প্রকাশ্যে কর্ণি সেনার নেতাকে খুন, অভিযুক্তের বাড়ি ভাঙল মধ্যপ্রদেশ সরকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্ণি সেনার (Karni Sena) এক নেতাকে প্রকাশ্যে ছুরি মেরে খুন করা হয়েছে। এই খুনের পরেই মূল অভিযুক্তের বাড়ি ভেঙে দিল স্থানীয় প্রশাসন। মধ্যপ্রদেশের কর্ণি সেনার টাউন সেক্রেটারিকে খুনের দায়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, খুনের সঙ্গে জড়িত আরও দু’জনের বাড়িও ভেঙে দেওয়ার পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন। খুনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে মধ্যপ্রদেশের বিজেপি (BJP) নেতৃত্ব।
জানা গিয়েছে, মৃত কর্ণি সেনা নেতার নাম রোহিত সিং রাজপুত। শুক্রবার রাতে শচীন প্যাটেল নামে এক বন্ধুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময়েই হঠাৎ বাইকে চেপে তিনজন আসে। দু’পক্ষে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হওয়ার পর আচমকা ছুরি দিয়ে রোহিতকে আঘাত করতে থাকে একজন। বাঁচাতে গিয়ে আহত হন শচীনও। ওই অবস্থায় দু’জনকে পুরসভার অফিসের সামনে ফেলে রেখে পালিয়ে যায় তিন দুষ্কৃতী। পরে আহত দু’জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় রোহিতের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন শচীন।
[আরও পড়ুন: কাছাকাছি আসার চেষ্টা! অভিষেকের ‘পাপ্পু’ স্লোগানে শামিল হয়ে টুইট TMC সাংসদ জহর সরকারের]

পরের দিনই এই খুনে তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) পুলিশ। ধৃতদের নাম রাহুল রাজপুত, অঙ্কিত ভাট এবং ইশু মালবীয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, আগে থেকেই শত্রুতা ছিল রোহিত এবং রাহুলের মধ্যে। সেই পুরনো বিবাদের জেরেই রোহিতকে খুন করা হয়েছে। ইতরাসি থানার পুলিশ প্রধান আর এস চৌহান জানিয়েছেন, এই খুনে মূল অভিযুক্ত ২৭ বছর বয়সি রাহুল। বাজারের মধ্যে একটি চায়ের দোকানের সামনে রোহিতকে খুন করে সে।
ইতিমধ্যেই তিন অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে আইনি প্রক্রিয়া চলাকালীনই অঙ্কিত নামে এক অভিযুক্তের বাড়ি ভেঙে দিয়েছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে, বাড়ি ভাঙার সময়ে উপস্থিত ছিলেন সাব ডি-এম মদন রঘুবংশী এবং জেলার পুলিশ প্রধান মহেন্দ্র চৌহান। সূত্র মারফত জানা গিয়েছে, বাকি দুই অভিযুক্তের বাড়িও ভেঙে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে ঠিক কী কারণে ওই অভিযুক্তদের বাড়ি ভাঙা হল, সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি। প্রসঙ্গত, কিছুদিন আগেও দাঙ্গায় মদত দেওয়ার অভিযোগে একইভাবে একজনের বাড়ি ভেঙে দিয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন। খুনের ঘটনার তীব্র নিন্দা করেছে মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্ব। থানায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি বিধায়ক অভিষেক মালবীয়।
[আরও পড়ুন: পথ দুর্ঘটনায় প্রয়াত টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি]

Source: Sangbad Pratidin

Related News
‘আপনি তখন জন্মাননি, যখন আমি…’, পাক সেনা অফিসারকে ধুয়ে দিলেন ইমরান
‘আপনি তখন জন্মাননি, যখন আমি…’, পাক সেনা অফিসারকে ধুয়ে দিলেন ইমরান

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসায় উসকানি মামলায় জামিন পাওয়ার পরই আক্রমণাত্মক ইমরান খান। প্রাক্তন পাক (Pakistan) প্রধানমন্ত্রী শনিবার রাত ৮টায় Read more

ভরদুপুরে ভূমিকম্প দিল্লিতে, কাঁপল পাঞ্জাব, হরিয়ানাও
ভরদুপুরে ভূমিকম্প দিল্লিতে, কাঁপল পাঞ্জাব, হরিয়ানাও

বুদ্ধদেব সেনগুপ্ত, নয়াদিল্লি: ভরদুপুরে কেঁপে উঠল রাজধানী দিল্লি-সহ উত্তর ভারতের একাংশ। এদিন দুপুর ১টা বেজে ৩৩ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত Read more

ICC Test Ranking: আইসিসির ক্রমতালিকায় বিরাট উন্নতি বুমরাহর, অনেক পিছিয়ে পড়লেন কোহলি
ICC Test Ranking: আইসিসির ক্রমতালিকায় বিরাট উন্নতি বুমরাহর, অনেক পিছিয়ে পড়লেন কোহলি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি টেস্ট ক্রমতালিকায় (ICC Test Rankings) একদিকে ভারতের জন্য যেমন সুখবর রয়েছে অন্যদিকে তেমনই রয়েছে দুঃসংবাদও। Read more

বিশ্বজুড়ে ব্য়াহত ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম পরিষেবা! তথ্য় ফাঁসের আশঙ্কায় ইউজাররা
বিশ্বজুড়ে ব্য়াহত ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম পরিষেবা! তথ্য় ফাঁসের আশঙ্কায় ইউজাররা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও বিশ্বজুড়ে ব্যাহত ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ পরিষেবা। প্রায় দু’ঘণ্টার বেশি সময়ের জন্য এই সোশ্যাল প্ল্যাটফর্মগুলি Read more

আরিয়ান খানের মাদককাণ্ডের জের? বদলি করা হল প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়েকে
আরিয়ান খানের মাদককাণ্ডের জের? বদলি করা হল প্রাক্তন NCB অফিসার সমীর ওয়াংখেড়েকে

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের মাদক মামলা বিশেষ করে রিয়া চক্রবর্তী ও শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলার তদন্তের প্রাথমিক দায়িত্বে Read more

পেন্টিংয়ের দাম ৬১.৮ কোটি টাকা! রেকর্ড গড়ল ভারতীয় মহিলা শিল্পীর চিত্রকলা
পেন্টিংয়ের দাম ৬১.৮ কোটি টাকা! রেকর্ড গড়ল ভারতীয় মহিলা শিল্পীর চিত্রকলা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা পেন্টিং। যার মূল্য ৬১ কোটি ৮০ লক্ষ টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই বিপুল দামেই Read more