সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য়ে আরও কমল করোনা (Coronavirus) সংক্রমণ। সপ্তাহান্তে পরপর ২দিনই রাজ্যে দৈনিক সংক্রমণ দুশোর নিচে। কমল মৃত্যুহারও। গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিডের (COVID-19) বলি মাত্র ১। আগেরদিনও যা ছিল বেশি। ঊর্ধ্বমুখী সুস্থতার হার। পজিটিভিটি রেটে অবশ্য় তেমন হেরফের নেই।
রাজ্যের স্বাস্থ্যদপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮১ জন, শনিবার তা ছিল ১৯২। শনিবার ২ জনের মৃত্যুর খবর মিলেছিল। আর রবিবার তা ১। একদিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৭৮ জন।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
Source: Sangbad Pratidin