Madan Mitra: ‘এখনও বহু তাল গাছে রয়েছে, পিঠে পড়বেই’, এবার বেলাগাম মদন মিত্র

অর্ণব দাস, বারাকপুর: তৃণমূল সাংসদ সৌগত রায়ের পাশে দাঁড়ালেন মদন মিত্র (Madan Mitra)। কড়া ভাষায় বিজেপিকে বিঁধলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। বিজেপি নেতাদের পিঠে তাল পড়ার হুঁশিয়ারি দিলেন তিনি।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতিকে সরাসরি ‘পাগল’ বলে আক্রমণ করেন মদন মিত্র। তাঁর কথায়, “বিজেপিতে একটা পাগল আছে, পাগলা মানে দিলীপ। দিলীপ ঘোষ বলেছেন পঞ্চায়েত ভোটের আগেই নাকি তৃণমূলের সরকার পড়ে যাবে। সৌগত রায়ের সঙ্গে একমত, আপনাদের মারতে বলছি না। তবে সবে জন্মাষ্টমী গিয়েছে। এখনও বহু তাল গাছে রয়েছে। কখন যে দিলীপ ঘোষদের মতো এই উলটো পালটা কথায় আর একটু ঝড় হলে, এই তালগুলো বিজেপির পিঠে পড়বে, সেটা তিন তাল না এক তাল না সোমে তাল না বেতাল সেটা আমি জানি না। আমরা নিশ্চয়ই মারব না। আপনারা করবেন না। তবে তাল পড়বেই। কারণ তাল পেকে গিয়েছে। এবং জন্মাষ্টমীতে সব তাল খরচা হয়নি।”
[আরও পড়ুন: ‘TET নেবেন না, আত্মহত্যা করব’, নিয়োগ তৎপরতা শুরু হতেই পর্ষদ সভাপতিকে হুমকি উত্তীর্ণদের]
বরাবরই ঠোঁটকাটা হিসাবে পরিচিত মদন মিত্র। সূত্রের খবর, তৃণমূল শীর্ষ নেতৃত্ব বারবার কোনও ইস্যুতে কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করেছে। তা সত্ত্বেও বারবারই মদন মিত্রের কথায় বিতর্ক মাথাচাড়া দিয়েছে। সৌগত রায়কে সমর্থন করে কামারহাটির তৃণমূল বিধায়কের ‘তাল পড়া’র মন্তব্যে উঠেছে সমালোচনার ঝড়।
উল্লেখ্য, শুক্রবার দক্ষিণ দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জলপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌগত রায় (Saugata Roy)। ওই অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন আপত্তি নেই। ভুল করে একথা বলবেন না তৃণমূলের সকলে চোর। তাহলে কিন্তু পিঠে তাল পড়লে দুঃখ করবেন না। মমতা দুর্নীতির রানি এসব বললে আমাদের ছেলেরা রেগে যায়। রেগে গেলে মাথার ঠিক থাকে না। কী করবে বলতে পারছি না। সিপিএম, বিজেপি, কংগ্রেস সকলকে বলে যাচ্ছি এই দু’টি কথা ভুলেও বলবেন না।” সৌগতর হুঁশিয়ারির রেশ কাটতে না কাটতে মদন মিত্রের বেলাগাম মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হয়েছে।
[আরও পড়ুন: ‘মুসলমানরা ধর্মীয় উন্মাদনা নিয়ে কবে ছবি করবেন?’ ‘লক্ষ্মী ছেলে’ দেখে প্রশ্ন তসলিমার]

Source: Sangbad Pratidin

Related News
আজ জিতলেই শেষ চারে সুনীলরা, নেপালের বিরুদ্ধে দলে অনেক পরিবর্তন আনছে ভারত
আজ জিতলেই শেষ চারে সুনীলরা, নেপালের বিরুদ্ধে দলে অনেক পরিবর্তন আনছে ভারত

দুলাল দে: কান্তিরভা স্টেডিয়াম থেকে মিনিট ১৫ গেলে ‘অনিল কুম্বলে সার্কেল’। পাকিস্তানের বিরুদ্ধে ঘরের ছেলের ১০ উইকেট নেওয়ার স্মৃতিকে সব Read more

রাশিয়াকে ভয়ংকর জবাব দেওয়া হবে, ইউক্রেনের পাশে দাঁড়িয়ে আশ্বাস বাইডেনের
রাশিয়াকে ভয়ংকর জবাব দেওয়া হবে, ইউক্রেনের পাশে দাঁড়িয়ে আশ্বাস বাইডেনের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এত বারণ করা সত্ত্বেও যদি ইউক্রেনে (Ukraine) হামলা হয়, তাহলে রাশিয়াকে (Russia) ভয়ংকর জবাব দেওয়া হবে। Read more

নোনাপুকুরে চলন্ত ট্রামে দাউদাউ করে জ্বলে উঠল আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের
নোনাপুকুরে চলন্ত ট্রামে দাউদাউ করে জ্বলে উঠল আগুন, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

অর্ণব আইচ: চলন্ত ট্রামে আগুন। শুক্রবার দুপুরে ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল এজেসি বোস রোড লাগোয়া নোনাপুকুর এলাকায়। আতঙ্কে Read more

‘ফাঁসির আসামি বেকসুর খালাস’, কামদুনি ধর্ষণ কাণ্ডে কলকাতা হাই কোর্টের রায় নিয়ে কী বলছে টলিপাড়া?
‘ফাঁসির আসামি বেকসুর খালাস’, কামদুনি ধর্ষণ কাণ্ডে কলকাতা হাই কোর্টের রায় নিয়ে কী বলছে টলিপাড়া?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামদুনি ধর্ষণ কাণ্ডে শুক্রবার কলকাতা হাই কোর্ট যে রায় দিয়েছে, তা নিয়ে বহু মহলই অসন্তুষ্ট। যার Read more

নদীতে ভেসে উঠল জনপ্রিয় অভিনেতার ছেলের পচগলা দেহ! চাঞ্চল্য ওপার বাংলায়
নদীতে ভেসে উঠল জনপ্রিয় অভিনেতার ছেলের পচগলা দেহ! চাঞ্চল্য ওপার বাংলায়

সুকুমার সরকার, ঢাকা: ২০২১ সালে প্রয়াত হন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান ওরফে এ.টি.এম. শামসুজ্জামান। এবার তাঁর ছেলে Read more

ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায়, পুলিশ পৌঁছতেই ভয়ংকর বিস্ফোরণে উড়ল বাড়ি!
ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায়, পুলিশ পৌঁছতেই ভয়ংকর বিস্ফোরণে উড়ল বাড়ি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বন্দুকবাজের তাণ্ডব আমেরিকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করতে গেলে ভয়ঙ্কর বিস্ফোরণে উড়ে গেল বাড়ি! অভিযোগ ওই বাড়ি Read more