ব্যাট হাতে তাণ্ডব রিজওয়ানের, এশিয়া কাপে ভারতকে হারিয়ে মধুর প্রতিশোধ পাকিস্তানের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল ভারত। রবিবার সুপার ফোরে ভারতকে হারিয়ে বদলা নিল পাকিস্তান। ভারত ২০ ওভারে করেছিল ৭ উইকেটে ১৮১ রান। পাকিস্তান ৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। 
এদিন টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠায় পাকিস্তান। শুরুতে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল ঝড় তুলেছিলেন। ভারত তখন ছুটছিল। মনে হচ্ছিল ২০০-র কাছাকাছি পৌঁছে যাবে ভারত। কিন্তু রোহিত শর্মা কেন যে হ্যারিস রাউফকে তুলে মারতে গেলেন, তা তিনিই ভাল বলতে পারবেন। খুশদিল শাহ ক্যাচটা ভাল নিয়েছেন রোহিতের (২৮)। ভারত প্রথম উইকেট হারায় ৫৪ রানে। 
[আরও পড়ুন: স্থায়ী হল না শুরুর ঝড়, ২০০-র ইঙ্গিত দিয়ে ভারত থামল ১৮১ রানে]
রোহিত চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ফিরে যান লোকেশ রাহুল (২৮)। শাদাব খানকে তুলে মারতে গিয়ে আউট হন কেএল রাহুল। সূর্যকুমার যাদব হংকংয়ের বিরুদ্ধে রানের গতি বাড়িয়েছিলেন। এদিন ব্যর্থ হন সূর্য (১৩)।  ঋষভ পন্থও (১৪) হতশ্রী শট খেলে ডাগ আউটে ফিরে যান। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে হার্দিক পান্ডিয়া ম্যাচ জিতিয়েছিলেন ভারতকে। এদিন তিনি খাতা না খুলেই ফিরে যান। কিন্তু ভারত ১৮১ রানে পৌঁছয় বিরাট কোহলির জন্য। তিনি ৬০ রানে রান আউট হন। কিন্তু পরপর উইকেট হারিয়ে ভারত যখন কিছুটা হলেও চাপে, সেই সময়ে কোহলি দলের হাল ধরেন। 
ভারতের রান তাড়া করতে নেমে বাবর আজম ফেরেন ১৪ রানে। চাহালের শিকার ফকর জামান (১৫)। দু’ উইকেট হারিয়ে পাকিস্তান একসময়ে হয়ে গিয়েছিল ৬৩। ঠিক এই অবস্থা থেকে পাকিস্তানকে টেনে তোলেন রিজওয়ান এবং মহম্মদ নওয়াজ। রিজওয়ান কতটা কার্যকরী ব্যাটিং করেন, তা দেখা গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। এদিন দরকারের সময়ে রিজওয়ানের সঙ্গে মহম্মদ নওয়াজ আক্রমণ নিয়ে যান ভারতের ক্যাম্পে। পাক অধিনায়ক বাবর আজম ব্যাটিং অর্ডারে উপরের দিকে পাঠান নওয়াজকে। তিনি মারমুখী ব্যাটিং করেন। নওয়াজ ও রিজওয়ানের ব্যাটিং ভারতকেই চাপে ফেলে দিয়েছিল। কিন্তু মোক্ষম সময়ে ভুবনেশ্বর কুমার ফেরান মহম্মদ নওয়াজকে। আউট হওয়ার আগে ২০ বলে ৪২ রান করে যান তিনি। 
বিপজ্জনক হয়ে ওঠা রিজওয়ানকে আউট করেন হার্দিক। এদিন ব্যাট হাতে কিছু করতে পারেননি। বল হাতেও জ্বলে ওঠেননি। রান দিয়েছেন। কিন্তু যখন রিজওয়ানের (৭১) উইকেট দরকার ঠিক সেই সময়ে হার্দিক কিন্তু কাজের কাজটা করেন। কিন্তু ভুবনেশ্বর কুমারের মতো অভিজ্ঞ বোলার ১৯ তম ওভারে আটকে রাখতে পারেননি পাক ব্যাটারদের। রান দিয়ে ফেলেন। ফলে শেষ ওভারে জেতার জন্য পাকিস্তানের দরকার ছিল ৭ রান। অর্শদীপ সিং সেই রান আটকাতে পারেননি। নিজেও ক্যাচ ছেড়েছেন। বল হাতেও কিছু করতে পারলেন না। 
[আরও পড়ুন: ‘TET নেবেন না, আত্মহত্যা করব’, নিয়োগ তৎপরতা শুরু হতেই পর্ষদ সভাপতিকে হুমকি উত্তীর্ণদের]

Source: Sangbad Pratidin

Related News
‘নোবেল পেয়ে রবীন্দ্রনাথকেও কথা শুনতে হয়েছিল’, মমতার অ্যাকাডেমি সম্মান বিতর্কে জবাব ব্রাত্যর
‘নোবেল পেয়ে রবীন্দ্রনাথকেও কথা শুনতে হয়েছিল’, মমতার অ্যাকাডেমি সম্মান বিতর্কে জবাব ব্রাত্যর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবীন্দ্র জন্মজয়ন্তীতে বাংলা অ্যাকাডেমি পুরস্কার পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তা নিয়ে বিতর্ক মাথাচাড়া Read more

চাহিদা কমলেও কমছে না দাম, শহরের বহু দোকানে আলু ছাড়াই বিকোচ্ছে বিরিয়ানি
চাহিদা কমলেও কমছে না দাম, শহরের বহু দোকানে আলু ছাড়াই বিকোচ্ছে বিরিয়ানি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক ধরে নাগাড়ে দাম বাড়তেই কমছে আম গেরস্তের আলু কেনার অভ্যেস। চন্দ্রমুখী তো বটেই, জ্যোতি Read more

‘মৃত্যুর এই খেলা মেনে নেবেন?’, বাংলার পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে রাহুলকে তোপ স্মৃতির
‘মৃত্যুর এই খেলা মেনে নেবেন?’, বাংলার পঞ্চায়েত ভোটে অশান্তি নিয়ে রাহুলকে তোপ স্মৃতির

সংবদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ। হিংসার বলি অন্তত ১৯। আর তা নিয়েই এবার বাংলার শাসক দলকে Read more

নকশাল ক্যাম্প থেকে পালিয়েও বিয়ে করা হল না, জঙ্গিদের হাতেই খুন মাওবাদী যুগল
নকশাল ক্যাম্প থেকে পালিয়েও বিয়ে করা হল না, জঙ্গিদের হাতেই খুন মাওবাদী যুগল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি গোষ্ঠীগুলির মধ্যেও কোর্ট মর্শালের নিয়ম আছে কিনা জানা যায় না। তবে বিয়ে করার উদ্দেশ্যে নকশাল Read more

Shesh Pata Review: নারী-পুরুষের সম্পর্ক, সংশয় আর তৃষ্ণার গল্প ‘শেষ পাতা’, ছবিতে অকল্পনীয় প্রসেনজিৎ
Shesh Pata Review: নারী-পুরুষের সম্পর্ক, সংশয় আর তৃষ্ণার গল্প ‘শেষ পাতা’, ছবিতে অকল্পনীয় প্রসেনজিৎ

রঞ্জন বন্দ‌্যোপাধ‌্যায়: অতনু ঘোষ পরিচালিত সদ‌্যমুক্ত ‘শেষ পাতা’-র নায়িকা মেধার চরিত্রে গার্গী-র নিজের কণ্ঠে রবীন্দ্রনাথের ‘আমার জ্বলেনি আলো…’ গানটি অব‌্যর্থ Read more

এখন লোকসভা ভোট হলে ১৮ আসনের ক’টি মিলবে? অভ্যন্তরীণ রিপোর্টে চিন্তিত বঙ্গ বিজেপি
এখন লোকসভা ভোট হলে ১৮ আসনের ক’টি মিলবে? অভ্যন্তরীণ রিপোর্টে চিন্তিত বঙ্গ বিজেপি

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দলের নিচুতলার সংগঠন যেভাবে দুর্বল হয়ে গিয়েছে, তাতে এই মুহূর্তে লোকসভার ভোট হলে ২০১৯ সালের প্রাপ্ত আসনের অর্ধেকও Read more