এএফসি কাপে বিকল্প ভাবনা ফেরান্দোর, ডিফেন্সে পোগবার সঙ্গী হতে পারেন হামিল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপে (Durand Cup) সুযোগ নষ্টের রোগের পাশাপাশি ডিফেন্সের ফাঁকফোকর চাপ বাড়িয়েছে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দোর (Juan Ferrando)। এএফসি কাপের (AFC Cup)ম্যাচে তাই ডিফেন্স ঠিক করে আক্রমণে জোর দিতে চাইছেন তিনি। সেই ম্যাচে মোহনবাগানের রক্ষণে ফ্লোরেন্তিন পোগবার সঙ্গী হতে পারেন ব্রেন্ডন হামিল। পাশাপাশি ‘সারপ্রাইজ’ হিসেবে নামিয়ে দেওয়া হতে পারে সদ্য দলের সঙ্গে যোগ দেওয়া দিমিত্রিস পেত্রাতোসকেও।
ডুরান্ডে মোহনবাগানের ভবিষ্যৎ কী, তা ঠিক হবে সোমবারের ইন্ডিয়ান নেভি বনাম রাজস্থান ইউনাইটেড ম্যাচে। জিতলেই নকআউটে চলে যাবে রাজস্থান। আর তারা সেই কাজে ব্যর্থ হলে কোয়ার্টার ফাইনালের টিকিট চলে আসবে মোহনবাগানের হাতে। তবে সেসব নিয়ে না ভেবে মোহনবাগানের নজরে এএফসি কাপের ইন্টার-জোনাল সেমিফাইনাল।
[আরও পড়ুন: ‘টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়ার পর এমএস ছাড়া কেউ মেসেজ করেনি’, বিস্ফোরক বিরাট কোহলি]

৭ সেপ্টেম্বর যুবভারতী স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কুয়ালালামপুর সিটি এফসি। রবিবার বিকেলের অনুশীলন থেকে স্পষ্ট, ওই ম্যাচে ডিফেন্সে বাড়তি নজর দিতে চাইছেন কোচ ফেরান্দো। এদিন ফুটবলারদের দুই দলে ভাগ করে ম্যাচ খেলালেন তিনি। সেখানে জুটি বাঁধতে দেখা গেল পোগবা-হামিলকে।
পুরো ফিট না হওয়ায় হামিলকে গত কয়েকদিনে দলের সঙ্গে বল পায়ে অনুশীলনের অনুমতি দেননি ফেরান্দো। শনিবারও ফিজিক্যাল ট্রেনারের তত্বাবধানে মাঠের একপাশে একাই অনুশীলন সেরেছেন তিনি। রবিবার অবশ্য শুরু থেকেই দলের সঙ্গে প্র্যাকটিস করলেন। সেখানেই পোগবার সঙ্গে জুটি বেঁধে সেন্ট্রাল ডিফেন্সে খেলতে দেখা গিয়েছে হামিলকে। ডুরান্ডে তিন ডিফেন্ডারের ছকে দল সাজিয়েছিলেন ফেরান্দো। তবে পোগবা, প্রীতম কোটালদের ভুলভ্রান্তি বারবারই নজরে এসেছে। তাই এএফসি কাপে মালয়েশিয়ার দলের বিরুদ্ধে ডিফেন্স নিয়ে ফেরান্দো যে বিকল্প ভাবনা তৈরি রাখছেন, তা স্পষ্ট।
অন্যদিকে, এদিন জনি কাউকোর সঙ্গী হিসেবে খেলতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান মিডফিল্ডার পেত্রাতোসকে। ডুরান্ডে গোল করার লোকের অভাবে বিপাকে পড়েছে মোহনবাগান। এএফসি কাপে সেই সমস্যা মেটাতে ফেরান্দো কাজে লাগাতে পারেন পেত্রাতোসকে। তবে চোটের জন্য এই ম্যাচেও নেই প্রণয় হালদার।
অন্যদিকে, সোমবার সকালে শহরে চলে আসছে কুয়ালালামপুর সিটি এফসি। সন্ধ্যার পর যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে অনুশীলন করবে তারা।
 
[আরও পড়ুন: মরুশহরে কেন পাকিস্তানের কাছে হার মানতে হল রোহিত-ব্রিগেডকে, জেনে নিন এই পাঁচটি কারণ]

 

Source: Sangbad Pratidin

Related News
Taj Mahal: অসংখ্য হিন্দু দেবদেবীর মূর্তি আছে তাজমহলে! পরীক্ষার দাবিতে আদালতে বিজেপি নেতা
Taj Mahal: অসংখ্য হিন্দু দেবদেবীর মূর্তি আছে তাজমহলে! পরীক্ষার দাবিতে আদালতে বিজেপি নেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাজমহল নাকি হিন্দুদের মন্দির, কী ছিল আগ্রায়? ফের মাথাচারা দিল সেই বিতর্ক। তাজমহলের (Taj Mahal) অন্দরে Read more

বজরংবলীর অপমান! ‘আদিপুরুষ’ দেখতে এসে দর্শকের হাতে মার খেলেন ব্যক্তি
বজরংবলীর অপমান! ‘আদিপুরুষ’ দেখতে এসে দর্শকের হাতে মার খেলেন ব্যক্তি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তি পেয়েছে প্রভাস, কৃতী স্যানন ও সইফ আলি খান অভিনীত ছবি আদিপুরুষ। এই ছবি নিয়ে Read more

মাঝ আকাশে বারবার যান্ত্রিক গোলযোগ, বিমান সংস্থা স্পাইসজেটকে বড়সড় শাস্তি দিল কেন্দ্র  
মাঝ আকাশে বারবার যান্ত্রিক গোলযোগ, বিমান সংস্থা স্পাইসজেটকে বড়সড় শাস্তি দিল কেন্দ্র  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাস্তির মুখে স্পাইসজেট (Spicejet) এয়ারলাইন্স। আগামী আট সপ্তাহ মাত্র অর্ধেক সংখ্যক বিমান চালাতে পারবে সংস্থাটি। ডিজিসিএর Read more

অসুস্থ পোষ্যের চিকিৎসার অজুহাতে ডেকে জোর করে বিয়ে দেওয়া হল পশু চিকিৎসককে
অসুস্থ পোষ্যের চিকিৎসার অজুহাতে ডেকে জোর করে বিয়ে দেওয়া হল পশু চিকিৎসককে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিহারে ‘পাকড়াও বিয়ে’। এবার অসুস্থ পোষ্যের চিকিৎসার বাহানায় ডেকে সোজা বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হল Read more

বিষ্ণোই গ্যাংয়ের থেকে প্রাণ বাঁচাতে মাথায় হেলমেট! রাখির বুদ্ধি দেখে হতবাক নেটদুনিয়া
বিষ্ণোই গ্যাংয়ের থেকে প্রাণ বাঁচাতে মাথায় হেলমেট! রাখির বুদ্ধি দেখে হতবাক নেটদুনিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইদে যখন গোটা দেশে আনন্দে মেতে উঠেছে। সেলেবরা নিজের মতো করে খুশির ইদ পালন করছেন। ঠিক Read more

বিকিনি পরার ‘শাস্তি’ বহিষ্কার, সেন্ট জেভিয়ার্সকে কটাক্ষ সেলেবদের
বিকিনি পরার ‘শাস্তি’ বহিষ্কার, সেন্ট জেভিয়ার্সকে কটাক্ষ সেলেবদের

স্টাফ রিপোর্টার: সাঁতার পোশাক পরেছিলেন নোবেলজয়ী পদার্থবিদ। তাঁর বইও কি নিষিদ্ধ ঘোষণা করবে সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়?(St.Xaviers University) অভিযোগ, স্রেফ সাঁতারের Read more