রায়পুরে শুরু সংঘের ৩৬ সংগঠনের বৈঠক, জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনায় ভাগবত, নাড্ডারা

স্টাফ রিপোর্টার : ছত্তিশগড়ের (Chhattisgarh) রাজধানী রায়পুরে (Raipur) আগামী শনিবার থেকে শুরু হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। সংঘ আদর্শে অনুপ্রাণিত মোট ৩৬টি সংগঠনের এই বার্ষিক বৈঠকে সংঘপ্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat), সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবোলে ছাড়াও উপস্থিত থাকছেন সংঘের পাঁচ সহ সরকার্যবাহ ও শীর্ষ পদাধিকারীরা। থাকবেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও সাংগঠনিক সম্পাদক বি এল সন্তোষও। সংঘ সূত্রে খবর, তিন দিনের এই বৈঠকের অন‌্যতম আলোচ‌্যসূচি জাতীয় নিরাপত্তা, দেশে অতি বাম রাজনৈতিক তৎপরতা, সংঘের শাখাবিস্তারের মতো বিষয়গুলি।
আগামী ২০২৫ সালে শতবর্ষ পূর্ণ করবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তার আগের বছর গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন। নরেন্দ্র মোদি (Narendra Modi) ক্ষমতায় আসার পর সংবিধানের ৩৭০ নং ধারা বিলোপ, তিন তালাক প্রথা রদ, অযোধ‌্যায় রামমন্দির নির্বাণের মতো সংঘের দীর্ঘদিনের ঘোষিত একাধিক কর্মসূচি সমাপ্ত করা সম্ভব হয়েছে। আগামী দিনে যত দ্রুত সম্ভব জাতীয় নাগরিকত্ব আইন লাগু, অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়নের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়িত করার পরিকল্পনা রয়েছে নাগপুরের। যে কারণে ২০২৪-এর লোকসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে রীতিমতো গুরুত্বপূর্ণ।
[আরও পড়ুন: বিদেশিনীর সামনে হস্তমৈথুন ক্যাব চালকের! তৎক্ষণাৎ বিমানের টিকিট কেটে ভারত ছাড়লেন মহিলা]
তার আগে রায়পুরে অনুষ্ঠেয় অখিল ভারতীয় সমন্বয় বৈঠক রীতিমতো গুরুত্বপূর্ণ বলেই দাবি সংঘ ঘনিষ্ঠ মহলের। সংঘের একটি সূত্র জানাচ্ছে, ‘‘দেশজুড়ে সারা বছর সংঘের যে কার্যক্রম চলে, তাতে একটা বড় ভূমিকা এই সংঘ ভাবধারায় অনুপ্রাণিত এবং সংঘ স্বীকৃত সংগঠনগুলির। সংঘের বিভিন্ন বিচারধারা ও কর্মসূচি নিয়ে লাগাতার প্রচারের সাহায্যে জনমত গঠন ও সংঘ সংস্কৃতির প্রসারে চিরকালই বড় ভূমিকা নিয়ে থাকে এই সংগঠনগুলি। স্বাভাবিকভাবেই ২০২৪-এর গুরুত্বপূর্ণ লোকসভা ভোটের আগের বছর কোন পথে ও পদ্ধতিতে এগোনো হবে, তা স্থির করতে ১০ থেকে ১২ সেপ্টেম্বর রায়পুরে হতে চলা বৈঠকের গুরুত্ব গেরুয়া শিবিরের কাছে রীতিমতো গুরুত্বপূর্ণ।’’
সংঘের এই পদাধিকারী জানাচ্ছেন, ‘‘এই মুহূর্তে সব মিলিয়ে ৫৫ হাজার শাখা চলছে আমাদের। শতবর্ষের আগে ২০২৪-এর মধ্যে এই সংখ‌্যাটা এক লক্ষে নিয়ে যাওয়ার লক্ষ‌্যমাত্রা স্থির করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আলোচন হবে রায়পুরে। পাশাপাশি নতুন শিক্ষাব‌্যবস্থা ও নয়া পাঠক্রম চালু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কথা হবে স্বদেশি ভাবধারা প্রসারে স্বাবলম্বী ভারত অভিযান নিয়েও।’’
[আরও পড়ুন: লখনউয়ের অভিজাত হোটেলে বিধ্বংসী আগুন, একধিক আবাসিকের ঝলসে মৃত্যুর আশঙ্কা]
বৈঠকে উপস্থিতির তালিকা বেশ নজরকাড়া। থাকছেন বিশ্ব হিন্দু পরিষদের অলোক কুমার ও মিলিন্দ পারন্দে, এবিভিপি-র আশিস চৌহান ও নিধি ত্রিপাঠী, ভারতীয় কিষাণ সংঘের দীনেশ কুলকার্নি, বিদ্যা ভারতীর রামকৃষ্ণ রাও ও গোবিন্দ মহান্তি, ভারতীয় মজদুর সংঘের হিরণ্ময় পান্ডা ও বি সুরেন্দ্রন, রাষ্ট্র সেবিকা সমিতির শান্তাক্কা এবং অন্নদানম সীতাক্কা, বনবাসী কল্যাণ আশ্রমের রামচন্দ্র খারদি ও অতুল জোগ প্রমুখ।

Source: Sangbad Pratidin

Related News
থমকে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যে, সুনাক-মোদি আলোচনায় কি খুলবে জট?
থমকে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যে, সুনাক-মোদি আলোচনায় কি খুলবে জট?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিবাসন নীতি, অ্যালকোহল ও মোটরগাড়ি। এই ত্র্যহস্পর্শে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসা ব্রিটেনের সঙ্গে ভারতের ‘মুক্ত Read more

সময়ের আগেই কেরলে ঢুকল বর্ষা, বাংলায় কি এর প্রভাব পড়বে?
সময়ের আগেই কেরলে ঢুকল বর্ষা, বাংলায় কি এর প্রভাব পড়বে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে এসে গেল বর্ষা (Monsoon)। সময়ের আগেই কেরালায় ঢুকে পড়েছে বর্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবারই কেরলে Read more

মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অনুকরণে কর্ণাটকে প্রতিশ্রুতি কংগ্রেসের, পরিবারতন্ত্র নিয়ে তোপ শাহর
মমতার ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অনুকরণে কর্ণাটকে প্রতিশ্রুতি কংগ্রেসের, পরিবারতন্ত্র নিয়ে তোপ শাহর

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ও যুবশ্রীর অনুকরণে কর্ণাটকে (Karnataka) গৃহলক্ষ্মী ও Read more

‘গদর ২’ সাফল্যের পরই ‘দাম বাড়ালেন’ সানি দেওল? রাজনীতি থেকেও বাণপ্রস্থে নেতা-অভিনেতা
‘গদর ২’ সাফল্যের পরই ‘দাম বাড়ালেন’ সানি দেওল? রাজনীতি থেকেও বাণপ্রস্থে নেতা-অভিনেতা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি বক্স অফিস কাঁপিয়েছে ‘গদর ২’ (Gadar 2)। ‘জওয়ান’ রিলিজের আগে প্রায় ৫০০ কোটি টাকার উপরে Read more

কলেজ ক্যাম্পাসে বসেই ‘মাদকে’ সুখটান! ভিডিও ভাইরাল হতেই বিড়ম্বনায় TMCP নেতা
কলেজ ক্যাম্পাসে বসেই ‘মাদকে’ সুখটান! ভিডিও ভাইরাল হতেই বিড়ম্বনায় TMCP নেতা

অর্ক দে, বর্ধমান: কলেজ ক্যাম্পাসের মধ্যে বসে ‘মাদক’ সেবন করছেন একদল পড়ুয়া। বুধবার রাতে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। Read more

খাস কলকাতায় অটোচালকের মাথা থেঁতলানো দেহ উদ্ধার, পুলিশকে ঘিরে বিক্ষোভ, আনন্দপুরে চাঞ্চল্য
খাস কলকাতায় অটোচালকের মাথা থেঁতলানো দেহ উদ্ধার, পুলিশকে ঘিরে বিক্ষোভ, আনন্দপুরে চাঞ্চল্য

অর্ণব আইচ: খাস কলকাতায় অটোচালকের রহস্যমৃত্যু। রবিবার সকালে আনন্দপুরে ওই যুবকের মাথা থেঁতলানো দেহ উদ্ধার করা হয়। মদের ঠেকে বচসার Read more