সিপিএম অনেক কিছু করেছে। সবটাই জানা আছে। ওরা কাগজ লোপাট করে দিয়েছে। ফলে কোনও প্রমাণ নেই। কিন্তু আমাদের কাগজ পত্র রয়েছে তাই ধরতে পারছে।” যদিও নিয়োগে কোনও সমস্যা হয়ে থাকলে সেটাকে ভুল বলেই ব্যখ্যা করেছেন মমতা। তাঁর কথায়, “কাজ করতে গেলে ভুল হতে পারে। কিন্তু তা শুধরানোর সুযোগ দিতে হবে। আমরা সেই সুযোগটাই পাচ্ছি না।” একের পর এক নিয়োগ নিয়ে মামলা দায়ের হচ্ছে। তা নিয়েও এদিন ফের উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে বেনিয়মের অভিযোগ উঠছিল বহুদিন ধরে। পরবর্তীতে তাতে নাম জড়ায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। ২৩ জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। ওই তরুণীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫০ কোটি টাকা।
[আরও পড়ুন: উন্নয়ন প্রকল্পের কাজ কতদূর? খোঁজখবর নিতে জোড়া পর্যালোচনা বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়]
Source: Sangbad Pratidin